এই ভাবে কয়েক সেকেন্ডে চেক করে নিন আপনার PF অ্যাকউন্টের ব্যালেন্স
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এবার ৪টি সহজ উপায়ে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স চেক করে নিতে পারবেন আপনিও ৷
#নয়াদিল্লি: প্রতি মাসে বেতন থেকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পিএফ অ্যাকাউন্টের জন্য কেটে নেওয়া হয় ৷ কিন্তু মাসের পর মাস পিএফ অ্যাকাউন্টের জন্য টাকা কাটা হলেও আমরা অনেকেই জানি না যে পিএফ অ্যাকাউন্টে এতদিনে কত টাকা জমেছে ৷ তবে এবার ৪টি সহজ উপায়ে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স চেক করে নিতে পারবেন আপনি ৷ সূত্রের খবর অনুযায়ী, দীপাবলির আগে ইপিএফও ৬ কোটি কর্মচারীদের পিএফ অ্যাকাউন্টে ৮.৫ শতাংশ হিসেবে সুদ দেওয়া হবে ৷ আর্থিক বছর ২০২০-২১ পিএফ অ্যাকাউন্টে ৮.৫ শতাংশ সুদ দেওয়া হয়েছে ৷ আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স এই চারটি পদ্ধতিতে সহজেই জানতে পারবেন ৷
১. SMS এর মাধ্যমে এই ভাবে চেক করুন ব্যালেন্স -
আপনার ইউএএন নম্বর ইপিএফও -র কাছে রেজিস্টার করা থাকলে আপনার লেটেস্ট কন্ট্রিবিউশন ও পিএফ ব্যালেন্স একটি মেসেজের মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ এর জন্য EPFOHO UAN ENG লিখে 7738299899 নম্বরে পাঠাতে হবে ৷ শেষের তিনটি শব্দ অর্থাৎ ENG মানে আপনি কোনও ভাষায় তথ্য জানতে চাইছেন ৷ হিন্দিতে জানতে চাইলে আপনাকে EPFOHO UAN HIN লিখে মেসেজ পাঠাতে হয় ৷ এই পরিষেবা পঞ্জাবি, মারাঠি, হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালম ও বাংলা ভাষায় পাওয়া যাবে ৷ তবে এসএমএস আপনাকে ইউএএন-এর সঙ্গে রেজিস্টার মোবাইল নম্বর থেকেই পাঠাতে হবে ৷
advertisement
advertisement
২. মিসড কলের মাধ্যমে চেক করতে পারবেন ব্যালেন্স
আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কলে দিলে ইপিএফও-র তরফে একটি মেসেজ পাঠানো হবে যাতে পিএফ অ্যাকাউন্টের সমস্ত ডিটেল দেওয়া থাকবে ৷ এর জন্য ইউএএন-এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান ও আধার লিঙ্ক থাকা জরুরি ৷
৩. EPFO -র মাধ্যমে জানতে পারবেন ব্যালেন্স
advertisement
- এর জন্য EPFO-তে যেতে হবে
- এখানে Employee Centric Services-এ ক্লিক করতে হবে
- এরপর ক্লিক করতে হবে View Passbook
- পাসবুক দেখার জন্য UAN থেকে লগইন করতে হবে
৫. উমাং অ্যাপের মাধ্যমে চেক করুন ব্যালেন্স
- উমাং অ্যাপ খুলে(Unified Mobile Application for New age Governance) ইপিএফও-তে ক্লিক করুন
- অন্য পেজে গিয়ে employee centric services এ ক্লিক করতে হবে
- এরপর ক্লিক করতে হবে View Passbook
- নিজের ইউএএন নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে
- আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে
- ওটিপি দিতেই জানতে পারবেন আপনার পিএফ ব্যালেন্স
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2021 10:52 AM IST