Viral News: ঘরের মেঝে খুঁড়তেই প্রকাশ্যে রহস্যে মোড়া গুহা, বেরিয়ে এল ১০০ বছরের পুরনো ইতিহাস!

Last Updated:

Couple finds 100 years old hidden room: ১৯০০ সাল নাগাদ ওই বাড়িটি নির্মিত হয়েছিল বলে অনুমান তাঁদের।

Photo: Twitter
Photo: Twitter
#লন্ডন: অজানাকে জানার চেষ্টা মানুষের বহু দিনের। তা সে যে-ভাবেই হোক। কখনও মাটি খুঁড়ে, তো কখনও পাহাড় জঙ্গল পেরিয়ে, আবার কখনও গভীর সমুদ্রে অন্বেষণ চালিয়ে মানুষ নিরন্তর খুঁজে চলেছে প্রাচীন কিংবা পৃথিবী সৃষ্টির আদি রহস্য। কিন্তু এ-তো মেঘ না-চাইতেই জল। ঠিক যেমনটি ঘটল ব্রিটেনের এক দম্পতির সঙ্গে। ইতিমধ্যেই ওই দম্পতির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কী রকম (Viral News)?
সম্প্রতি ব্রিটেনের (United Kingdom) বাসিন্দা বেন ম্যান (Ben Mann) ও তাঁর স্ত্রী কিম্বারলি (Kimbarlee) একটি পুরনো বাড়ি কিনেছিলেন। বছর ৩৯-এর বেন জানিয়েছেন যে, ওই বাড়িটি প্রায় একশো বছরের পুরনো (100 Years Old House)। ১৯০০ সাল নাগাদ ওই বাড়িটি নির্মিত হয়েছিল বলে অনুমান তাঁদের। তবে ওই বাড়িটি পুরনো ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী বলে জানিয়েছেন ওই দম্পতি। এর কারণ হিসাবে ওই দম্পতি জানিয়েছে, ২০২০ সালে পুরনো বাড়িটি কিনেছিলেন তাঁরা। বাড়িটি জরাজীর্ণ হওয়ায় গত বছর সেটিকে সংস্কার (renovate) করতে গিয়ে তাঁরা দেখতে পান, ঘরের মেঝের নীচেই রয়েছে গভীর সুড়ঙ্গ (tunnel)। প্রথম অবস্থায় কিছুটা হকচকিয়ে গেলেও বিষয়টি নিয়ে বিচলিত না-হয়ে গোটা ঘটনার অন্বেষণ শুরু করেন বেন ও কিম্বারলি। তাঁরা দেখতে পান জরাজীর্ণ ঘরের কাঠের মেঝের নীচে রয়েছে আস্ত একটি গুহা। শুধু তা-ই নয়, গুহার মধ্যে প্রবেশের জন্য ৩৯ ধাপের মই লাগানো একটি সিঁড়িও রয়েছে (Couple finds 100 years old hidden room)।
advertisement
advertisement
প্রথমে বিষয়টি আশ্চর্যজনক লাগলেও প্রায় ভয়ে ভয়ে তাঁরা ওই সিঁড়ি বেয়ে গুহার (cave) ভিতর প্রবেশ করেন। এর পর ওই দম্পতি একটি ভিজে স্যাঁতস্যাঁতে দুর্গন্ধযুক্ত ঘরের সন্ধান পান।
প্রথম অবস্থায় কিছু বুঝে উঠতে না-পারলেও পরে ওই দম্পতি বুঝতে পারেন, ওই ঘরে সুরা অর্থাৎ মদ সংগ্রহ করে রাখা হতো। ওই ঘর থেকে পাওয়া কিছু নমুনার ভিত্তিতেই তাঁরা এক প্রকার নিশ্চিত হন যে, তাঁদের কেনা বাড়িটি একশো বছর অর্থাৎ ১৯০০ সাল নাগাদ নির্মিত হয়েছিল।
advertisement
তাঁরা আরও জানিয়েছেন, ওই বাড়িটি সম্পূর্ণ কাঠের নির্মিত ছিল। দীর্ঘ দিনের পুরনো হওয়ায় কাঠগুলিতে পচন ধরেছিল। পাশাপাশি কাঠে উঁই পোকাতেও বাসা বেধেছিল। পচে যাওয়া কাঠ ও নষ্ট হয়ে যাওয়া কার্পেট সরাতে গিয়েই একশো বছরের পুরনো ইতিহাসের পাতা খুলে যায় তাঁদের সামনে।
advertisement
জানা গিয়েছে, পুরনো ইতিহাস সম্বলিত এই সত্য সামনে আসার পরে ওই দম্পতি তা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ার পেজে। এর পরেই ওই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় হু হু করে। কিছু মানুষ ওই বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করার জন্য উৎসাহী হয়েছেন বলে জানিয়েছেন বেন। এমনকী ওই বাড়িটি তাঁরা নিজে হাতেই সংস্কার করেছেন বলে জানিয়েছেন। এতে তাঁদের প্রচুর টাকা সাশ্রয় যেমন হয়েছে, পাশাপাশি নিজেদের মনের মতো করে ওই পুরনো ইতিহাসকে জীবন্ত নিদর্শন হিসাবে তুলে ধরতে পেরেছেন তাঁরা। ওই গোপন গুহা ঘরটিকে নানান উপকরণে সাজিয়েছেন বেন ও তাঁর স্ত্রী। ঘরটিতে বসবার সোফা থেকে শুরু করে প্রোজেক্টর (projector) যেমন রাখা হয়েছে, তেমনি আবার ঘরটিকে ইতিহাস ও বর্তমানের মেলবন্ধনে একটি বার (bar) হিসেবে তৈরি করেছেন ওই দম্পতি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: ঘরের মেঝে খুঁড়তেই প্রকাশ্যে রহস্যে মোড়া গুহা, বেরিয়ে এল ১০০ বছরের পুরনো ইতিহাস!
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement