এই ভাবে কয়েক সেকেন্ডে চেক করে নিন আপনার PF অ্যাকউন্টের ব্যালেন্স

Last Updated:

এবার ৪টি সহজ উপায়ে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স চেক করে নিতে পারবেন আপনিও ৷

#নয়াদিল্লি: প্রতি মাসে বেতন থেকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পিএফ অ্যাকাউন্টের জন্য কেটে নেওয়া হয় ৷ কিন্তু মাসের পর মাস পিএফ অ্যাকাউন্টের জন্য টাকা কাটা হলেও আমরা অনেকেই জানি না যে পিএফ অ্যাকাউন্টে এতদিনে কত টাকা জমেছে ৷ তবে এবার ৪টি সহজ উপায়ে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স চেক করে নিতে পারবেন আপনি ৷ সূত্রের খবর অনুযায়ী, দীপাবলির আগে ইপিএফও ৬ কোটি কর্মচারীদের পিএফ অ্যাকাউন্টে ৮.৫ শতাংশ হিসেবে সুদ দেওয়া হবে ৷ আর্থিক বছর ২০২০-২১ পিএফ অ্যাকাউন্টে ৮.৫ শতাংশ সুদ দেওয়া হয়েছে ৷ আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স এই চারটি পদ্ধতিতে সহজেই জানতে পারবেন ৷
১. SMS এর মাধ্যমে এই ভাবে চেক করুন ব্যালেন্স -
আপনার ইউএএন নম্বর ইপিএফও -র কাছে রেজিস্টার করা থাকলে আপনার লেটেস্ট কন্ট্রিবিউশন ও পিএফ ব্যালেন্স একটি মেসেজের মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ এর জন্য EPFOHO UAN ENG লিখে 7738299899 নম্বরে পাঠাতে হবে ৷ শেষের তিনটি শব্দ অর্থাৎ ENG মানে আপনি কোনও ভাষায় তথ্য জানতে চাইছেন ৷ হিন্দিতে জানতে চাইলে আপনাকে EPFOHO UAN HIN লিখে মেসেজ পাঠাতে হয় ৷ এই পরিষেবা পঞ্জাবি, মারাঠি, হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালম ও বাংলা ভাষায় পাওয়া যাবে ৷ তবে এসএমএস আপনাকে ইউএএন-এর সঙ্গে রেজিস্টার মোবাইল নম্বর থেকেই পাঠাতে হবে ৷
advertisement
advertisement
২. মিসড কলের মাধ্যমে চেক করতে পারবেন ব্যালেন্স
আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কলে দিলে ইপিএফও-র তরফে একটি মেসেজ পাঠানো হবে যাতে পিএফ অ্যাকাউন্টের সমস্ত ডিটেল দেওয়া থাকবে ৷ এর জন্য ইউএএন-এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান ও আধার লিঙ্ক থাকা জরুরি ৷
৩. EPFO -র মাধ্যমে জানতে পারবেন ব্যালেন্স
advertisement
  • এর জন্য EPFO-তে যেতে হবে
  • এখানে Employee Centric Services-এ ক্লিক করতে হবে
  • এরপর ক্লিক করতে হবে View Passbook
  • পাসবুক দেখার জন্য UAN থেকে লগইন করতে হবে
৫. উমাং অ্যাপের মাধ্যমে চেক করুন ব্যালেন্স
  • উমাং অ্যাপ খুলে(Unified Mobile Application for New age Governance) ইপিএফও-তে ক্লিক করুন
  • অন্য পেজে গিয়ে employee centric services এ ক্লিক করতে হবে
  • এরপর ক্লিক করতে হবে View Passbook
  • নিজের ইউএএন নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে
  • আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে
  • ওটিপি দিতেই জানতে পারবেন আপনার পিএফ ব্যালেন্স
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই ভাবে কয়েক সেকেন্ডে চেক করে নিন আপনার PF অ্যাকউন্টের ব্যালেন্স
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement