ভুয়ো কল, এসএমএসের মাধ্যমে প্রতারিত কৃষকরা, পিএম কিষাণ নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
এই প্রকল্পের আওতায় অনেক কৃষকের সঙ্গে প্রতারণার খবর সামনে এসেছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারও ব্যবস্থা নিয়েছে।
#কলকাতা: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের বার্ষিক ৬ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। ২ হাজার টাকা করে তিন কিস্তিতে এই টাকা পাঠানো হয় কৃষকদের হাতে। বর্তমানে ১২ কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ১৩তম কিস্তির টাকা পাঠানো হতে পারে।
এই প্রকল্পের আওতায় অনেক কৃষকের সঙ্গে প্রতারণার খবর সামনে এসেছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারও ব্যবস্থা নিয়েছে। এখন কোনও ঝামেলা ছাড়াই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ টাকা সহজেই স্থানান্তর করা হবে। স্পষ্টতই, এই স্কিমের সুবিধা নিতে, কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করা বাধ্যতামূলক৷
advertisement
advertisement
পিএম কিষাণ সম্মান নিধিতে জালিয়াতির ঘটনা প্রকাশ্যে: ১২তম কিস্তিতে সুবিধাভোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কিস্তির টাকা পাঠানোর আগে যাচাই বাছাই করা হয়। সেখানেই দেখা গিয়েছে অনেক ‘ভুয়ো’ কৃষকও প্রকল্পের সুবিধা নিচ্ছেন। তাঁদেরকেই ছেঁটে ফেলা হয়েছে। বাদ দেওয়া কৃষকদের কাছে নোটিস পাঠিয়ে আগের কিস্তির টাকা ফেরত চাওয়া হচ্ছে। বিহারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৪০৯০৩১৩৮৩২৩ নম্বরে সেই টাকা ফেরত দিতে বলা হয়েছে। এর আইএফএসসি কোড এসবিআইএন০০০৬৩৭৯। অন্য দিকে, অন্যান্য কারণে অযোগ্য কৃষকদের স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর ৪০৯০৩১৪০৪৬৭-এ টাকা ফেরত দিতে বলা হয়েছে। এর আইএফএসসি কোড এসবিআইএন০০০৬৩৭৯।
advertisement
এখানেই শেষ নয়। জালিয়াতির নিত্য নতুন ঘটনা সামনে আসছে। কিছু দুষ্কৃতী কৃষি পরিচালক বিহারের নামে ফোন কল বা এসএমএস করে কৃষকদের ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলছে। এই ধরনের বেশ কয়েকটি ঘটনা সামনে আসার পরে, প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কিত জাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ফোন কল বা এসএমএস পাঠানো প্রতারকদের থেকে সাবধান হওয়ার জন্য আবেদন করা হয়েছে। বলা হয়েছে, এমন ঘটনা ঘটনা তৎক্ষণাৎ পুলিশকে জানাতে হবে।
advertisement
এখানে যোগাযোগ করতে হবে: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কিত যে কোনও তথ্যের জন্য, অফিসিয়াল ইমেল আইডি pmkisan-ict@gov.in-এ যোগাযোগ করা যায়। এছাড়াও পিএম কিষাণ যোজনার হেল্পলাইন নম্বর- ১৫৫২৬১ বা ১৮০০১১৫৫২৬ (টোল ফ্রি) বা ০১১-২৩৩৮১০৯২ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যেতে পারে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2022 11:02 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ভুয়ো কল, এসএমএসের মাধ্যমে প্রতারিত কৃষকরা, পিএম কিষাণ নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের!