Weekend Trip: কলকাতার একেবারে কাছেই 'মিনি ডাল লেক', কাশ্মীরের ছোঁয়া পেতে চলে আসুন, ১০০ টাকারও কম খরচ

Last Updated:
Weekend Trip: পুজোর আগেই মন উরু উরু! জেলার এখানেই করতে পারবেন সবুজের মাঝে ঝলমলে নীল আকাশ, পাখিদের কোলাহল আর শাপলা ফুলের ভিড়ে নৌকাবিহার
1/6
পুজো আসছে ফলে মন উরু উরু, সবুজের মাঝে ঝলমলে নীল আকাশ, পাখিদের কোলাহল আর শাপলা ফুলের ভিড়ে নৌকাবিহার করতে চান!
পুজো আসছে ফলে মন উরু উরু, সবুজের মাঝে ঝলমলে নীল আকাশ, পাখিদের কোলাহল আর শাপলা ফুলের ভিড়ে নৌকাবিহার করতে চান!
advertisement
2/6
বর্ষার পর থেকেই যেন অপরূপ সুন্দর হয়ে ওঠে উত্তর ২৪ পরগনা জেলার কয়েক বছরে হয়ে ওঠা নতুন ডেস্টিনেশন বর্তির বিল
বর্ষার পর থেকেই যেন অপরূপ সুন্দর হয়ে ওঠে উত্তর ২৪ পরগনা জেলার কয়েক বছরে হয়ে ওঠা নতুন ডেস্টিনেশন বর্তির বিল
advertisement
3/6
শাপলার অপূর্ব দৃশ্যে গ্রামের মানুষগুলি রোজগারের পথ পেয়েছেন ঘুরতে ভালোবাসা মানুষগুলির হাত ধরে
শাপলার অপূর্ব দৃশ্যে গ্রামের মানুষগুলি রোজগারের পথ পেয়েছেন ঘুরতে ভালোবাসা মানুষগুলির হাত ধরে
advertisement
4/6
একদিকে বারাসাত অন্যদিকে বারাকপুর, নীলগঞ্জ রোড ধরে বারবেড়িয়া গ্রাম। যেখানে রয়েছে এই অপূর্ব সুন্দর বর্তির বিল
একদিকে বারাসাত অন্যদিকে বারাকপুর, নীলগঞ্জ রোড ধরে বারবেড়িয়া গ্রাম। যেখানে রয়েছে এই অপূর্ব সুন্দর বর্তির বিল
advertisement
5/6
সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই ভাইরাল এই বিল। মাত্র ১০০ টাকায় করতে পারেন নৌকা বিহার
সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই ভাইরাল এই বিল। মাত্র ১০০ টাকায় করতে পারেন নৌকা বিহার
advertisement
6/6
ডিঙি নৌকায় চড়ে সময় কাটান প্রকৃতির কোলে, মন চাইলে নিজে হতে তুলে নিতে পারেন শাপলা ফুলও
ডিঙি নৌকায় চড়ে সময় কাটান প্রকৃতির কোলে, মন চাইলে নিজে হতে তুলে নিতে পারেন শাপলা ফুলও
advertisement
advertisement
advertisement