ফের হু হু করে বাড়ছে সোনা-রুপোর দাম, ৫৩ হাজার টাকা পেরিয়ে গিয়েছে সোনার দাম

Last Updated:
আজ কলকাতায় সোনা ও রুপোর দাম কত হল ? জেনে নিন ...
1/5
দেশের বাজারে শুক্রবারও ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম ৷ এদিন শুক্রবার ২৫ নভেম্বর মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.৪০ শতাংশ বেড়ে গিয়েছে ৷ রুপোর দাম ০.১১ শতাংশ বেড়ে ট্রেড করছে ৷
দেশের বাজারে শুক্রবারও ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম ৷ এদিন শুক্রবার ২৫ নভেম্বর মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.৪০ শতাংশ বেড়ে গিয়েছে ৷ রুপোর দাম ০.১১ শতাংশ বেড়ে ট্রেড করছে ৷
advertisement
2/5
২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম সকাল ৯:১০ মিনিটে ৪৯ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫২,৭২০ টাকায় ট্রেড করছে ৷ সোনার দাম এদিন বাজার খোলার সময় ৫২,৬৬৫ টাকা ছিল ৷
২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম সকাল ৯:১০ মিনিটে ৪৯ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫২,৭২০ টাকায় ট্রেড করছে ৷ সোনার দাম এদিন বাজার খোলার সময় ৫২,৬৬৫ টাকা ছিল ৷
advertisement
3/5
দাম বেড়েছে রুপোর -  মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন রুপোর দামও ঊর্ধ্বমুখী ৷ রুপোর দাম ৪৯ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৬২,০৬২ টাকা হয়েছে ৷
দাম বেড়েছে রুপোর - মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন রুপোর দামও ঊর্ধ্বমুখী ৷ রুপোর দাম ৪৯ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৬২,০৬২ টাকা হয়েছে ৷
advertisement
4/5
আন্তর্জাতিক বাজারে সোনার দাম, কমেছে রুপোর দাম  বিশ্ব বাজারে এদিন সোনার দাম বৃদ্ধি হয়েছে, কমেছে রুপোর দাম ৷ সোনার বর্তমান দাম এদিন ০.৩৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ১৭৫৭.৯৫ ডলার হয়েছে ৷ রুপোর দাম ০.৫২ শতাংশ কমে প্রতি আউন্সে ২১.৪৭ ডলার হয়েছে ৷
আন্তর্জাতিক বাজারে সোনার দাম, কমেছে রুপোর দাম বিশ্ব বাজারে এদিন সোনার দাম বৃদ্ধি হয়েছে, কমেছে রুপোর দাম ৷ সোনার বর্তমান দাম এদিন ০.৩৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ১৭৫৭.৯৫ ডলার হয়েছে ৷ রুপোর দাম ০.৫২ শতাংশ কমে প্রতি আউন্সে ২১.৪৭ ডলার হয়েছে ৷
advertisement
5/5
ভারতীয়দের জনসমাজে বিনিয়োগের কথা উঠলে সবার আগে মাথায় আসে সাবেকি সেই সোনা আর রুপোর প্রসঙ্গই। অবশ্য, সব দিক খতিয়ে দেখলে তার কারণও নেহাত ফেলনা নয়। এই দুই মূল্যবান ধাতুতে বিনিয়োগ সচরাচর কাউকে বিমুখ করে না। কেন না, বেশ কয়েক দশকের ইতিহাস, দুই-এক বিক্ষিপ্ত প্রসঙ্গ বাদ দিলে, স্পষ্টতই প্রমাণ তুলে ধরে যে সোনার দাম তো বটেই বিশেষ করে, এমনকী রুপোর দামও বেশির ভাগ সময় থেকেছে চড়ার দিকেই। ফলে, যদি সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, সবার আগে তার দাম মাথায় রেখে চিন্তা-ভাবনা করা দরকার। কেন না, এই দুই মূল্যবান ধাতুর দাম প্রতি দিনই বদলে বদলে যায়, কখনও তা বাড়ে, কখনও বা আবার কমে।
ভারতীয়দের জনসমাজে বিনিয়োগের কথা উঠলে সবার আগে মাথায় আসে সাবেকি সেই সোনা আর রুপোর প্রসঙ্গই। অবশ্য, সব দিক খতিয়ে দেখলে তার কারণও নেহাত ফেলনা নয়। এই দুই মূল্যবান ধাতুতে বিনিয়োগ সচরাচর কাউকে বিমুখ করে না। কেন না, বেশ কয়েক দশকের ইতিহাস, দুই-এক বিক্ষিপ্ত প্রসঙ্গ বাদ দিলে, স্পষ্টতই প্রমাণ তুলে ধরে যে সোনার দাম তো বটেই বিশেষ করে, এমনকী রুপোর দামও বেশির ভাগ সময় থেকেছে চড়ার দিকেই। ফলে, যদি সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, সবার আগে তার দাম মাথায় রেখে চিন্তা-ভাবনা করা দরকার। কেন না, এই দুই মূল্যবান ধাতুর দাম প্রতি দিনই বদলে বদলে যায়, কখনও তা বাড়ে, কখনও বা আবার কমে।
advertisement
advertisement
advertisement