Pan-Aadhaar linking : আর মাত্র তিনদিন, প্যান ও আধার লিঙ্ক না করলে দিতে হবে জরিমানা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Pan Aadhaar Link: প্যান ও আধার লিঙ্ক না করালে ৩১ মার্চের পর আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে ৷
#নয়াদিল্লি: চলতি অর্থবর্ষ শেষ হতে আর বাকি মাত্র দু’দিন আর এর সঙ্গেই একাধিক গুরুত্বপূর্ণ কাজের ডেডলাইন শেষ হয়ে যাবে ৷ এর মধ্যে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে প্যান ও আধার (Pan-Aadhaar linking) লিঙ্ক করা ৷
এখনও পর্যন্ত আধার ও প্যান লিঙ্ক লিঙ্ক না করিয়ে থাকলে ৩১ মার্চের আগে শীঘ্রই এই কাজটি সেরে নিন ৷ ডেডলাইন মিস করলে না কেবল আপনার ফিন্যান্সিয়াল ট্রানজাকশন, লেনদেনের সঙ্গে যুক্ত অন্যান্য কাজে সমস্যা হবে বরং জরিমানাও দিতে হতে পারে ৷ বিশেষজ্ঞদের মতে প্যান-আধার লিঙ্ক করা ডিজিটাল ক্ষেত্রে সবচেয়ে জরুরি ৷
advertisement
advertisement
প্যান ও আধার লিঙ্ক না করালে ৩১ মার্চের পর আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে ৷ সে ক্ষেত্রে আপনি কোনও আর্থিক লেনদেন করতে পারবেন না যেখানে প্যান নম্বরের দরকার পড়বে না ৷ যে কোনও ব্যক্তি যিনি ভারতে কোনও একটি অর্থবর্ষে ১৮২ দিন কাটাবেন তার জন্য আধার তৈরি করার দরকার পড়বে ৷ এবং সেই ব্যক্তির ক্ষেত্রে আধার ও প্যান লিঙ্ক করা জরুরি ৷
advertisement
ডেডলাইন পর্যন্ত লিঙ্ক না করালে ....
ডেডলাইনের মধ্যে লিঙ্ক না করালে আয়কর ধারা 234H অনুযায়ী, ১০০০ টাকার জরিমানা দিতে হবে ৷শুধু তাই নয় প্যান ও আধার লিঙ্ক না থাকলে আয়কর রিটার্ন দিতে পারবেন না ৷ রিটার্ন জমা না দিলে ইনকাম ট্যাক্স ধারা 234F অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে ৷
advertisement
ডেডলাইনের পরও মিলবে সুযোগ-
৩১ মার্চের পরও অবশ্য প্যান ও আধার লিঙ্ক করতে পারবেন ৷ এর জন্য 234H অনুযায়ী, নির্দিষ্ট শুল্ক বা জরিমানা দিতে হবে ৷
প্যান ও আধার লিঙ্ক করার দুটি উপায় রয়েছে -
১. ওয়েবসাইটের মাধ্যমে-
-প্রথমে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে যেতে হবে ৷
advertisement
- আধার কার্ডে দেওয়া নাম, প্যান নম্বর ও আধার নম্বর দিতে হবে ৷
- আধার কার্ডে কেবল জন্মের বছর দেওয়া থাকলে স্কোয়্যারে ঠিক করতে হবে ৷
- এবার ক্যাপচা কোড দিতে হবে ৷
- এরপর Link Aadhaar বটনে ক্লিক করতে হবে ৷
- ক্লিক করতে আপনার প্যান ও আধার লিঙ্ক হয়ে যাবে ৷
advertisement
২. SMS পাঠিয়ে প্যান ও আধার লিঙ্ক করতে পারবেন-
UIDPAN টাইপ করে ১২ সংখ্যার আধার নম্বর দিয়ে ১০ সংখ্যার প্যান নম্বর লিখে 567678 বা 56161 নম্বরে এসএমএস পাঠালেই আপনার আধার ও প্যান লিঙ্ক হয়ে যাবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2022 12:52 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Pan-Aadhaar linking : আর মাত্র তিনদিন, প্যান ও আধার লিঙ্ক না করলে দিতে হবে জরিমানা