Property কেনার আগে অবশ্যই চেক করে নিন এই ৫টি ডকুমেন্টস, না হলে হতে পারে বড় লোকসান
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
টাকা ইনভেস্ট করার আগে প্রথমে অবশ্যই যে ৫টি বিষয়ে খতিয়ে দেখতে হবে সেগুলি হল-
#নয়াদিল্লি: সম্পত্তিতে (Property) করা বিনিয়োগকে না কেবল সবচেয়ে সুরক্ষিত মনে করা হয় বরং এখানে রিটার্নও পাওয়া যায় সবচেয়ে বেশি ৷ ইনভেস্টমেন্ট বা নিজের ব্যবহারের জন্য প্রপার্টি কেনার কথা ভাবছেন ? তাহলে সবার আগে অবশ্যই ভাল করে খতিয়ে দেখে নিন আইনি কাগজপত্র ৷
ফ্ল্যাট বা জমি যাই কিনবেন ভাবছেন ? সবার প্রথমে সেই সম্পত্তির মালিক সম্পর্কে ও কাগজপত্র যাচাই করে নিন ৷ সম্পত্তি নিয়ে কোনও বিবাদ থাকলে আপনার পুরো টাকা জলে চলে যেতে পারে ৷ তাই টাকা ইনভেস্ট করার আগে প্রথমে অবশ্যই যে ৫টি বিষয়ে খতিয়ে দেখতে হবে সেগুলি হল-
advertisement
advertisement
১. সম্পত্তির মালিকানা-
টাইটেল ডিড সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের মধ্যে একটি ৷ এর মাধ্যমে দেখা যায়, সংশ্লিষ্ট সম্পত্তির মালিকানা হস্তান্তর, বিভাজন, রূপান্তর, মিউটেশন ইত্যাদির ক্ষেত্রে কোনও সমস্যা নেই। পাশাপাশি এটাও নিশ্চিত হওয়া যায় যে জমির উপরে বাড়ি বা ফ্ল্যাট তৈরি হয়েছে সেটা আইনি ভাবে কেনা হয়েছে ৷ আপনি চাইলে অবশ্যই কোনও আইনজীবীকে দিয়ে কাগজপত্র যাচাই করে নিতে পারেন ৷
advertisement
২. লোন সংক্রান্ত কাগজ দেখে নিন -
সম্পত্তি কেনার আগে অবশ্যই খোঁজ নিয়ে নিন যে ওই সম্পত্তির উপরে ব্যাঙ্কের কোনও লোন বকেয়া রয়েছে কিনা ৷ পাশাপাশি প্রপার্টির সমস্ত ট্যাক্স দেওয়া রয়েছে কিনা সেটাও দেখে নিন ৷ সম্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য সাব রেজিস্টারের অফিস থেকে পেতে পারেন ৷ এর জেরে সম্পত্তির গত ৩০ বছরের ইতিহাস জানতে পারবেন ৷
advertisement
৩. কমেন্সমেন্ট সার্টিফিকেট -
এটাকে কনস্ট্রাকশন ক্লিয়ারেন্স সার্টিফিকেট হিসেবে মানা হয় ৷ এই ডকুমেন্ট থাকা বাধ্যতামূলক যখন আপনি কোনও ডেভেলপারের থেকে নির্মাণাধীন সম্পত্তি কিনছেন ৷ এটা যে কোনও বিল্ডারের ফ্ল্যাট, বাড়ি বা জমি হতে পারে ৷ এই সার্টিফিকেটে স্থানীয় আধিকারিকদের থেকে অবশ্যই অনুমতি, লাইসেন্স দেখে নিন ৷ লাইসেন্স পাওয়ার পরই নির্মাণ কাজ শুরু হয়েছে সেটা অবশ্যই চেক করে নিন ৷
advertisement
৪. লেআউট বা ভবন যোজনা-
লেআউট যোজনায় উপযুক্ত আধিকারিকদের থেকে পাওয়া যেতে পারে ৷ বাড়ির ক্রেতাদের লেআউটের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ ডেভেলপাররা অতিরিক্ত তলা যোগ করে বা খোলা জায়গাগুলি হ্রাস করে লেআউট থেকে একটি ভিন্ন নির্মাণ তৈরি করতে থাকে। এর ফলে সম্পত্তি নিয়ে বিবাদ বা পরে সরকারি ঝামেলা হতে পারে।
advertisement
৫. অকুপেন্সি বা ওসি প্রমানপত্র-
এই সার্টিফিকেট প্রোজেক্টের নির্মাণ শেষ হওয়ার পরই স্থানীয় আধিকারিকদের তরফে জানানো হয় ৷ নির্মাণ হওয়া সম্পত্তিতে কোনও ধরনের আইনি নিয়ম উলঙ্ঘন না করে থাকে ৷ এখানে জল, নিকাশি ও বিদ্যুতের কানেকশন সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2022 11:07 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Property কেনার আগে অবশ্যই চেক করে নিন এই ৫টি ডকুমেন্টস, না হলে হতে পারে বড় লোকসান