LIC Jeevan Umang: রোজ ৪৫ টাকাতেই মিলবে প্রতি বছর ৩৬,০০০ টাকা রিটার্ন, ১০০ বছর বয়স পর্যন্ত! জানুন এই LIC বিমার তথ্য!

Last Updated:

Life Insurance Policy: LIC-এর জীবন উমঙ্গ প্ল্যান কোনও নাগরিকের পরিবারকে আয় এবং সুরক্ষা- দুই-ই দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

LIC Jeevan Umang Plan
LIC Jeevan Umang Plan
#নয়াদিল্লি: জীবন বিমা কর্পোরেশন বা LIC ভারতীয়দের জন্য বিমা পলিসি কেনার ক্ষেত্রে অন্যতম বিকল্প। ভারতের সরকার পোষিত এই বিমা সংস্থা LIC প্রায় সকল বয়স এবং শ্রেণির নাগরিকের জন্য বিমা পরিকল্পনার স্তর সাজিয়ে রাখে। এ কারণেই তারা নির্দিষ্ট ব্যক্তি গোষ্ঠীর জন্য নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছে। যাঁরা ঝুঁকিমুক্ত সম্পদে বিনিয়োগ করতে পছন্দ করেন তাঁদের কাছে LIC খুবই পছন্দের। ব্যাঙ্ক FD এবং পোস্ট অফিস সেভিংস স্কিমের বাইরে এই LIC পলিসিগুলি তুলনামূলকভাবে উচ্চ আয়ের৷ এমনই একটি LIC পলিসি হল জীবন উমঙ্গ (Jeevan Umang) পলিসি।
LIC জীবন উমঙ্গ নীতি কী?
LIC-এর জীবন উমঙ্গ প্ল্যান কোনও নাগরিকের পরিবারকে আয় এবং সুরক্ষা- দুই-ই দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্ল্যানটি প্রিমিয়াম পরিশোধের মেয়াদ শেষ হওয়ার পর থেকে মেয়াদপূর্তি বা ম্যাচিওরিটি পর্যন্ত অ্যানুয়াল সারভাইভাল বেনিফিট (Annual Survival Benefits) প্রদান করে। মেয়াদপূর্তির সময় অথবা মেয়াদে থাকাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে এককালীন অর্থ প্রদান করে। সংস্থার দাবি, LIC জীবন উমঙ্গ হল একটি নন-লিঙ্কড পার্টিসিপেটিং, ব্যক্তিগত, সমগ্র জীবনের নিশ্চয়তা পরিকল্পনা। যা কোনও নাগরিকের পরিবারকে আয় এবং সুরক্ষা প্রদান
advertisement
advertisement
প্রতিদিন ৪৫ টাকা দিলে, ম্যাচিওরিটির পর প্রতি বছর ৩৬,০০০ টাকা
ধরা যাক, কোনও নাগরিকের বয়স যদি ২৬ বছর হয়, তা হলে ৪.৫ লক্ষ টাকার বিমা কভারের জন্য LIC জীবন উমঙ্গ পলিসিতে সাইন আপ করতে পারেন। তা হলে তাঁকে প্রতি মাসে প্রায় ১,৩৫০ টাকা দিতে হবে, যা দৈনিক প্রায় ৪৫ টাকা। এ ভাবে এক বছরে ওই ব্যক্তির প্রিমিয়াম হবে ১৫,৮৮২ টাকা এবং ৩০ বছরে তাঁর প্রিমিয়াম পেমেন্ট হবে ৪৭,৬৪৬০ টাকা। এ ভাবে ৩০ বছরের জন্য নিরবচ্ছিন্ন ভাবে প্রিমিয়াম পরিশোধ করার পরে, LIC ওই ব্যক্তির বিনিয়োগের ৩১ তম বছর থেকে প্রতি বছর রিটার্ন হিসাবে ৩৬,০০০ টাকা জমা করা শুরু করবে। সংস্থার দাবি অনুযায়ী, এই যদি বিনিয়োগের ৩১ তম বছর থেকে 100 বছর বয়স পর্যন্ত প্রতি বছর ৩৬ হাজার টাকা রিটার্ন পাওয়া যায় তবে ওই ব্যক্তি প্রায় ৩৬ লক্ষ টাকা পাবেন।
advertisement
LIC জীবন উমঙ্গ নীতির সুবিধা
আয়কর আইনের ধারা 80C-এর অধীনে এই নীতি গ্রহণ করার ক্ষেত্রে কর ছাড়ও পাওয়া যাবে। LIC জীবন উমঙ্গ পলিসির অধীনে মূল বিমার পরিমাণ হল ২ লক্ষ টাকা৷ যদি পলিসি হোল্ডার ১০০ বছর বয়সের আগে মারা যান, তা হলে মনোনীত (Nominee) ব্যক্তিকে এককালীন অর্থ প্রদান করা হবে। চাইলে সেটা মনোনীত ব্যক্তি কিস্তিতে নিতেও পারবেন। যদি পলিসি হোল্ডার ১০০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকেন, প্রিমিয়াম পরিশোধের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত, যদি পলিসিটি কার্যকর থাকে, তা হলে প্রতি বছর বেসিক সাম অ্যাস্যুরডের ৮ শতাংশের সমান সারভাইভাল বেনিফিট দেবে। জীবন উমঙ্গ পলিসি চারটি প্রিমিয়াম মেয়াদের জন্য নেওয়া যেতে পারে- ১৫ বছর, ২০ বছর, ২৫ বছর এবং ৩০ বছর।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC Jeevan Umang: রোজ ৪৫ টাকাতেই মিলবে প্রতি বছর ৩৬,০০০ টাকা রিটার্ন, ১০০ বছর বয়স পর্যন্ত! জানুন এই LIC বিমার তথ্য!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement