PM Kisan: পিএম কিষান যোজনা থেকে স্বামী-স্ত্রী দু’জনেই কী বছরে ৬০০০ টাকা করে পেতে পারেন? জেনে নিন নতুন নিয়ম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কারা পেয়ে থাকেন এই যোজনার সুবিধা ?
#নয়াদিল্লি: পিএম কিষান যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) সুবিধাভোগীদের জন্য এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ দেশের ছোট কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে এই যোজনা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই যোজনায় তিনটি কিস্তিতে কৃষকদের ৬০০০ টাকা আর্থিক সাহায্য করা হয়ে থাকে ৷ প্রত্যেক চার মাসে কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা (PM Kisan Installment) ট্রান্সফার করা হয়ে থাকে ৷ যোজনা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সরকারের তরফে ৯টি কিস্তির টাকা (PM Kisan 10th installment) দেওয়া হয়েছে ৷ সূত্রের খবর অনুযায়ী, শীঘ্রই দশম কিস্তির টাকা ট্রান্সফার করা হবে ৷
আরও পড়ুন: দিওয়ালির আগে আসে ছোটি দিওয়ালি! জেনে নিন এর মাহাত্ম্য, পুণ্য লগ্ন এবং পূজাবিধি নিয়ে বিশদে!
সম্প্রতি অনেকের মনেই একটি প্রশ্ন দেখা দিয়েছে ৷ স্বামী-স্ত্রী দু’জনেই কী পিএম কিষান যোজনার জন্য অবেদন করলে দু’জনেই কী সুবিধা পাবেন ? পিএম কিষান যোজনায় স্বামী-স্ত্রী যে কেউ আবেদন করতে পারবেন ৷ কিন্তু যোজনার লাভ কেবল একজন পাবেন ৷ কোনও কারণে দু’জনে আবেদন করে থাকলে এবং দু’জনেই সাহায্যের টাকা পেয়ে থাকলে একজনকে টাকা ফেরত দিয়ে দিতে হবে ৷
advertisement
advertisement
আরও পড়ুন: Panchang|| পঞ্জিকা ৩ নভেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
কারা পেয়ে থাকেন এই যোজনার সুবিধা ?
পিএম কিষান সম্মান নিধির যোজনার (Pradhanmantri Kisan Samman Nidhi Yojana) সুবিধা কেবল তাঁরাই পাবেন যাঁদের কাছে ২ হেক্টর বা ৫ একর কৃষি যোগ্য জমি রয়েছে ৷ কোনও কৃষক ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলে এই সুবিধা পাবেন না ৷
advertisement
কখন আসে কিস্তির টাকা
প্রত্যেক আর্থি বছরের প্রথম কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাই, দ্বিতীয় কিস্তি ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর এবং তৃতীয় কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় ৷
advertisement
এই ভুলের জন্য আটকে যায় টাকা
অনেক সময়ই দেখা গিয়েছে সরকারের তরফে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হলেও সেটি ক্রেডিট হয় না ৷ দেখা গিয়েছে, ভুল আধার ও অ্যাকাউন্ট নম্বর দেওয়ার জন্য টাকা আটকে যায় ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2021 2:10 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: পিএম কিষান যোজনা থেকে স্বামী-স্ত্রী দু’জনেই কী বছরে ৬০০০ টাকা করে পেতে পারেন? জেনে নিন নতুন নিয়ম