New Business Idea: ৪ লক্ষ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা লাভ করবে ৮ লক্ষ টাকা!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
New Business Idea: অল্প টাকা ইনভেস্ট (Low Investment) করে প্রায় দ্বিগুণ লাভ (Profit) করার সুযোগ রয়েছে এই ব্যবসায় ৷
#নয়াদিল্লি: ব্যবসা করার (Business) পরিকল্পনা থাকলে এই আইডিয়া নিয়ে ভেবে দেখতে পারেন ৷ অল্প টাকা ইনভেস্ট (Low Investment) করে প্রায় দ্বিগুণ লাভ (Profit) করার সুযোগ রয়েছে এই ব্যবসায় ৷ বিকল্প প্রাণী পালনের মধ্যে খরগোশ বেশ জনপ্রিয়তা লাভ করেছে ৷ কোনও কৃষকবন্ধু যদি খরগোশ বিক্রির বাজার ঠিক করে নিতে পারেন তাহলে অল্প সময় এবং অল্প পরিশ্রমেই এই প্রাণীটি পালন করে বেশ লাভ করতে পারবেন ৷
মাত্র ৪ লক্ষ টাকা ইনভেস্ট করে খরগোশ পালনের (Rabbit Farming) ব্যবসা শুরু করতে পারবেন ৷ খরগোশের মাংসকে হোয়াইট মিট বলা হয় কারন এটা কোলেস্টরল ও ফ্যাট ফ্রি ৷ ফলে সহজেই হজম করা যায় ৷ ৮ বছরের বাচ্চা থেকে ৮০ বছরের বয়স্করা এই মাংস খেতে পারবেন ৷ স্বাভাবিক ভাবেই এই মাংসের বিপুল চাহিদা রয়েছে বাজারে ৷ দেখে নিন খরগোশ পালনের পদ্ধতি-
advertisement
advertisement
ইনভেস্ট করতে হবে ৪ লক্ষ টাকা- খরগোশ পালনের এই ব্যবসা ইউনিটে ভাগ করা হয় ৷ এক ইউনিটে ৭টি স্ত্রী ও ৩টি পুরুষ খরগোশ রাখা হয় ৷ প্রথমদিকে ১০ টি ইউনিট দিয়ে শুরু করা হয় ব্যবসা ৷ এর জন্য ৪ থেকে প্রায় ৪.৫০ লক্ষ টাকা খরচ করতে হয় ৷ এর মধ্যে টিন শেডের জন্য ১ থেকে ১.৫০ লক্ষ টাকা লাগে, খাঁচার জন্য ১ থেকে ১.২৫ লক্ষ টাকা, চারা এবং ইউনিটের জন্য প্রায় ২ লক্ষ টাকা খরচা হয়ে থাকে ৷
advertisement
প্রায় ৬ মাস পর ব্রিডিংয়ের জন্য খরগোশ তৈরি হয়ে যায় ৷ একটি খরগোশ একবারে প্রায় ৬-৭টি বাচ্চার জন্ম দেয় ৷ স্ত্রী খরগোশের প্রেগন্যান্সি পিরিয়ড ৩০দিনের হয় ৷ এর ৪৫ দিন পর বাচ্চা প্রায় ২ কিলোগ্রাম হওয়ার পর বিক্রির জন্য তৈরি হয়ে যায় ৷
কীভাবে হবে আয় - একটি খরগোশ থেকে ৫টি বাচ্চা হলে ৪৫ দিনে ৩৫০টি বাচ্চা হবে ৷ খরগোশের ইউনিট ব্রিডিংয়ের জন্য ৬ মাসে তৈরি হয়ে যায় ৷ ১০ ইউনিট খরগোশ থেকে ৪৫ দিনে হওয়ায় বাচ্চা প্রায় ২ লক্ষ টাকায় বিক্রি করতে পারবেন ৷ বাচ্চাগুলি ফার্ম ব্রিডিং, মাংস ও উল ব্যবসার জন্য বিক্রি করা হয়ে থাকে ৷ একটি স্ত্রী খরগোশ বছরে প্রায় ৭ বার বাচ্চা জন্ম দেয় ৷
advertisement
মোর্টালিটি, অসুস্থতা ও অন্যান্য কারন খেয়াল রেখে ৫টি প্রেগন্যান্সি পিরিয়ড হিসেব করলে চললে বছরে ১০ লক্ষ টাকার খরগোশ বিক্রি করতে পারবেন ৷ খরগোশ পালনে আপনার ২ থেকে ৩ লক্ষ টাকা খরচা হলে ৭ লক্ষ টাকার নেট প্রফিট আয় করতে পারবেন ৷ শুরুর বছরে ৪.৫ লক্ষ টাকার ইনভেস্টমেন্ট করতে হবে৷ ফলে সেই বছর প্রফিট একটু কম অর্থাৎ ৩ লক্ষ টাকা হবে ৷ বেশি রিস্ক নিতে না চাইলে বড় ফার্ম থেকে ফ্র্যাঞ্চাইজি নিয়েও এই ব্যবসা শুরু করতে পারবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2021 9:11 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: ৪ লক্ষ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা লাভ করবে ৮ লক্ষ টাকা!