Investment Tips: সহজেই বেছে নেওয়া যাবে সেরা ইক্যুইটি ফান্ড, শুধু মাথায় থাক এই কয়েকটা বিষয়

Last Updated:

Investment Tips: এক নজরে দেখে নেওয়া যাক সেরা ইক্যুইটি মিউচুয়াল ফান্ড বেছে নেওয়ার উপায়।

Investments Tips
Investments Tips
#নয়াদিল্লি: বর্তমানে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ (Investment) করে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বাজারে বিভিন্ন ধরনের ইক্যুইটি মিউচুয়াল ফান্ড রয়েছে। এর থেকে বেছে নিতে হবে সেরাটা। এক নজরে দেখে নেওয়া যাক সেরা ইক্যুইটি মিউচুয়াল ফান্ড (Equity Mutual Fund) বেছে নেওয়ার উপায়।
১) ফান্ড নির্বাচন -
বাজারে বিভিন্ন ধরনের ইক্যুইটি ফান্ড রয়েছে। এর ফলে এই ধরনের ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে  (Equity Mutual Fund) বিনিয়োগ (Investment) করার আগে দেখে নেওয়া প্রয়োজন কোন ফান্ড কত পরিমাণে রিটার্ন দিয়েছে। এর জন্য সঠিক ভাবে প্রতিটি ইক্যুইটি ফান্ড দেখে নেওয়া প্রয়োজন। কোন ইক্যুইটি ফান্ড আগে কত টাকা রিটার্ন দিয়েছে, বর্তমানে সে কত টাকা রিটার্ন দিচ্ছে তার বিনিয়োগকারীদের এবং তার রিটার্ন দেওয়ার পরিমাণ কত ইত্যাদি সব জেনে নেওয়া প্রয়োজন। এর পর নিজেদের পছন্দমতো ইক্যুইটি ফান্ড বেছে নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে মনে রাখা দরকার নিজেদের প্রয়োজন এবং সময় অনুযায়ী বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করতে হবে।
advertisement
advertisement
২) সঠিক ফান্ড -
বিনিয়োগ শুরু করার আগে বাজার সম্পর্কে ভাল করে জেনে নিতে হবে। কোথায় বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে সঠিক ধারণা থাকা উচিত। শেয়ার বাজারে যেহেতু ওঠা-নামা লেগে থাকে, তাই বিনিয়োগ করার আগে সেই সকল ফান্ড সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। এমন ফান্ডে বিনিয়োগ করা দরকার যারা অতীতে তার বিনিয়োগকারীদের ভাল রিটার্ন দিয়েছে।
advertisement
৩) নিয়মিত বিনিয়োগ -
বিনিয়োগের শুরুতেই যদি ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করতে হয় তাহলে সবথেকে ভাল অপশন হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে লম্বা সময় ধরে বিনিয়োগ করে গেলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক এবং বার্ষিক হারে একটানা বিনিয়োগ করে গেলে একটা ভাল ফান্ড গড়ে তোলা সম্ভব।
advertisement
৪) ধৈর্য ও শৃঙ্খলা -
বিনিয়োগের শুরুতেই মাথায় রাখা দরকার যে ভাল রিটার্ন পাওয়ার জন্য ধৈর্য ও শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ধৈর্য ধরতে হবে বেশি রিটার্ন পাওয়ার জন্য। একটি নির্দিষ্ট শৃঙ্খলার মাধ্যমে বিনিয়োগ করে যেতে পারলে এবং ধৈর্য সহকারে অপেক্ষা করতে পারলে তবেই ভাল ফান্ড গড়ে তোলা সম্ভব।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Investment Tips: সহজেই বেছে নেওয়া যাবে সেরা ইক্যুইটি ফান্ড, শুধু মাথায় থাক এই কয়েকটা বিষয়
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement