হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
আবগারি শুল্ক কমানোর পর দেখে নিন আপনার শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম

Petrol Diesel Prices Update: আবগারি শুল্ক কমানোর পর দেখে নিন আপনার শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম

কেন কমানো হল আবগারি শুল্ক ?

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দীপাবলিতে দেশবাসীর জন্য মোদি সরকারের বড় উপহার ৷ ৩রে নভেম্বর বুধবার কেন্দ্র সরকারের তরফে ঘোষণা করা হয়েছে ৪ নভেম্বর অর্থাৎ আজ থেকে পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Prices Update) আবগারি শুল্কে রেকর্ড ছাড় দেওয়া হয়েছে ৷ অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পেট্রোলে ৫ টাকা আবগারি শুল্ক এবং ডিজেলে ১০ টাকা আবগারি শুল্ক কমানো হয়েছে ৷ এর জেরে অনেকটাই স্বস্তি পেতে চলেছেন সাধারন মানুষ ৷

আরও পড়ুন: পেট্রোলে ৫ টাকা, ডিজেলে ১০ টাকা কমছে দাম! দীপাবলির আগেই বড় সিদ্ধান্ত কেন্দ্রের

৪ নভেম্বর কত হবে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Prices Update)

দিওয়ালি অর্থাৎ ৪ নভেম্বর ২০২১ সকাল ৬টা থেকে এক্সাইজ ডিউটিতে ছাড় লাগু হওয়ার পর দিল্লিতে পেট্রোলের দাম ১১০.০৪ টাকা থেকে কমে ১০৫.০৪ টাকা প্রতি লিটার হয়ে গিয়েছে ৷ অন্যদিকে, ডিজেলের দাম ৯৮.৪২ টাকা থেকে কমে ৮৮.৪২ টাকা হয়ে গিয়েছে ৷ অর্থমন্ত্রকের তরফে বুধবার জানানো হয়, পেট্রোল ও ডিজেলের এক্সাইজ ডিউটিতে রেকর্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে ৷ অয়েল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সূত্রের খবর অনুযায়ী, উৎপাদন শুল্ক কমানোর জেরে সরকারের প্রতি মাসে ৮৭০০ কোটি টাকার লোকসান হবে ৷ এই হিসেব অনুযায়ী, বছরে ১ লক্ষ কোটি টাকার লোকসান হবে ৷

আরও পড়ুন: Diwali-র আগেই মেগা বাম্পার খবর! সরষের তেল-সহ সব রকমের ভোজ্য তেলের দামে জোরদার পতন!

এবার কত টাকা হতে চলেছে এক্সাইজ ডিউটি ?

কেন্দ্র সরকারের তরফে পেট্রোলে ৩২.৯০ টাকা এবং ডিজেলে ৩১.৮০ টাকা প্রতি লিটারে আবগারি শুল্ক নেওয়া হয়ে থাকে ৷ নতুন সিদ্ধান্ত লাগু হওয়ার পর আবগারি শুল্ক কমে ২৭.৯০ টাকা এবং ডিজেল ২১.৮০ টাকা হয়ে যাবে ৷ এর পাশাপাশি কেন্দ্র সরকারের তরফে রাজ্য সরকারগুলিকেও ভ্যাট কমানোর আবেদন করা হয়েছে ৷

আরও পড়ুন: দীপাবলির পর কি সোনার দাম কমবে? সোনা কেনার সঠিক সময় এখনই? জানুন...

মোদি সরকারের তরফে জানানো হয়েছে, পেট্রোল ও ডিজেলে (Petrol Diesel Prices Update) আবগারি শুল্ক কমার জেরে সবচেয়ে লাভবান হতে চলেছে কৃষকরা ৷ রবিশস্য বপনের প্রস্তুতি নিতে চলেছেন কৃষকরা। ডিজেলের দাম কমার ফলে সমস্ত পণ্য পরিবহন খরচ কমবে এবং সাধারন গ্রাহকরাও কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি বেড়েছে বলে স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার।

কেন কমানো হল আবগারি শুল্ক ?

বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ কমার জেরে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মোদি সরকারের তরফে এটা সুনিশ্চিত করা হয়েছিল যে দেশে পেট্রোল এবং ডিজেলের মতো জ্বালানির কোনও ঘাটতি না হয় এবং এর সরবরাহ নিরবচ্ছিন্ন থাকে।

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Excise Duty, Petrol And Diesel Price