LPG Cylinder: এই নম্বরে মিসড কল দিয়ে বুকিং করুন গ্যাস সিলিন্ডার, করতে পারেন হোয়াটসঅ্যাপও

Last Updated:

এই নম্বরে দিতে হবে মিসড কল-

#নয়াদিল্লি: এবার কেবল একটি মিসড কল দিয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) বুকিং করতে পারবেন গ্রাহকরা ৷ শুধু তাই নয় হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বুকিং করা যেতে পারে রান্নার গ্যাসের ৷ বর্তমানে কেবল ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা এই সুবিধা পাবেন ৷ কেবল একটি মিসড কল দিয়ে এলপিজি সিলিন্ডার বুকিং করা যেতে পারে ৷
রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে টাকা খরচা না করে মিসড কল দিয়ে সিলিন্ডার বুকিং করা যেতে পারে ৷ ইন্ডিয়ান অয়েল তাদের বয়ানে জানিয়েছে, এর জেরে সেই সমস্ত বয়স্ক মানুষেরা সুবিধা পাবেন যাঁদের IVRS পদ্ধতি সহজ মনে হয় না ৷
advertisement
advertisement
এই নম্বরে দিতে হবে মিসড কল-
এলপিজি সিলিন্ডার রিফিল বুকিংয়ের জন্য গ্রাহকদের দেশের যে কোনও জায়গা থেকে 8454955555 নম্বরে মিসড কল দিয়ে বুকিং করতে পারবেন ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, এই পদ্ধতি গ্যাস বুকিং করার জন্য অনেক কম সময় লাগবে ৷ পাশাপাশি গ্রাহকদের ফোন করার জন্য কোনও চার্জ দিতে হবে না ৷
advertisement
হোয়াটসঅ্যাপে এই ভাবে করুন গ্যাস বুকিং-
গ্যাস বুকিংয়ের কাজ কেবল একটি মেসেজের মাধ্যমেও করা যেতে পারে ৷ এর জন্য সমস্ত গ্যাস সংস্থার তরফে নম্বর জারি করা হয়েছে ৷ আপনাকে কেবল REFILL টাইপ করে পাঠাতে হবে৷ হোয়াটসঅ্যাপের সাহায্য স্টেট্যাসও জানতে পারবেন ৷
advertisement
এই নম্বরে করতে হবে হোয়াটসঅ্যাপ-
ইন্ডিয়ান অয়েলের গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে REFILL লিখে 7588888824 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে ৷
স্টেট্যাস কীভাবে দেখবেন ?
গ্যাস বুকিংয়ের স্টেট্যাস হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারবেন ৷ এর জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে STATUS# লিখে অর্ডার নম্বর দিতে হবে ৷ আপনার বুকিং নম্বর ১২৩৪৫ হলে STATUS#12345 লিখে 7588888824 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে ৷ স্টেট্যাস ও অর্ডার নম্বরের মধ্যে যে কোনও স্পেস না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Cylinder: এই নম্বরে মিসড কল দিয়ে বুকিং করুন গ্যাস সিলিন্ডার, করতে পারেন হোয়াটসঅ্যাপও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement