এই ফোন নম্বরে একটি কল করেই সেরে ফেলতে পারবেন স্টেট ব্যাঙ্কের একাধিক কাজ....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
গ্রাহকরা বাড়িতে বসে একটি ফোন নম্বরে কল করে বিভিন্ন পরিষেবার সুবিধা নিতে পারবেন ৷
#নয়াদিল্লি: গ্রাহকদের বাড়িতে বসেই একাধিক পরিষেবার সুবিধা নেওয়ার সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক ৷ আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সের পাশাপাশি শেষ ৫টি ট্রানজাকশনের তথ্য জানতে পারবেন ৷ এর জন্য ব্যাঙ্কের কেবল ব্যাঙ্কের টোল ফ্রি নম্বরে কল করতে হবে ৷ এই নম্বরে মেসেজ করেও আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সও জানতে পারবেন ৷
স্টেট ব্যাঙ্ক তাদের ট্যুইটার হ্যান্ডেলে এই বিষয়ে জানিয়েছে ৷ দেখে নিন কোন নম্বরে ফোন করলে এই সুবিধা পাওয়া যাবে ৷
advertisement
এই নম্বরে করতে হবে কল-
দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অর্থাৎ এসবিআই তাদের গ্রাহকদের মোবাইলের মাধ্যমে একাধিক পরিষেবা দিয়ে থাকে ৷ এখন গ্রাহকরা বাড়িতে বসে একটি ফোন নম্বরে কল করে বিভিন্ন পরিষেবার সুবিধা নিতে পারবেন ৷ স্টেট ব্যাঙ্কের 1800 1234 টোল ফ্রি নম্বরে ফোন করে অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন ৷
advertisement
দেখে নিন কী কী সুবিধা মিলবে -
- এই নম্বরে মেসেজ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন
- টোল ফ্রি নম্বরে কল করে এটিএম কার্ড ফের ইস্যু করতে পারবেন
- এছাড়া বর্তমান এটিএম কার্ড ব্লক করতে পারবেন
- এই নম্বরের সাহায্যে এটিএম-এর পিন নম্বর বানাতে পারবেন
- এটিএম কার্ড ব্লক করার পর নতুন এটিএম কার্ডের জন্য এই নম্বর থেকে সাহায্য নিতে পারবেন
advertisement
স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই পরিষেবার জেরে গ্রাহকরা কারোর সংস্পর্শে না এসে বাড়ি থেকেই ব্যাঙ্কের একাধিক কাজ সেরে ফেলতে পারবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 21, 2022 7:45 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই ফোন নম্বরে একটি কল করেই সেরে ফেলতে পারবেন স্টেট ব্যাঙ্কের একাধিক কাজ....