Lottery New Rules: নিয়মিত লটারি কাটেন? বদলে গেল বহু নিয়ম! এখুনি না জানলে পস্তাবেন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
Lottery New Rules: নতুন নিয়মে লটারির বিক্রি কমে যাচ্ছে, লোকসানের মুখে পড়তে হচ্ছে বিক্রেতাদের, নতুন নিয়মে সাধারণ মানুষ টিকিট কম কাটায়, লাভবান হচ্ছেন সাধারণ মানুষই...
মালদহ: ডিয়ার লটারির পুরনো নিয়মে পরিবর্তন। আগের মতো আর পুরস্কার মিলছে না। আপনি যদি নিয়মিত ডিয়ার লটারি কাটেন, তাহলে অবশ্যই নতুন নিয়ম জেনে নিন। নিয়ম পরিবর্তনের ফলে এক কোটি টাকার পুরস্কার মিললেও মাঝের ছোট ছোট পুরস্কার আর পাচ্ছে না সাধারণ টিকিট ক্রেতারা। ফলে এখন থেকেই বহু সাধারণ মানুষ টিকিট কাটা প্রায় বন্ধ করে দিচ্ছেন।
পুরনো নিয়মে আড়াইশো টাকা থেকে শুরু করে ৪৫ হাজার, ২ লক্ষ এমনকি চার লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার মিলত। কিন্তু নতুন এই নিয়মে মাঝের পুরস্কার গুলি আর পাচ্ছে না কেউ। ফলে অনেকে লটারি কাটা বন্ধ করে দিচ্ছেন। লটারি বিক্রেতা অসিত কুমার সাহা বলেন, নতুন নিয়ম চালু হওয়ার পরে অনেকেই লটারি কাটছে না। পুরস্কার কম পাচ্ছে সাধারণ মানুষ। আমাদেরকে কথা শোনাচ্ছে। তাই আমরা চাইছি পুরনো নিয়ম ফিরে আসুক।
advertisement
আরও পড়ুনঃ চিকেনের অনেক পদই রাঁধেন, শীতের রাতে চটপট বানিয়ে নিন এই পদ, চেটেপুটে খাবে সবাই, রইল রেসিপি
রাজ্যে বর্তমানে একচেটিয়া ব্যবসা করছে নাগাল্যান্ড স্টেট ডিয়ার লটারি। এই লটারির ক্রয়-বিক্রয়ের সঙ্গেই বহু মানুষের রুটিরুজি জড়িয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে ডিয়ার লটারি বিক্রি করেই সংসার চালান বহু মানুষ। অথচ বর্তমানে কর্তৃপক্ষ লটারি বিক্রেতাদের কথা ভাবছেন না বলে অভিযোগ। পুরস্কার, ভাউচার কমিশনও অনেক কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যার ফলে পেট চালানো দায় হয়ে দাঁড়িয়েছে নাগাল্যান্ড স্টেট ডিয়ার লটারি টিকিট বিক্রেতাদের।
advertisement
advertisement
পুরনো নিয়মে অবিক্রিত নম্বরের কোনও খেলা হত না। কিন্তু নতুন নিয়ম অন্যরকম, এই নিয়মে অবিকৃত টিকিটে খেলা হচ্ছে। ফলে সাধারণ মানুষ পুরস্কার পাচ্ছেন না। এই নিয়মেও ক্ষোভ প্রকাশ সাধারণ ক্রেতা থেকে বিক্রেতাদের। লটারির এজেন্ট বিবেক ঢালি বলেন, কোম্পানি যা নিয়ম করেছে, সেই নিয়ম মানতে হবে। তবে বিক্রি কম হচ্ছে, ভালই হচ্ছে। আগে মানুষ ৫ – ১০ হাজার টাকার টিকিট কাটতো কিন্তু এই নিয়মের ফলে মানুষ কম টিকিট কিনবে।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2024 12:09 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Lottery New Rules: নিয়মিত লটারি কাটেন? বদলে গেল বহু নিয়ম! এখুনি না জানলে পস্তাবেন