Viral Video: নামী রেস্তোরাঁ থেকে আনানো খাবারে ভাসছে মরা টিকটিকি ! অনলাইনে খাবার অর্ডার করে বিপাকে করোনা আক্রান্ত দম্পতি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Lizard found in food ordered through online: বাড়িতে খাবার খেতে গিয়ে এক দম্পতি দেখলেন নাম করা এক রেস্তোরাঁ থেকে আনানো খাবারের মধ্যে রয়েছে আস্ত একটি টিকটিকি !
নয়ডা:করোনাকালে অনলাইনে খাবার অর্ডার করার প্রবণতা অনেকাংশেই বেড়েছে ৷ বিশেষ করে যারা করোনা আক্রান্ত এবং একা থাকেন ৷ বাড়িতে রান্না করে খেতে পারেন না ৷ তাদের জন্য অনলাইনে খাবারই ভরসা ৷ সে ভালোমন্দ খাবার হোক কিংবা ডাল-ভাত, সব্জির মতো রোজকার সাধারণ খাবার (Viral News) ৷ কিন্তু এই অনলাইনে রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে গিয়েই বিপত্তি ৷ বাড়িতে খাবার খেতে গিয়ে এক দম্পতি দেখলেন নাম করা এক রেস্তোরাঁ থেকে আনানো খাবারের মধ্যে রয়েছে আস্ত একটি টিকটিকি (Viral Video) !
এমনটা দেখেই সবাই ভয়ে আঁতকে উঠেছিলেন ৷ একে তো করোনা হয়েছে ৷ বাড়িতে সবাই অসুস্থ ৷ এই অবস্থায় এই টিকটিকি সমেত খাবার খেয়ে না জানি কী ঘটবে ! এই অবস্থায় হাসপাতালেই বা কী করে যাবেন তাঁরা ৷ সে কারণে ফোনেই প্রথমে ডাক্তারকে কনসাল্ট করলেন স্বামী এবং স্ত্রী ৷ জানালেন বাড়িতে সবাই এই খাবার খেয়েছেন ৷ এবং তাঁর বোন এই খাবার খেয়ে অসুস্থও হয়ে পড়েছেন ৷ গত ১৪ জানুয়ারি এই ঘটনাটি ঘটে নয়ডায় ৷
advertisement
advertisement
@zomato @zomatocare shocked now to find a dead lizard in the food we ordered from "Punjabi Rasoi" restaurant at Greater Noida West. Now we all are purposely throwing up. On top of covid this was so absurd experience. @zomato are you really parterning with anyone? pic.twitter.com/Zr1Xfy01Aa
— Kaustav Kumar Sinha (@kaustav2277) January 14, 2022
advertisement
ওই দম্পতির পক্ষে হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর সুযোগ ছিল না ৷ কারণ তাঁরা করোনায় আক্রান্ত ৷ ফোনেই ডাক্তারের পরামর্শমতো তাঁরা দু’জনে প্রথমে বমি করেন ৷ এবং কিছু ওষুধও খান ৷ তারপরেই কিছুটা সুস্থ বোধ করেন তাঁরা ৷ কৌস্তভ কুমার সিনহা এবং তাঁর স্ত্রী রিষা শর্মার অভিযোগ, গোটা বিষয়টি অনলাইন ডেলিভারি সংস্থাকে এবং পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি ৷ রেস্তোরাঁর পক্ষ থেকেও সাফ জানানো হয়, তাদের তরফে কোনও ভুল হয়নি ৷ তারা ঠিক খাবারই পাঠিয়েছিলেন ৷ এরপর ট্যুইটারেই সেই খাবারের ভিডিও তুলে শেয়ার করেন কৌস্তভ ৷ সেখানে সাফ দেখা যায়, খাবারের মধ্যে ভাসছে একটি আস্ত মরা টিকটিকি !
Location :
First Published :
January 19, 2022 5:39 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: নামী রেস্তোরাঁ থেকে আনানো খাবারে ভাসছে মরা টিকটিকি ! অনলাইনে খাবার অর্ডার করে বিপাকে করোনা আক্রান্ত দম্পতি