গ্রাহকদের জন্য বড় খবর, চেক পেমেন্টের নিয়মে বড়সড় বদল

Last Updated:

চেক পেমেন্টের নয়া নিয়ম আগামী মাসের ৫ তারিখ থেকে লাগু করা হবে ৷

কলকাতা: দেশের দ্বিতীয় সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের নিয়মে একাধিক বড় বদল আনতে চলেছে ৷ পিএনবি পজিটিভ পে সিস্টেম (Positive Pay system) লাগু করতে চলেছে ৷ এর জেরে ভেরিফিকেশন ছাড়া চেক পেমেন্ট (Cheque payment)করা যাবে না ৷ নিয়ম অনুযায়ী, এরকম না করলে চেক ফেরত দিয়ে দেওয়া হবে ৷ চেক পেমেন্টের নয়া নিয়ম আগামী মাসের ৫ তারিখ থেকে লাগু করা হবে ৷ পজিটিভ পে সিস্টেম অনুযায়ী, ১০ লক্ষ টাকা ও তার বেশি টাকার ক্ষেত্রে লাগু হবে এই নিয়ম ৷
এবার থেকে গ্রাহকরা ব্রাঞ্চে বা ডিজিটাল চ্যানেলের মাধ্যমে ১০ লক্ষ টাকা বা তার বেশি টাকার চেক জারি করলে বাধ্যতামূলক ভাবে পিপিএস কনফার্মেশন করতে হবে ৷ গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বর, চেক নম্বর, চেক আল্ফা, চেক ডেট, চেক অ্যামাউন্ট ও বেনিফিশিয়ারির নাম দিতে হবে ৷ দেখে নিন আপনি কী ভাবে এই সিস্টেম ব্যবহার করতে পারবেন ৷
advertisement
advertisement
কী এই পজিটিভ পে সিস্টেম?
পিপিএস ভারতীয় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের (NPCI) তরফে জারি করা হয়েছে ৷ এর মাধ্যমে জারি করা চেকের সমস্ত তথ্য ব্যাঙ্ককে দিতে হবে যেখানে আপনার সেভিংস অ্যাকাউন্ট রয়েছে ৷ ক্লিয়ারেন্সের জন্য চেক দেওয়ার  আগে সমস্ত তথ্য ব্যাঙ্ককে দিতে হবে ৷
advertisement
PNB চেকের জন্য এই ভাবে সুবিধা নিন PPS এর সুবিধা -
ব্রাঞ্চ অফিস, অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং বা এসএমএস ব্যাঙ্কিংয়ের মাধ্যমে চেক সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে পজিটিভ পে সিস্টেমের ব্যবহার করা যেতে পারে ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, চেক দেওয়ার একদিন আগে সমস্ত তথ্য ব্যাঙ্ককে দিতে হবে ৷
advertisement
কী করে আটকাবেন ফ্রড ?
পিপিএস অনুযায়ী, চেক জারি করবেন যিনি তাঁকে এসএমএস, মোবাইল অ্যাপ, নেট ব্যাঙ্কিং বা এটিএম যে কোনও একটি মাধ্যমে ব্যাঙ্ককে চেকের ডিটেল দিতে হবে ৷ চেক ব্যাঙ্কে পৌঁছলে অ্যাকাউন্ট হোল্ডারের থেকে দেওয়া তথ্য যাচাই করা হবে ৷ এখানে কোনও গড়মিল পাওয়া গেলে চেক বাতিল করে দেওয়া হবে ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জানিয়েছে, পিপিএস কনফার্মেশন না হলে চেক ফেরত দিয়ে দেওয়া হবে ৷
advertisement
১. পিএননবি নেট ব্যাঙ্কিং থেকে লগ ইন করতে হবে
২. ভ্যালু অ্যাডেড পরিষেবা অনুযায়ী, ‘পজিটিভ পে সিস্টেম’ ট্যাবে ক্লিক করতে হবে
৩. ড্রপ ডাউন মেনুতে অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করতে হবে
৪. এরপর চেক নম্বর, চেক আল্ফা, চেকের তারিখ, চেকের অ্যামাউন্ট ও বেনিফিশিয়ারির নাম জমা করতে হবে
৫. ট্রানজাকশনের জন্য পাসওয়ার্ড দিয়ে সাবমিট ট্যাবে ক্লিক করতে হবে ৷
advertisement
৬. এসএমএস থেকে ডিটেল দেওয়ার হলে অ্যাকাউন্ট নম্বর, চেক নম্বর, চেক আল্ফা, চেকের অ্যামাউন্ট, চেকের ডেট ইত্যাদি দিতে হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গ্রাহকদের জন্য বড় খবর, চেক পেমেন্টের নিয়মে বড়সড় বদল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement