Cigarette: ওয়ার্ক ফ্রম হোমের জমানা শেষ! অফিসে কর্মীরা আসতেই বাড়ছে সিগারেট বিক্রির পরিমাণ

Last Updated:

Cigarette: অফিসে কর্মীদের আনাগোনা বাড়তেই এবার সিগারেট বিক্রির পরিমাণ বাড়ছে। এমনটাই মনে করছে সিগারেট নির্মাতা সংস্থাগুলি

অফিসে কর্মীরা আসতেই বাড়ছে সিগারেট বিক্রির পরিমাণ (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
অফিসে কর্মীরা আসতেই বাড়ছে সিগারেট বিক্রির পরিমাণ (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
নিউ দিল্লি: ওয়ার্ক ফ্রম হোমের জমানা প্রায় শেষ। কোভিড মহামারির সময়ে লকডাউনের জেরে দেশের সরকারি এবং বেসরকারি অফিসগুলি ওয়ার্ক ফ্রম হোমের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ধীরে ধীরে সব অফিস খুলেছে। অফিসে কর্মীদের আনাগোনা বাড়তেই এবার সিগারেট বিক্রির পরিমাণ বাড়ছে। এমনটাই মনে করছে সিগারেট নির্মাতা সংস্থাগুলি।
ভারতে সিগারেট বিক্রির পরিমাণ এই অর্থবছরে ৭-৯% বৃদ্ধি পাবে। এমনটাই মনে করছে CRISIL। আগের দুই আর্থিক বছরে মহামারির কারণে চাহিদা কমে যাওয়ার পর গত অর্থবছরে সিগারেটের বিক্রির পরিমাণ ১৮ শতাংশ বেড়েছে। এই পরিমাণ আগামী দিনে আরও ৫ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালে বিভিন্ন খরচের চাপ থাকা সত্ত্বেও সিগারেট বিক্রির পরিমাণ বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
advertisement
advertisement
CRISIL-এর ডিরেক্টর আনন্দ কুলকার্নি বলেছেন, “কর্মক্ষেত্রে শারীরিক উপস্থিতি সিগারেট বিক্রির পরিমাণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চলতি আর্থিক বছরে অফিসে আসার পরিমাণ ৬৫-৭০ শতাংশ হবে বলে মনে করা হচ্ছে। গত অর্থবছরে প্রায় ৪০% ছিল। সেই সঙ্গে সরকারি করের স্থিতিশীলতার বিষয়টিও রয়েছে।”
advertisement
ফলে আগামী আর্থিক বছরে সিগারেট থেকে লাভের মুখ দেখা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ এবং ব্যবসায়ীরা। সিগারেট থেকে বিভিন্ন রোগের উপদ্রব কমাতে এখন উচ্চমানের তামাক ব্যবহার করা হচ্ছে। এর দামও আন্তর্জাতিক বাজারে অনেকটাই।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cigarette: ওয়ার্ক ফ্রম হোমের জমানা শেষ! অফিসে কর্মীরা আসতেই বাড়ছে সিগারেট বিক্রির পরিমাণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement