Budget 2025: বাজেটের পর কী হবে? এই স্টকের দিকেই এখন সবার নজর, বাড়া-কমার দোলাচলে বিনিয়োগকারীরা
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Union Budget 2025: ১ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবার সবার নজর রয়েছে আইটিসি লিমিটেডের স্টকের দিকে।
বাজেট পেশ হওয়ার পর কোনও স্টকের দাম চড়চড়িয়ে বেড়ে যায়। আবার কোনও স্টকের দাম হুড়মুড়িয়ে পড়ে। প্রতি বছরই এমনটা ঘটে। বিনিয়োগকারীরা তাই শ্যেন দৃষ্টিতে নজর রাখেন শেয়ার বাজারের দিকে।
১ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবার সবার নজর রয়েছে আইটিসি লিমিটেডের স্টকের দিকে। সিগারেট থেকে শুরু করে হোটেল, বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা রয়েছে আইটিসি-এর।
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, এবারের বাজেটে সিগারেটের উপর এক্সাইজ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কারণ গত তিন বছর বাড়েনি। এবছর সেই সম্ভাবনা প্রবল। বিশ্লেষকরা আরও মনে করছেন, এক্সাইজ ডিউটি যদি ১০ শতাংশের বেশি বাড়ানো হয়, তাহলে আইটিসি-এর শেয়ারের দাম কমতে পারে।
advertisement
advertisement
সম্প্রতি, এয়ারেটেড বেভারেজ, সিগারেট, তামাক ও সংশ্লিষ্ট পণ্যের উপর গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (GST) হার ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব দেয় জিওএম। তারপর থেকেই জল্পনা কল্পনা শুরু হয়। বাজেটের আগে এই নিয়ে ফের নতুন করে আলোচনা হচ্ছে। মনে করা হচ্ছে, এবারে এক্সাইজ বাড়ানো হতে পারে।
advertisement
বর্তমানে ৬৫ মিমি দৈর্ঘ্যের সিগারেটে ১০০০ স্টকের উপর ৫ টাকা এক্সাইজ ডিউটি দিতে হয়। ৭০ মিমি থেকে ৭৫ মিমি দৈর্ঘ্যের ফিল্টার সিগারেটের ক্ষেত্রেও তা প্রযোজ্য। এছাড়া ২০২৩ সাল থেকে জাতীয় বিপর্যয় ফান্ড শুল্ক (NCCD) চালু হয়েছে, যা প্রতি ১,০০০টি সিগারেটে ২৩০ টাকা থেকে ৮৫০ টাকা পর্যন্ত হতে পারে।
advertisement
আইটিসি-এর শেয়ার নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে তাদের হোটেল ব্যবসা ডিমার্জারের পর, সেগুলোর শেয়ারও বাজারে চলে এসেছে। লেনদেনও শুরু করেছেন বিনিয়োগকারীরা। এখন প্রশ্ন হল, বাজেটের আগে আইটিসি-এর শেয়ারে বিনিয়োগ করা উচিত হবে কি না।
advertisement
সম্প্রতি আইটিসি-এর শেয়ার নিয়ে ৪০ জন বাজার বিশ্লেষকের মধ্যে ৩৪ জন ‘বাই’ রেটিং দিয়েছেন। ৪ জন ‘হোল্ড’ করতে বলছেন। ২ জন বলছেন ‘সেল’ করে দিতে। অধিকাংশ বাজার বিশেষজ্ঞ মনে করছেন, আইটিসি-এর শেয়ারের দাম ১৬.২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এমনটা হলে লাভের সম্ভাবনাই প্রবল।
বাজেট পেশের আগে আইটিসি-এর শেয়ারের দাম বেড়েছে। বিনিয়োগকারীরা লাভবানও হয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আইটিসি লিমিটেডের শেয়ার ১.২ শতাংশ বেড়ে ৪৪১.৩৫-এ ট্রেড করছে। এখন বাজেট পেশের পর কী হয় সেটাই দেখার।
advertisement
Get Latest News on কেন্দ্রীয় বাজেট ২০২৫,Union Budget 2025
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2025 2:29 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2025: বাজেটের পর কী হবে? এই স্টকের দিকেই এখন সবার নজর, বাড়া-কমার দোলাচলে বিনিয়োগকারীরা