#নয়াদিল্লি: বুধবার অর্থাৎ আজ থেকে আগামী ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays)৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি ছুটির লিস্টে ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি ৷ আলাদা আলাদা রাজ্যে আলাদা উৎসব ও গুরুত্বপূর্ণ দিনের জন্য ছুটি থাকে ব্যাঙ্কের ৷ এর জেরে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কের আলাদা ছুটি হয় ৷ আরবিআই-এর ক্যালেন্ডার অনুযায়ী, নভেম্বর মাসে ব্যাঙ্কের লম্বা ছুটি রয়েছে ৷ তাই টাকা পয়সার লেনদেনের জন্য ব্যাঙ্কে যাওয়ার প্ল্যান থাকলে একটু আগে থেকে জেনে নিন কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে আগামী মাসে।
আরও পড়ুন: PM Kisan: এবার বিনা গ্যারেন্টিতে ১.৬০ লক্ষ টাকার লোন নিতে পারবেন কৃষকরা
ব্যাঙ্কের কোনও কাজ থাকলে অবশ্যই আরবিআই-এর তরফে জারি করা ছুটির পুরো লিস্ট (Bank Holidays List)চেক করে নিন ৷ আলাদা আলাদা রাজ্যে উৎসব ও গুরুত্বপূর্ণ দিন হিসেবে আলাদা আলাদা দিনে ছুটি থাকে ৷
আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের দাম জারি, দেখে নিন কলকাতা-সহ বিভিন্ন শহরে তেলের দাম
দেখে নিন ছুটির লিস্ট-
>> ৩ নভেম্বর- বুধবার- নরক চতুর্দশী উপলক্ষ্যে বেঙ্গালুরুতে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা>> ৪ নভেম্বর- বৃহস্পতিবার- দীপাবলি ও কালীপুজো উপলক্ষ্যে আগরতলা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চন্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি,হায়দরাবাদ, জয়পুর, কানপুর, কোচি, মুম্বই, নাগপুর, লখনউ-তে বন্ধ থাকবে ব্যাঙ্ক>> ৫ নভেম্বর- শুক্রবার- গোর্বধন পুজো উপলক্ষ্যে ব্যাঙ্কের ছুটি থাকবে আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, গ্যাংটক, দেরাদুনে ৷>> ৬ নভেম্বর- ভাইদুজের জন্য গ্যাংটক, ইম্ফল, কানপুর, লখনউতে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷>> ৭ নভেম্বর- রবিবার ব্যাঙ্কের ছুটি ৷
আরও পড়ুন: কখন এডিস মশা বেশি কামড়ায়? ডেঙ্গু সংক্রমণ এড়াতে কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Holidays