Digha: পুজোর আগেই বড় কাণ্ড দিঘায়! ‘হাতেনাতে প্রমাণ’ মিলল, দিঘার ১৫ হোটেলে চলছেটা কী! শুনে আঁতকে উঠবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:PANKAJ DASHRATHI
Last Updated:
Digha: সৈকত শহর দিঘার বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একাধিক হোটেল ও রেস্টুরেন্ট।
দিঘা: সৈকত শহর দিঘার বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একাধিক হোটেল ও রেস্টুরেন্ট। বেশিরভাগ জায়গায় খাদ্য সুরক্ষা বিধি না মেনে এমনকি ফুড লাইসেন্স না নিয়ে চলছে খাবার বিক্রি। এবার তার বিরুদ্ধে অভিযান চালালো জেলা খাদ্য ও সুরক্ষা দফতর।
বৃহস্পতিবার নিউ দিঘা ও ওল্ড দিঘার মোট ১৫ টি হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালায় জেলা খাদ্য ও সুরক্ষা দফতরের প্রতিনিধি দল। সেখানে মূলত খাদ্যের গুণগত মানের পাশাপাশি রান্না ঘরের সঠিক পরিকাঠামো রয়েছে নাকি খতিয়ে দেখা হয়।
advertisement
advertisement
বাসি খাবার পরিবেশন হচ্ছে নাকি সেগুলিও নজর দেওয়া হয়। তাতে বেশ কয়েকটি রেস্টুরেন্টে খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের হাতেনাতে প্রমাণ পেয়েছে খাদ্য সুরক্ষা দফতর। এছাড়াও বেশ কয়েকটি রেস্টুরেন্টের পর্যাপ্ত লাইসেন্স পর্যন্ত নেই। তাদের বৃহস্পতিবার সঙ্গে সঙ্গে নোটিশ ধরিয়েছে খাদ্য ও সুরক্ষা দফতর।
advertisement
নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার খাদ্য সুরক্ষা আধিকারিক বিশ্বজিৎ মান্না বলেন, “যাতে মানুষজন অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ না হয়ে পড়েন সেজন্য এই অভিযান। আগামী দিনেও এই অভিযান চলবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2025 6:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: পুজোর আগেই বড় কাণ্ড দিঘায়! ‘হাতেনাতে প্রমাণ’ মিলল, দিঘার ১৫ হোটেলে চলছেটা কী! শুনে আঁতকে উঠবেন