Aadhaar-Ration Card Link: বাড়ানো হল রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Aadhaar-Ration Card Link: সম্প্রতি জারি করা বয়ান অনুযায়ী, এবার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য ৩০ জুন ২০২২ পর্যন্ত সময় রয়েছে ৷
#নয়াদিল্লি: রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক (Ration Aadhaar Link) করার সময় সীমা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার ৷ আগে এই সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত ছিল যা এখন বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে ৷ অর্থাৎ আপনি আপনার রেশন কার্ড ও আধার কার্ড ৩০ জুন পর্যন্ত লিঙ্ক করাতে পারবেন ৷ সরকারের তরফে জানানো হয়েছে রেশন কার্ড ও আধার লিঙ্ক হয়ে গেলে এটা সুনিশ্চিত করা সহজ হয়ে যাবে যে দারিদ্র সীমার নীচে থাকা সমস্ত মানুষ তাদের অংশের রেশন পাচ্ছেন ৷
এর আগেও সরকারের তরফে এই সময় বাড়ানো হয়েছিল ৷ আধার ও রেশন কার্ড লিঙ্ক করার এর আগে ডেডলাইন ৩১ ডিসেম্বর ২০২১ ছিল, এরপর তা বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছিল ৷ এবার আরও বাড়ানো হল সময়সীমা ৷
advertisement
advertisement
সম্প্রতি জারি করা বয়ান অনুযায়ী, এবার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য ৩০ জুন ২০২২ পর্যন্ত হাতে সময় রয়েছে ৷ সরকারের তরফে এক দেশ এক রেশন কার্ড জারি করার পর থেকেই আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার উপরে জোর দেওয়া হচ্ছে ৷ রেশন সংক্রান্ত দুর্নীতি ও অনিয়ম রোধ করার উদ্দেশ্যেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ৷
advertisement
গোটা দেশে চলবে একটি রেশন কার্ড-
২০১৯-এ সরকার ‘এক দেশ এক রেশন কার্ড’ (One Nation One Ration Card) যোজনা শুরু করেছিল ৷ এই যোজনা অনুযায়ী, একটি রেশন কার্ডই গোটা দেশের জন্য প্রযোজ্য হবে ৷ যে কোনও রাজ্যে তৈরি রেশন কার্ড গোটা দেশে ভ্যালিড হবে৷ এক রাজ্যে তৈরি রেশন কার্ডের মাধ্যমে অন্য রাজ্য থেকে রেশন তুলতে পারবেন কার্ড হোল্ডাররা ৷
advertisement
গুড রিটার্নের একটি খবর অনুযায়ী, এক দেশ এক রেশন কার্ড যোজনায় দেশের প্রায় ৮০ কোটি মানুষ সুবিধা পেয়ে থাকেন ৷
Location :
First Published :
March 29, 2022 10:45 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar-Ration Card Link: বাড়ানো হল রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা