#দিল্লি: খুব শিগগিরই ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) সংক্রান্ত আইন নিয়ে আসবে কেন্দ্রীয় সরকার৷ বাজেট পেশ করার পর এ দিন নিউজ ১৮-এর এডিটর ইন চিফ রাহুল জোশীর সঙ্গে বৈঠকে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)৷ তবে সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে আলোচনা করেই কেন্দ্র সেই পথে হাঁটবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী৷
ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) নিয়ে আইন প্রণয়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, 'সবার সঙ্গে আলোচনার নিশ্চয়ই এই বিল নিয়ে আসা হবে৷ তবে এই বিল কবে আসবে বা তা আদৌ ক্রিপ্টোকারেন্সি-কে নিয়ন্ত্রণ করতে পারবে কি না, তা আমি জানি না৷ '
আরও পড়ুন: ২০২২-এর বাজেট রক্ষণশীল নয়, বরং অনেক বেশি দায়িত্বশীল: নির্মলা সীতারমন
মঙ্গলবার বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী জানান, ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল সম্পদ থেকে আয় করলে তিরিশ শতাংশ হারে কর ধার্য করবে কেন্দ্র৷ চলতি অর্থবর্ষেই রিজার্ভ ব্যাঙ্কের তরফে সরকার স্বীকৃত ডিজিটাল মুদ্রাও চালু করা হবে বলে জানান অর্থমন্ত্রী৷
আরও পড়ুন: আয়কর রিটার্নে ভুল থাকলে বাড়তি সময়, কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী? দেখুন ভিডিও
এ দিনের সাক্ষাৎকারে বেসরকারি ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল মুদ্রার মধ্যে সূক্ষ্ম তফাতও বুঝিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী৷ তিনি বলেন, 'ব্লকচেন ব্যবহার করে বেসরকারি উদ্যোগে ক্রিপ্টোকারেন্সি বের করা হয়৷ কিন্তু তা মুদ্রা হতে পারে না৷ একমাত্র যখন আরবিআই তা চালু করে, তখনই সেটি মুদ্রা হিসেবে স্বীকৃতি পায়৷ সেই কারণেই সংসদে দাঁড়িয়ে আমরা ঘোষণা করেছি যে রিজার্ভ ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা প্রকাশ করবে'
অর্থমন্ত্রী জানিয়েছেন, সংসদে এ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদন হলেই বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে৷ তবে এই ডিজিটাল মুদ্রাকে কী নামে ডাকা হবে, তা এখনই তিনি বলতে পারছেন না বলে জানিয়েছেন নির্মলা সীতারমণ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nirmala Sitharaman