Alternative Earning Ideas: ফেলে দেওয়া জিনিসেই জীবিকার আলো! মাছের আঁশ-পাখনাতেই লক্ষীলাভ বারঘরিয়ায়

Last Updated:

Alternative Earning Ideas: জলপাইগুড়ির বারঘরিয়ার মানুষ দেখালেন অর্থ লাভের নতুন দিশা। একসময় জীবিকার সন্ধানে রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে ঘুরে বেড়াতেন জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ।

+
মাছের

মাছের আঁশ বিক্রি করে অর্থ লাভ

জলপাইগুড়ি, সুরজিৎ দে: ফেলে দেওয়া জিনিসেই জীবিকার আলো! মাছের আঁশ-পাখনাতেই হবে লক্ষীলাভ! কীভাবে? জানুন। জলপাইগুড়ির বারঘরিয়ার মানুষ দেখালেন অর্থ লাভের নতুন দিশা। একসময় জীবিকার সন্ধানে রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে ঘুরে বেড়াতেন জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ। কিন্তু এখন সেই ছবিটাই বদলে গিয়েছে। ফেলে দেওয়া জিনিস থেকেই আজ উপার্জনের নতুন পথ খুলে ফেলেছেন তাঁরা।
গ্রামের কয়েকটি পরিবার এখন এলাকার বিভিন্ন বাজার থেকে মাছের আঁশ ও মাছের পাখনা সংগ্রহ করেন। বাড়ির পাশে ফাঁকা জায়গায় এনে সেগুলো ধুয়ে রোদে শুকিয়ে বস্তাবন্দী করেন। এরপর স্থানীয় ফড়েরা এসে সেই আঁশ ও পাখনা কিনে নিয়ে যান। প্রতিদিন প্রায় ৩০ থেকে ৩২ কেজি উপকরণ সংগ্রহ করা হয়। মাছের আঁশ কেজিপ্রতি ৩০ থেকে ৩২ টাকা, আর মাছের পাখনা বিক্রি হয় ৮ থেকে ১০ টাকা দরে।স্থানীয় এক মহিলা বলেন, “আগে ভেবে দেখিনি এই আঁশেরও দাম হতে পারে। এখন বাড়িতেই কাজ করছি, সংসারও ভাল চলছে।”
advertisement
advertisement
কিন্তু কী কাজে লাগে এই আঁশ আর পাখনা? কো বা যায়? জানা গেছে, এসব পণ্য শিলিগুড়ি ও কলকাতা ঘুরে শেষ পর্যন্ত বাংলাদেশে রফতানি হয়। সেখানে মাছের আঁশের প্রচণ্ড চাহিদা রয়েছে, কারণ এই আঁশ থেকেই তৈরি হয় নানা ধরনের কসমেটিকস সামগ্রী যেমন নেইল পলিশ, ফেসপ্যাক ও বিভিন্ন ত্বকচর্চার ক্রিম।
বারঘরিয়ার এই উদ্যোগ এখন ধীরে ধীরে অন্য এলাকাতেও ছড়িয়ে পড়ছে। যা একদিকে পরিবেশবান্ধব, অন্যদিকে গ্রামীণ অর্থনীতির নতুন ভরসা হয়ে উঠছে। বলাই বাহুল্য, সামান্য উদ্যোগ আর সৃজনশীল চিন্তাভাবনা থাকলে গ্রামবাংলার মাটিতেই তৈরি হতে পারে নতুন রোজগারের দিগন্ত!
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Alternative Earning Ideas: ফেলে দেওয়া জিনিসেই জীবিকার আলো! মাছের আঁশ-পাখনাতেই লক্ষীলাভ বারঘরিয়ায়
Next Article
advertisement
Kuldeep Singh Sengar Bail Update: উন্নাও ধর্ষণ মামলায় সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
  • উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা৷

  • সুপ্রিম কোর্টে মামলা করল সিবিআই৷

  • দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান প্রাক্তন বিজেপি বিধায়ক৷

VIEW MORE
advertisement
advertisement