একাধিক শহরে বদলাল পেট্রোল ও ডিজেলের দাম, দেখে নিন কলকাতায় কত হল
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম-
বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামে গত ২৪ ঘণ্টায় বিশেষ কোনও বদল করা হয়নি ৷ এদিন সরকারি তেল সংস্থাগুলির তরফে দেশের একাধিক জায়গায় দাম বদল করা হয়েছে ৷ তেল সংস্থাগুলি শুক্রবার এনসিআর-এর শহরে পেট্রোল ও ডিজেল সস্তা হয়ে গিয়েছে আবার অন্যদিকে উত্তরপ্রদেশের রাজধানীতে দাম বৃদ্ধি করা হয়েছে ৷ তবে দিল্লি-মুম্বই-সহ দেশের চার মহানগরে জ্বালানির দামে কোনও বদল করা হয়নি ৷
advertisement
সরকারি তেল সংস্থাগুলির তরফে জারি দাম অনুযায়ী, এদিন সকালে গৌতম বুদ্ধ নগর জেলায় (নয়ডা-গ্রেটার নয়ডা) পেট্রোলে ৫ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ৯৬.৬০ টাকা এবং ডিজেল ৫ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ৮৯.৭৭ টাকা হয়েছে ৷ গাজিয়াবাদে পেট্রোল ৩২ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.২৬ টাকায় বিক্রি হচ্ছে ৷ ডিজেলের দাম ৩০ পয়সা কমে লিটার প্রতি ৮৯.৪৭ টাকা হয়েছে ৷ লখনউতে পেট্রোলের দাম এদিন ১৩ পয়সা বেড়ে প্রতি লিটারে ৯৬.৫৭ টাকা এবং ডিজেল ১২ পয়সা বেড়ে প্রতি লিটারে ৮৯.৭৬ টাকা হয়েছে ৷ বিহারের রাজধানী পটনাতে এদিন পেট্রোল ২১ পয়সা কমে প্রতি লিটারে ১০৭.৫৯ টাকা এবং ডিজেল ২০ পয়সা কমে প্রতি লিটারে ৯৪.৩৬ টাকা প্রতি লিটার হয়েছে ৷
advertisement
advertisement