১ অক্টোবর থেকে বাতিল হয়ে যেতে চলেছে এই দুটি ব্যাঙ্কের চেকবুক !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
১ অক্টোবর থেকে এই দুই ব্যাঙ্কের গ্রাহকরা পুরনো চেকবুক আর ব্যবহার করতে পারবেন না ৷
#নয়াদিল্লি: একাধিক ব্যাঙ্ক সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন্দ্র সরকারের তরফে ৷ ব্যাঙ্ক মার্জারের পর ব্যাঙ্কের বেশ কিছু নিয়ম বদলে গিয়েছে যার প্রভাব সরাসরি পড়েছে গ্রাহকদের উপরে ৷ ব্যাঙ্ক মার্জ হওয়ার পর স্বাভাবিক ভাবেই ব্যাঙ্কের আইএফসি কোড ও চেকবুকে বদল করা হয়েছে ৷ বদলাতে হচ্ছে পাসবুকও ৷ সকলেই জানেন ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কর্মাস (OBC) ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে (UBI) পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে মার্জ করা হয়েছে ৷
এর জেরে এবার ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কর্মাস (OBC) ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (UBI) গ্রাহকদের নতুন চেকবুক ইস্যু করতে হবে কারন ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে পুরনো চেকবুক আর ভ্যালিড থাকবে না ৷ ১ অক্টোবর থেকে এই দুই ব্যাঙ্কের গ্রাহকরা পুরনো চেকবুক আর ব্যবহার করতে পারবেন না ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চেকবুকের সঙ্গে বদলাতে হবে পুরনো চেকবুক ৷
advertisement
advertisement
PNB-র তরফে কী জানানো হয়েছে ?
পিএনবি ট্যুইট করে জানিয়েছে, ‘OBC ও UBI চেকবুকের বৈধতা ১ অক্টোবর থেকে শেষ হয়ে যাবে ৷ নয়া IFSC ও MICR দেওয়া পিএনবি-র চেকবুকের সঙ্গে পুরনো চেকবুক বদলে নিন ৷’ ব্যাঙ্কের তরফে গ্রাহকদের এসএমএস পাঠিয়ে এই বিষয়ে জানানো হয়েছে ৷
কী করতে হবে ?
গ্রাহকরা নয়া চেকবুকের জন্য এটিএম, ইন্টারনেট ব্যাঙ্কিং ও পিএনবি কল সেন্টারের মাধ্যমে আবেদন করতে পারবেন ৷ গ্রাহকরা নিকটবর্তী ব্রাঞ্চ বা PNB ONE অ্যাপের মাধ্যমে চেকবুকের জন্য আবেদন করতে পারবেন ৷ ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে PNB-র টোলফ্রি নম্বরে 1800-180-2222 কল করে চেকবুক সংক্রান্ত সমস্যার বিষয়ে জানাতে পারবেন ৷
advertisement
অন্যদিকে এসবিআই-এর তরফে জারি করা হয়েছে অ্যালার্ট -
স্টেট ব্যাঙ্কের তরফে নোটিস জারি করে গ্রাহকদের ৩০ সেপ্টেম্বরের আগে আধার ও প্যান লিঙ্ক করতে বলা হয়েছে ৷ ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আধার ও প্যান লিঙ্ক না করা হলে গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা পেতে সমস্যায় পড়তে হতে পারে ৷
advertisement
সরকারের তরফে প্যান ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ এর জন্য ৩০ সেপ্টেম্বর ২০২১ ডেডলাইন দেওয়া হয়েছে ৷ প্যান ও আধার লিঙ্ক না করা থাকলে নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড ৷ ফলে যে কোনও লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2021 9:37 AM IST