Credit Card: মিলবে ক্যাশব্যাক, থাকছে আরও সুবিধা! এখনই আপডেট করুন ব্যাঙ্কের এই কার্ড
- Published by:Suvam Mukherjee
- trending desk
Last Updated:
Credit Card: ওই ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, প্রথম বারের জন্য প্রকাশ করা হতে চলেছে ‘সোয়াইপআপ’ প্ল্যাটফর্ম।
নয়া দিল্লি: পোর্টেবল মোবাইল নম্বরের কথা আমরা প্রায় সকলেই জানি। সোজা ভাষায় বলতে গেলে নম্বর পরিবর্তন না-করে গ্রাহকরা নিজেদের পছন্দ মতো পরিষেবা প্রদানকারী সংস্থা বেছে নিতে পারেন। নিজেদের ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও ঠিক এই ধরনের সুবিধাই দিচ্ছে এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক।
অর্থাৎ এইউ ব্যাঙ্ক এমন এক সুবিধা প্রকাশ করল, যেখানে যে কোনও ব্যাঙ্কের ক্রেডিট কার্ডধারী গ্রাহকরা চাইলে এক নিমেষে আপগ্রেডেড এইউ ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের সুবিধা পেতে পারেন। গত সোমবারই এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক গ্রাহকদের সুবিধার্থে এই পরিষেবার কথা ঘোষণা করেছে।
advertisement
ওই ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, প্রথম বারের জন্য প্রকাশ করা হতে চলেছে ‘সোয়াইপআপ’ প্ল্যাটফর্ম। আসলে এর মাধ্যমেই যে কোনও ব্যাঙ্কের ক্রেডিট কার্ডধারী সঙ্গে সঙ্গে একটা আপগ্রেডেড কার্ড পেয়ে যাবেন। এইউ ব্যাঙ্ক একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে, অন্যান্য ব্যাঙ্কের ক্রেডিট কার্ডধারীরা মাত্র ২-৩ সেকেন্ড সময়েই নিজেদের কাছে থাকা ক্রেডিট কার্ডের তুলনা করতে পারবেন ‘সোয়াইপআপ’ প্ল্যাটফর্মের মাধ্যমে। ফলে গ্রাহকেরা নিজেদের ক্রেডিট সীমা বাড়িয়ে নতুন কার্ডে আপগ্রেড করতে পারবেন।
advertisement
মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিজেদের জীবনধারণের সঙ্গে তাল মিলিয়ে সমস্ত রকম সুবিধা, ক্যাশব্যাক এবং রিওয়ার্ড পয়েন্ট লাভ করতে পারেন।
এইউ ব্যাঙ্ক জানিয়েছে যে, বিগত দুই দশক ধরে এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড রয়েছে। আর ইয়ার-অন-ইয়ার গ্রোথ রেটের সঙ্গে এর উন্নতিও ঘটেছে। যদিও বেশির ভাগ গ্রাহক একই ফিচার এবং অফার ব্যবহার করা আসছেন বহু বছর ধরে।
advertisement
অথচ তাঁদের উপার্জন এবং জীবনযাপনে একটা বড়সড় বদল ঘটেছে। ক্রেডিট কার্ডের আবেদন জমা করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে, ক্রেডিট কার্ড নেওয়া উচিত নিজেদের জীবনযাপনের ধরন অনুসারে। কিছু কিছু ব্যাঙ্ক হয়তো ক্রেডিট লিমিট বাড়িয়ে দেয়, অথচ ফিচার এবং সুযোগ-সুবিধা অপরিবর্তিতই থেকে যায়। এর অর্থ হল, গ্রাহকরা এমন ক্রেডিট কার্ড ফিচার ব্যবহার করে থাকেন, যা তাঁদের বর্তমান জীবনযাত্রার সঙ্গে একেবারেই মেলে না। আর এই সব সমস্যাই দূর হবে এইউ ব্যাঙ্কের এই পদক্ষেপে।
advertisement
কারণ তারা গ্রাহকদের প্রয়োজনের কথা মাথায় রেখেই ‘সোয়াইপআপ’ প্ল্যাটফর্ম আনার সিদ্ধান্ত নিয়েছে।
এইউ ব্যাঙ্কের ‘সোয়াইপআপ’ প্ল্যাটফর্ম ঠিক কী?
সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে অন্যান্য ব্যাঙ্কের ক্রেডিটকার্ডের গ্রাহকরা নিজেদের বিদ্যমান কার্ডের সমস্ত তথ্য প্রদান করতে পারবেন। আর তার প্রেক্ষিতে তাঁদের কার্ড এইউ ক্রেডিট কার্ডের আপগ্রেডেড রেঞ্জের যোগ্য কি না, তা মাত্র ২-৩ সেকেন্ডের মধ্যেই জানা যাবে।
advertisement
এই ধরনের কার্ডগুলিতে থাকে উচ্চ ক্রেডিট লিমিট, উচ্চ ক্যাশব্যাক, ভাল রিওয়ার্ড পয়েন্ট, জিরো মেম্বারশিপ ফি এবং অন্যান্য নানা ফিচার। যা বিদ্যমান ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপগ্রেডই বলা যায়।
advertisement
তবে ‘সোয়াইপআপ’ প্ল্যাটফর্মে প্রাপ্ত ক্রেডিট কার্ড কিন্তু এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক থেকে প্রাপ্ত ক্রেডিট কার্ডের তুলনায় আলাদা। এই ধরনের কার্ড মূলত বায়োডিগ্রেডেবল প্লাস্টিক দিয়ে তৈরি। যা পরিবেশের জন্যও ভাল।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2023 4:35 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Credit Card: মিলবে ক্যাশব্যাক, থাকছে আরও সুবিধা! এখনই আপডেট করুন ব্যাঙ্কের এই কার্ড