১ অক্টোবর থেকে বাতিল হয়ে যেতে চলেছে এই দুটি ব্যাঙ্কের চেকবুক !

Last Updated:

১ অক্টোবর থেকে এই দুই ব্যাঙ্কের গ্রাহকরা পুরনো চেকবুক আর ব্যবহার করতে পারবেন না ৷

#নয়াদিল্লি: একাধিক ব্যাঙ্ক সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন্দ্র সরকারের তরফে ৷ ব্যাঙ্ক মার্জারের পর ব্যাঙ্কের বেশ কিছু নিয়ম বদলে গিয়েছে যার প্রভাব সরাসরি পড়েছে গ্রাহকদের উপরে ৷ ব্যাঙ্ক মার্জ হওয়ার পর স্বাভাবিক ভাবেই ব্যাঙ্কের আইএফসি কোড ও চেকবুকে বদল করা হয়েছে ৷ বদলাতে হচ্ছে পাসবুকও ৷ সকলেই জানেন ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কর্মাস (OBC) ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে (UBI) পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে মার্জ করা হয়েছে ৷
এর জেরে এবার ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কর্মাস (OBC) ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (UBI) গ্রাহকদের নতুন চেকবুক ইস্যু করতে হবে কারন ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে পুরনো চেকবুক আর ভ্যালিড থাকবে না ৷ ১ অক্টোবর থেকে এই দুই ব্যাঙ্কের গ্রাহকরা পুরনো চেকবুক আর ব্যবহার করতে পারবেন না ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চেকবুকের সঙ্গে বদলাতে হবে পুরনো চেকবুক ৷
advertisement
advertisement
PNB-র তরফে কী জানানো হয়েছে ?
পিএনবি ট্যুইট করে জানিয়েছে, ‘OBC ও UBI চেকবুকের বৈধতা ১ অক্টোবর থেকে শেষ হয়ে যাবে ৷ নয়া IFSC ও MICR দেওয়া পিএনবি-র চেকবুকের সঙ্গে পুরনো চেকবুক বদলে নিন ৷’ ব্যাঙ্কের তরফে গ্রাহকদের এসএমএস পাঠিয়ে এই বিষয়ে জানানো হয়েছে ৷
কী করতে হবে ?
গ্রাহকরা নয়া চেকবুকের জন্য এটিএম, ইন্টারনেট ব্যাঙ্কিং ও পিএনবি কল সেন্টারের মাধ্যমে আবেদন করতে পারবেন ৷ গ্রাহকরা নিকটবর্তী ব্রাঞ্চ বা PNB ONE অ্যাপের মাধ্যমে চেকবুকের জন্য আবেদন করতে পারবেন ৷ ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে PNB-র টোলফ্রি নম্বরে 1800-180-2222 কল করে চেকবুক সংক্রান্ত সমস্যার বিষয়ে জানাতে পারবেন ৷
advertisement
অন্যদিকে এসবিআই-এর তরফে জারি করা হয়েছে অ্যালার্ট -
স্টেট ব্যাঙ্কের তরফে নোটিস জারি করে গ্রাহকদের ৩০ সেপ্টেম্বরের আগে আধার ও প্যান লিঙ্ক করতে বলা হয়েছে ৷ ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আধার ও প্যান লিঙ্ক না করা হলে গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা পেতে সমস্যায় পড়তে হতে পারে ৷
advertisement
সরকারের তরফে প্যান ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ এর জন্য ৩০ সেপ্টেম্বর ২০২১ ডেডলাইন দেওয়া হয়েছে ৷ প্যান ও আধার লিঙ্ক না করা থাকলে নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড ৷ ফলে যে কোনও লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ অক্টোবর থেকে বাতিল হয়ে যেতে চলেছে এই দুটি ব্যাঙ্কের চেকবুক !
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement