৭ দিনের মধ্যে এই কাজটা করলে পেয়ে যাবেন ৫০ হাজার টাকা!

Last Updated:

My Gov India-র অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এই বিষয়ে জানানো হয়েছে ৷

#নয়াদিল্লি: বাড়িতে বসে মোটা টাকা আয় করার সুযোগ নিয়ে এসেছে মোদি সরকার ৷ বিশেষ একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেখানে বিজয়ীকে ৫০ হাজার টাকার পুরস্কার দেওয়া হবে ৷ বাড়িতে বসেই এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে ৷ ১৭ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ রেয়েছ ৷
দেখে নিন কী করতে হবে ?
রাষ্ট্র সংঘ ভারতের প্রস্তাব গ্রহণ করে ২০২৩ সালটিতে আন্তর্জাতিক জোয়ার বাজরা বর্ষ হিসেবে উদযাপন করার কথা ঘোষণা করেছে। ৭০টির বেশি দেশ এই প্রস্তাবকে সমর্থন করেছে ৷ এর জন্য Ministry of Agriculture and Farmers Welfare-এর তরফে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ আন্তর্জাতিক বাজরা দিবস ২৩ এর জন্য একটি লোগো, স্লোগান বা ট্যাগলাইন জারি করবে সরকার ৷ সরকারের তরফে সাধারন মানুষকে সুযোগ দেওয়া হয়েছে ট্যাগলাইন ও স্লোগান তৈরির ৷ সরকারের এই সিদ্ধান্তে ডাল জাতীয় শস্য ও জোয়ার বাজরা উৎপানে আরও বেশি সচেতনা বাড়বে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের এই সময় কৃষিকাজে সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি হবে ৷
advertisement
advertisement
My Gov India-র ট্যুইট-
My Gov India-র অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এই বিষয়ে জানানো হয়েছে ৷ প্রথমে লোগো ডিজাইনের কন্টেস্টে অংশগ্রহণ করতে হবে ৷ ১৭ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন ৷ এই প্রতিযোগিতায় জিতলে পুরস্কার হিসেবে মিলবে ৫০ হাজার টাকা ৷
কত টাকা পুরস্কার মিলবে -
প্রথম স্থানাধিকারি পাবেন ৫০ হাজার টাকা ৷ সঙ্গে দেওয়া হবে কন্টেস্টের ই-সার্টিফিকেট ৷ তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে ৷
advertisement
1st Prize, 2nd Prize, 3rd Prize
Logo: RS.50,000, 25,000, 10,000
Slogan/Tagline: RS. 50,000, 25,000, 10,000
কীভাবে করাবেন রেজিস্ট্রেশন-
এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রথমে myGov.in পোর্টালে যেতে হবে ৷ কন্টেস্টে গিয়ে লগইন টু পার্টিসিপেট ট্যাবে ক্লিক করতে হবে ৷ এরপর রেজিস্ট্রেশন ডিটেলে ক্লিক করতে হবে৷ প্রতিযোগিতা সম্বন্ধে আরও বিস্তারিত জানতে ক্লিক করতে হবে এই লিঙ্কে - https://www.mygov.in/task/logo-and-slogantagline-contest-international-year-millets-2023/
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৭ দিনের মধ্যে এই কাজটা করলে পেয়ে যাবেন ৫০ হাজার টাকা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement