Stock Market: টাকার ব্যাপারে সচেতন থাকা জরুরি, এক নজরে দেখে নিন শেয়ার বাজারের ইতিহাসে কবে কবে হয়েছে পতন
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Worst stock market crashes in history: এমন কয়েকটি নির্দিষ্ট সময় রয়েছে যখন সময় শেয়ার বাজারে নেমেছিল ধ্বস। এক নজরে দেখে নেওয়া যাক সেই ইতিবৃত্ত।
#নয়াদিল্লি: শেয়ার বাজারের ইতিহাসে বিভিন্ন সময়ে পতন লক্ষ্য করা গিয়েছে। কিন্তু এমন কয়েকটি নির্দিষ্ট সময় রয়েছে যখন সময় শেয়ার বাজারে নেমেছিল ধ্বস। এক নজরে দেখে নেওয়া যাক সেই ইতিবৃত্ত (Worst stock market crashes in history)।
১৯০৭ সাল -
১৯০৭ সালের ব্রোকার্স প্যানিকের ঘটনা হল শেয়ার বাজারের পতনের একটি বড় ঘটনা। নাইকব্রোকার ট্রাস্ট কোম্পানির শেয়ারে হেরফের করার পর নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের স্টকের দাম প্রায় ৫০ শতাংশ পতন দেখা দিয়েছিল। এই ঘটনা ঘটেছিল আর্থিক মন্দার মধ্যে এবং একটি বড় ধরনের সমস্যা ডেকে এনেছিল (Stock Market Crash)।
advertisement
advertisement
১৯২৯ সাল -
১০ বছর ধরে একটানা বাজারের সমৃদ্ধির পর ১৯৩০ দশকের শুরু খুব খারাপ ভাবে হয়েছিল। ১০ বছরের আর্থিক বৃদ্ধি রোরিং টোয়েন্টি নামে জনপ্রিয়। যখন আমেরিকার অর্থব্যবস্থা নিজেদের উচ্চ স্তরে পৌঁছে গিয়েছিল তখন এর গতি ধীরে ধীরে শিফট হতে থাকে এবং সমস্যার সূত্রপাত হওয়া শুরু করে। এর ফলে একটার পর একটা এমন ঘটনা ঘটতে থাকে যার ফলে ২৫ অক্টোবর ১৯২৯ সালে ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজে প্রায় ১২ শতাংশ পতন হয়েছিল। একে ব্ল্যাক ফ্রাইডে বলা হয়ে থাকে। যা প্রায় এক দশক ধরে পুঁজিবাদী আর্থিক ব্যবস্থার কারণে বড় অংশ জুড়ে তা ছড়িয়ে যাওয়ার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য রাজনৈতিক পরিবর্তনের জন্ম দেয়।
advertisement
১৯৮৭ সালের কালো সোমবার -
শেয়ার বাজারে আরেকটি ভয়ঙ্কর পতন হয়েছিল ১৯ অক্টোবর। যখন ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজে ২২ শতাংশের অধিক পতন হয়েছিল। এটি একদিনে সবথেকে বড় ধরনের পতন হিসাবে রয়ে গিয়েছে। এই ঘটনাকে বলা হয়ে থাকে কালো সোমবার বা ব্ল্যাক মনডে। কিন্তু এর পরের দিনেই আমেরিকার বাজারে বড় পরিবর্তন হয়েছিল।
advertisement
২০০৭ সালের বৈশ্বিক সঙ্কট -
২০০৭ সালের অক্টোবর মাসে বাজারে বিশাল পতন দেখা দেয়। আমেরিকার প্রায় অনেক কোম্পানির বিফলতা লক্ষ্য করা যায়। এর পরেই বাজারে বিরাট পতন লক্ষ্য করা যায়। শেয়ারের দামের ওপরেও এর প্রভাব লক্ষ্য করা যায়। শেয়ারের দামের পতন লক্ষ্য করা যায়। ২০০৯ সালের মাঝামাঝি পর্যন্ত বাজারের সেই পতন জারি ছিল। যখন আমেরিকার সূচ্যঙ্ক প্রায় ৫০ শতাংশ নীচে নেমে গিয়েছিল।
advertisement
২০২০ সালের করোনাভাইরাসের সঙ্কট -
২০২০ সালের ফেব্রুয়ারি মার্চ মাসে পুরো বিশ্ব জুড়ে করোনাভাইরাসের জন্য শেয়ার বাজার অনেকটাই নিচে নেমে গিয়েছিল। করোনা মহামারীর ফলে শেয়ার বাজারে অনেকটাই পতন লক্ষ্য করা যায়। এর প্রভাব পড়ে পুরো বিশ্বে। কারণ করোনা প্রায় সব দেশেই নিজের জাল বিস্তার করেছিল। এর ফলে শেয়ার বাজারে নেমেছিল ধ্বস।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2022 9:53 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Stock Market: টাকার ব্যাপারে সচেতন থাকা জরুরি, এক নজরে দেখে নিন শেয়ার বাজারের ইতিহাসে কবে কবে হয়েছে পতন