Bank Holidays: আজ থেকে ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন ছুটির লিস্ট-
#নয়াদিল্লি: বুধবার অর্থাৎ আজ থেকে আগামী ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays)৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি ছুটির লিস্টে ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি ৷ আলাদা আলাদা রাজ্যে আলাদা উৎসব ও গুরুত্বপূর্ণ দিনের জন্য ছুটি থাকে ব্যাঙ্কের ৷ এর জেরে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কের আলাদা ছুটি হয় ৷ আরবিআই-এর ক্যালেন্ডার অনুযায়ী, নভেম্বর মাসে ব্যাঙ্কের লম্বা ছুটি রয়েছে ৷ তাই টাকা পয়সার লেনদেনের জন্য ব্যাঙ্কে যাওয়ার প্ল্যান থাকলে একটু আগে থেকে জেনে নিন কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে আগামী মাসে।
ব্যাঙ্কের কোনও কাজ থাকলে অবশ্যই আরবিআই-এর তরফে জারি করা ছুটির পুরো লিস্ট (Bank Holidays List)চেক করে নিন ৷ আলাদা আলাদা রাজ্যে উৎসব ও গুরুত্বপূর্ণ দিন হিসেবে আলাদা আলাদা দিনে ছুটি থাকে ৷
advertisement
advertisement
দেখে নিন ছুটির লিস্ট-
>> ৩ নভেম্বর- বুধবার- নরক চতুর্দশী উপলক্ষ্যে বেঙ্গালুরুতে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা
>> ৪ নভেম্বর- বৃহস্পতিবার- দীপাবলি ও কালীপুজো উপলক্ষ্যে আগরতলা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চন্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি,হায়দরাবাদ, জয়পুর, কানপুর, কোচি, মুম্বই, নাগপুর, লখনউ-তে বন্ধ থাকবে ব্যাঙ্ক
>> ৫ নভেম্বর- শুক্রবার- গোর্বধন পুজো উপলক্ষ্যে ব্যাঙ্কের ছুটি থাকবে আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, গ্যাংটক, দেরাদুনে ৷
advertisement
>> ৬ নভেম্বর- ভাইদুজের জন্য গ্যাংটক, ইম্ফল, কানপুর, লখনউতে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷
>> ৭ নভেম্বর- রবিবার ব্যাঙ্কের ছুটি ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2021 8:57 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays: আজ থেকে ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট