#নয়াদিল্লি: পিএম কিষান যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) সুবিধাভোগীদের জন্য এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ দেশের ছোট কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে এই যোজনা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই যোজনায় তিনটি কিস্তিতে কৃষকদের ৬০০০ টাকা আর্থিক সাহায্য করা হয়ে থাকে ৷ প্রত্যেক চার মাসে কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা (PM Kisan Installment) ট্রান্সফার করা হয়ে থাকে ৷ যোজনা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সরকারের তরফে ৯টি কিস্তির টাকা (PM Kisan 10th installment) দেওয়া হয়েছে ৷ সূত্রের খবর অনুযায়ী, শীঘ্রই দশম কিস্তির টাকা ট্রান্সফার করা হবে ৷
আরও পড়ুন: দিওয়ালির আগে আসে ছোটি দিওয়ালি! জেনে নিন এর মাহাত্ম্য, পুণ্য লগ্ন এবং পূজাবিধি নিয়ে বিশদে!
সম্প্রতি অনেকের মনেই একটি প্রশ্ন দেখা দিয়েছে ৷ স্বামী-স্ত্রী দু’জনেই কী পিএম কিষান যোজনার জন্য অবেদন করলে দু’জনেই কী সুবিধা পাবেন ? পিএম কিষান যোজনায় স্বামী-স্ত্রী যে কেউ আবেদন করতে পারবেন ৷ কিন্তু যোজনার লাভ কেবল একজন পাবেন ৷ কোনও কারণে দু’জনে আবেদন করে থাকলে এবং দু’জনেই সাহায্যের টাকা পেয়ে থাকলে একজনকে টাকা ফেরত দিয়ে দিতে হবে ৷
আরও পড়ুন: Panchang|| পঞ্জিকা ৩ নভেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
কারা পেয়ে থাকেন এই যোজনার সুবিধা ?
পিএম কিষান সম্মান নিধির যোজনার (Pradhanmantri Kisan Samman Nidhi Yojana) সুবিধা কেবল তাঁরাই পাবেন যাঁদের কাছে ২ হেক্টর বা ৫ একর কৃষি যোগ্য জমি রয়েছে ৷ কোনও কৃষক ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলে এই সুবিধা পাবেন না ৷
কখন আসে কিস্তির টাকা
প্রত্যেক আর্থি বছরের প্রথম কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাই, দ্বিতীয় কিস্তি ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর এবং তৃতীয় কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় ৷
আরও পড়ুন: Bank Holidays: আজ থেকে ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট
এই ভুলের জন্য আটকে যায় টাকা
অনেক সময়ই দেখা গিয়েছে সরকারের তরফে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হলেও সেটি ক্রেডিট হয় না ৷ দেখা গিয়েছে, ভুল আধার ও অ্যাকাউন্ট নম্বর দেওয়ার জন্য টাকা আটকে যায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।