LPG Cylinder: এই নম্বরে মিসড কল দিয়ে বুকিং করুন গ্যাস সিলিন্ডার, করতে পারেন হোয়াটসঅ্যাপও
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এই নম্বরে দিতে হবে মিসড কল-
#নয়াদিল্লি: এবার কেবল একটি মিসড কল দিয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) বুকিং করতে পারবেন গ্রাহকরা ৷ শুধু তাই নয় হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বুকিং করা যেতে পারে রান্নার গ্যাসের ৷ বর্তমানে কেবল ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা এই সুবিধা পাবেন ৷ কেবল একটি মিসড কল দিয়ে এলপিজি সিলিন্ডার বুকিং করা যেতে পারে ৷
রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে টাকা খরচা না করে মিসড কল দিয়ে সিলিন্ডার বুকিং করা যেতে পারে ৷ ইন্ডিয়ান অয়েল তাদের বয়ানে জানিয়েছে, এর জেরে সেই সমস্ত বয়স্ক মানুষেরা সুবিধা পাবেন যাঁদের IVRS পদ্ধতি সহজ মনে হয় না ৷
advertisement
advertisement
এই নম্বরে দিতে হবে মিসড কল-
এলপিজি সিলিন্ডার রিফিল বুকিংয়ের জন্য গ্রাহকদের দেশের যে কোনও জায়গা থেকে 8454955555 নম্বরে মিসড কল দিয়ে বুকিং করতে পারবেন ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, এই পদ্ধতি গ্যাস বুকিং করার জন্য অনেক কম সময় লাগবে ৷ পাশাপাশি গ্রাহকদের ফোন করার জন্য কোনও চার্জ দিতে হবে না ৷
advertisement
হোয়াটসঅ্যাপে এই ভাবে করুন গ্যাস বুকিং-
গ্যাস বুকিংয়ের কাজ কেবল একটি মেসেজের মাধ্যমেও করা যেতে পারে ৷ এর জন্য সমস্ত গ্যাস সংস্থার তরফে নম্বর জারি করা হয়েছে ৷ আপনাকে কেবল REFILL টাইপ করে পাঠাতে হবে৷ হোয়াটসঅ্যাপের সাহায্য স্টেট্যাসও জানতে পারবেন ৷
advertisement
এই নম্বরে করতে হবে হোয়াটসঅ্যাপ-
ইন্ডিয়ান অয়েলের গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে REFILL লিখে 7588888824 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে ৷
স্টেট্যাস কীভাবে দেখবেন ?
গ্যাস বুকিংয়ের স্টেট্যাস হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারবেন ৷ এর জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে STATUS# লিখে অর্ডার নম্বর দিতে হবে ৷ আপনার বুকিং নম্বর ১২৩৪৫ হলে STATUS#12345 লিখে 7588888824 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে ৷ স্টেট্যাস ও অর্ডার নম্বরের মধ্যে যে কোনও স্পেস না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 11, 2021 8:37 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Cylinder: এই নম্বরে মিসড কল দিয়ে বুকিং করুন গ্যাস সিলিন্ডার, করতে পারেন হোয়াটসঅ্যাপও