Bank Lockers New Rule : ব্যাঙ্ক লকারের এই নতুন নিয়ম সম্পর্কে জানেন তো ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Bank Lockers New Rule : এই কাজ না করলে ব্যাঙ্কের তরফে লকার ভেঙে দেওয়া হতে পারে-
#নয়াদিল্লি: গ্রাহকদের সুবিধার্থে এবার আরবিআই ব্যাঙ্ক লকার সংক্রান্ত নতুন নিয়ম (Bank Lockers New Rule) জারি করল ৷ আপনিও কী ব্যাঙ্কের লকারে টাকা, গয়না বা জরুরি কাগজ পত্র রাখেন তাহেল এই নিয়মটি অবশ্যই জেনে রাখুন ৷
নতুন নিয়ম অনুযায়ী, ভূমিকম্প, বন্যা ইত্যাদির মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে লকারের কোনও ক্ষতি হলে বা লকারের সামগ্রী হারিয়ে গেলে ব্যাঙ্কগুলি দায়ী থাকবে না। লকার চুরি, ডাকাতি, অগ্নিকাণ্ড বা ব্যাঙ্ক কর্মচারীদের দ্বারা প্রতারণা হলে ব্যাঙ্কের দায়িত্ব হবে লকারের ভাড়ার ১০০ গুণ পর্যন্ত। অর্থাৎ ব্যাঙ্ক আপনার থেকে বছরে ৫০০০ টাকা চার্জ নিলে ক্ষতিপূরণ হিসেবে বছরে ৫,০০,০০০ টাকা জরিমানা হিসেবে দেওয়া হবে ৷
advertisement
advertisement
আগামী বছর থেকে নতুন এগ্রিমেন্ট করবে ব্যাঙ্ক
ব্যাঙ্ক তাদের লকার নিয়ে নয়া নিয়ম লাগু করা শুরু করে দিয়েছে ৷ ১ জানুয়ারি ২০২৩ থেকে ব্যাঙ্ক লকার হোল্ডারদের সঙ্গে নতুন ভাবে চুক্তি শুরু করবে ৷ ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের (IBA) মাধ্যমে ড্রাফ্ট লকার এগ্রিমেন্ট লাগু করবে ৷ সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক গ্রাহকদের লকারের সুবিধা দিয়ে থাকে ৷ এর জন্য গ্রাহকদের থেকে বার্ষিক চার্জ নেওয়া হয়ে থাকে ৷
advertisement
লকারে রাখা দামি গয়না ও অন্যান্য জিনিসের অবশ্যই লিস্ট বানিয়ে রাখুন ৷ এর মধ্যে থেকে কিছু জিনিস বের করলে বা নতুন করে রাখলে অবশ্যই সেটা লিস্টে রাখুন ৷ জিনিসের লিস্ট না থাকলে কোনও রকমের দুর্যোগের সময় আপনি ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না ৷
advertisement
এই কাজ না করলে ব্যাঙ্কের তরফে লকার ভেঙে দেওয়া হতে পারে-
লকার মালিকদের বছরে কমপক্ষে একবার তাদের লকার অবশ্যই খুলতে হবে ৷ কয়েক বছর ধরে লকার বন্ধ থাকলে ব্যাঙ্ক তাদের নির্ধারিত নিয়ম অনুযায়ী লকার ভেঙে দিতে পারবেন ৷ অবশ্য লকার ভাঙার আগে গ্রাহককে ব্যাঙ্কের তরফে নোটিস পাঠাতে হবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2022 9:29 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Lockers New Rule : ব্যাঙ্ক লকারের এই নতুন নিয়ম সম্পর্কে জানেন তো ?