Alipurduar News: হলুদ নয়, কালো আদা চাষ করে চমক কৃষকের! আয় বিপুল
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
মণিপুরের থোবাল জেলার কৃষকরা এই বিশেষ ধরনের কালো আদার চাষ করেন। যা বেশ কয়েক দশক ধরে থাই কালো আদা হিসাবে পরিচিত
আলিপুরদুয়ার: কালো হলুদের চাষ হচ্ছে সর্বত্র। এবার পুষ্টিগুণে ভরপুর কালো আদার চাষ শুরু করলেন আলিপুরদুয়ারের কৃষকরা। মণিপুরে এই কালো আদার চাষ বেশ জনপ্রিয়। এবার পরীক্ষামূলকভাবে শুরু হল উত্তরবঙ্গে
মণিপুরের থোবাল জেলার কৃষকরা এই বিশেষ ধরনের কালো আদার চাষ করেন। যা বেশ কয়েক দশক ধরে থাই কালো আদা হিসাবে পরিচিত। আদা খুবই জনপ্রিয় খাদ্যসামগ্রী এবং হজমের জন্য সহায়ক। এই কালো আদা ১৫০০ থেকে ২০০০ টাকা কেজি দরে বিক্রি হয়। এটি একটি মেডিপ্ল্যান্ট বলে জানালেন আলিপুরদুয়ারের কৃষক সদানন্দ চক্রবর্তী।
advertisement
advertisement
ত্বকের ক্ষত ও প্রদাহ সৃষ্টিকারী রোগ সোরিয়াসিস অত্যন্ত পরিচিত একটি অসুখ। কালো আদার নির্যাসে রয়েছে প্রদাহ নির্মূলকারী একাধিক উপাদান, যা এই ধরনের জ্বালা-যন্ত্রণা দূর করতে বেশ কার্যকর। কৃষক সদানন্দ চক্রবর্তী জানান, এবছর আধ বিঘার কম জমিতে এই কালো আদার চাষ করেছি। আমরা এলাকার জনাকয়েক কৃষক মণিপুর থেকে এই কালো আদা এনেছি। এবছর চাষ শুরু করলাম। কালো আদার উপকারিতা সম্পর্কে জেনেছি মণিপুর থেকেই।আগামী বছর এই কালো আদার চাষ আরও বেশি করে করার ইচ্ছে আছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শামুকতলায় এই কালো আদার চাষ চলছে। কালো আদা চাষ হয় দোঁয়াশ মাটিতে। তবে দোঁয়াশ ও কাদা মাটি মিশিয়ে এই চাষ করা যায়। জমিতে না চাষ করে বস্তায় বা টবে মাটি ভরেও এর চাষ করা যায়। গোবর সারে ভাল ফসল পাওয়া যায়।কালো আদা চাষে সময় লাগে ৭-৮ মাস।বছরের যে কোনও সময় এই চাষ করা যায় বলে জানিয়েছেন কৃষকরা।
advertisement
অনন্যা দে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 14, 2023 1:55 PM IST