Nirmala Sitharaman Exclusive Interview: ক্রিপ্টোকারেন্সি নিয়ে আইন আনবে কেন্দ্র, জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

Last Updated:

মঙ্গলবার বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী জানান, ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল সম্পদ থেকে আয় করলে তিরিশ শতাংশ হারে কর ধার্য করবে কেন্দ্র (Nirmala Sitharaman on Cryptocurrency)৷

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ Photo-ANI
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ Photo-ANI
#দিল্লি: খুব শিগগিরই ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) সংক্রান্ত আইন নিয়ে আসবে কেন্দ্রীয় সরকার৷ বাজেট পেশ করার পর এ দিন নিউজ ১৮-এর এডিটর ইন চিফ রাহুল জোশীর সঙ্গে বৈঠকে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)৷ তবে সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে আলোচনা করেই কেন্দ্র সেই পথে হাঁটবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী৷
ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) নিয়ে আইন প্রণয়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, 'সবার সঙ্গে আলোচনার নিশ্চয়ই এই বিল নিয়ে আসা হবে৷ তবে এই বিল কবে আসবে বা তা আদৌ ক্রিপ্টোকারেন্সি-কে নিয়ন্ত্রণ করতে পারবে কি না, তা আমি জানি না৷ '
advertisement
advertisement
মঙ্গলবার বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী জানান, ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল সম্পদ থেকে আয় করলে তিরিশ শতাংশ হারে কর ধার্য করবে কেন্দ্র৷ চলতি অর্থবর্ষেই রিজার্ভ ব্যাঙ্কের তরফে সরকার স্বীকৃত ডিজিটাল মুদ্রাও চালু করা হবে বলে জানান অর্থমন্ত্রী৷
advertisement
এ দিনের সাক্ষাৎকারে বেসরকারি ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল মুদ্রার মধ্যে সূক্ষ্ম তফাতও বুঝিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী৷ তিনি বলেন, 'ব্লকচেন ব্যবহার করে বেসরকারি উদ্যোগে ক্রিপ্টোকারেন্সি বের করা হয়৷ কিন্তু তা মুদ্রা হতে পারে না৷ একমাত্র যখন আরবিআই তা চালু করে, তখনই সেটি মুদ্রা হিসেবে স্বীকৃতি পায়৷ সেই কারণেই সংসদে দাঁড়িয়ে আমরা ঘোষণা করেছি যে রিজার্ভ ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা প্রকাশ করবে'
advertisement
অর্থমন্ত্রী জানিয়েছেন, সংসদে এ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদন হলেই বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে৷ তবে এই ডিজিটাল মুদ্রাকে কী নামে ডাকা হবে, তা এখনই তিনি বলতে পারছেন না বলে জানিয়েছেন নির্মলা সীতারমণ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Nirmala Sitharaman Exclusive Interview: ক্রিপ্টোকারেন্সি নিয়ে আইন আনবে কেন্দ্র, জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement