মেয়ের ভবিষ্যতের জন্য এখানে বিনিয়োগ করুন, পড়াশোনা থেকে বিয়ে পর্যন্ত দুশ্চিন্তা থাকবে না!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
১০ স্কিমের হালহিদশ দেওয়া হল। যেগুলোতে বিনিয়োগ করলে দুর্দান্ত রিটার্ন মিলবে, কন্যার ভবিষ্যৎ থাকবে সুরক্ষিত।
#কলকাতা: মেয়ের পড়াশোনা থেকে বিয়ে নিয়ে উদ্বিগ্ন প্রায় সব অভিভাবক। চিন্তা নেই। বেশ কিছু স্কিম রয়েছে যেগুলোতে বিনিয়োগ করে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করা যায়। সন্তানের জন্মের সঙ্গে সঙ্গেই তার ভবিষ্যৎ নিয়ে ভাবনা শুরু হয়। এই পরিস্থিতিতে অনেকেই আগে থেকে সঞ্চয় শুরু করেন। আজকের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির যুগে শুধু সঞ্চয় নয়, স্মার্ট সঞ্চয় করতে হবে। এখানে সেরকমই ১০ স্কিমের হালহিদশ দেওয়া হল। যেগুলোতে বিনিয়োগ করলে দুর্দান্ত রিটার্ন মিলবে, কন্যার ভবিষ্যৎ থাকবে সুরক্ষিত।
সুকন্যা সমৃদ্ধি যোজনা: সুকন্যা সমৃদ্ধি যোজনা, এসএসওয়াই নামে পরিচিত। কন্যাসন্তানের ভবিষ্যতের জন্য এই প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। মেয়ের নামে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলা যায়। বর্তমানে এই স্কিমে ৬.৭ শতাংশ হারে সুদ মিলছে। তবে সুদের হার পরিবর্তন হয়। তাই অ্যাকাউন্ট খোলার সময় দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ। একটি পরিবার দুটি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারে। প্রত্যেক কন্যার নামে একটি করে। এই প্রকল্পে সর্বনিম্ন ১০০০ টাকা এবং সর্বোচ্চ বার্ষিক দেড় লাখ টাকা বিনিয়োগ করা যায়। মেয়ের ২১ বছর বয়সে সুদ-সহ রিটার্ন পাওয়া যাবে।
advertisement
advertisement
চিলড্রেন গিফট মিউচুয়াল ফান্ড: এই মিউচুয়াল ফান্ডে শুধুমাত্র কন্যাসন্তানের নামেই বিনিয়োগ করা যায়। ইক্যুইটি এবং ডেবটে বিনিয়োগ করা হয়। ১৮ বছরের লক ইন পিরিয়ড রয়েছে। ফলে উচ্চ রিটার্ন পেতে অসুবিধা হয় না।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট: পোস্ট অফিসে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের মাধ্যমে কন্যাসন্তানের নামে বিনিয়োগ করা যায়। গ্যারান্টিযুক্ত রিটার্ন। এই স্কিমে বর্তমানে ৭.৬ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। ৫ বছরের মেয়াদ। কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। শুধু তাই নয়, খুব সহজে এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তিতে অ্যাকাউন্ট স্থানান্তর করা যায়।
advertisement
পোস্ট অফিস টার্ম ডিপোজিট: কন্যাসন্তানের জন্য সবচেয়ে ভাল বিনিয়োগ মাধ্যম হল পোস্ট অফিস টার্ম ডিপোজিট। ৫ বছরের লক ইন পিরিয়ড থাকে। দেশের যে কোনও জায়গায় অ্যাকাউন্ট স্থানান্তরের সুযোগ রয়েছে। তবে সুদের হার যে কোনও সময় পরিবর্তিত হতে পারে। তাই অ্যাকাউন্ট খোলার আগে অভিভাবকদের পরীক্ষা করে নেওয়া উচিত। এই স্কিমে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই।
advertisement
ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান: এই প্ল্যান ইউএলআইপি নামে পরিচিত। কন্যাসন্তানের জন্য ভাল বিনিয়োগ মাধ্যম কারণ উচ্চ হারে রিটার্ন মেলে। এখানে বিনিয়োগের পাশাপাশি জীবন বিমার সুবিধাও পাওয়া যায়। এছাড়া অন্যান্য সুবিধাগুলি হল- পিতামাতার মৃত্যু হলে বাকি প্রিমিয়াম কোম্পানি দেবে, পিতামাতা না থাকলে কন্যার শিক্ষার জন্য মাসিক খরচ দেওয়া হয় এবং পিতামাতার মৃত্যুতে শিশুর দৈনিক খরচ মেটাতে এক লপ্তে টাকা দেওয়া হয়। বিভিন্ন বিমা কোম্পানি বিভিন্ন ধরনের প্ল্যান অফার করে।
advertisement
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি: সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি হল একটি মিউচুয়াল ফান্ড স্কিম যা এ দেশের কন্যাসন্তানের জন্য সর্বোত্তম বিনিয়োগের বিকল্পগুলির মধ্যে অন্যতম। এর মাধ্যমে ব্যাঙ্ক ইক্যুইটি, ঋণ বা মিশ্র তহবিলে বিনিয়োগে করা হয়। দীর্ঘ মেয়াদে মোটা অঙ্কের রিটার্ন মেলে। টাকা বিনিয়োগ করার পর আরও ভাল রিটার্ন নিশ্চিত করতে বাবা-মায়ের জন্য এসআইপি হল সঠিক পছন্দ।
advertisement
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট: পোস্ট অফিস রেকারিং ডিপোজিট হল কন্যাসন্তানের জন্যে সেরা বিনিয়োগ পরিকল্পনা। এর মেয়াদ ৫ বছর। তবে চাইলে মেয়াদ আরও বাড়ানো যায়। বাজারের ওঠানামার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। তাই রেকারিং ডিপোজিটে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ: কন্যাসন্তানের ভবিষ্যতের জন্য এখানেও বিনিয়োগ করা যায়। এই প্ল্যানের ন্যূনতম মেয়াদ ১৫ বছর। চাইলে আরও ৫ বছর বাড়ানো যায়। পোস্ট অফিস বা ব্যাঙ্কে পিপিএফ অ্যাকাউন্ট খোলা হয়। এখানে সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ বার্ষিক ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়। বছরে ৬.৪ শতাংশ হারে সুদ মেলে। এই স্কিমে ঋণও মেলে। ঋণের জন্য আবেদন করার সময় প্রয়োজনীয়তা এবং অন্যান্য বিষয়গুলি জেনে রাখা বুদ্ধিমানের কাজ।
advertisement
গোল্ড ইটিএফ: ভারতে কন্যাসন্তানের জন্য উপলব্ধ সবচেয়ে বাস্তব বিনিয়োগ বিকল্প। শারীরিকভাবে সোনা কেনার পরিবর্তে পিতামাতা গোল্ড ইটিফে বিনিয়োগ করতে পারেন। এতে উচ্চ হারে রিটার্নের সম্ভাবনা রয়েছে। লকার ভাড়া করার দরকার নেই। চুরির ভয় নেই। এটা সেরা এককালীন বিনিয়োগ পরিকল্পনা। আরেকটি বিষয় হল, কঠিন পরিস্থিতিতে আর্থিক সমস্যাগুলি কাটিয়ে ওঠার পথ পাওয়া যায়।
ফিক্সড ডিপোজিট: বিনিয়োগে বাজারের ঝুঁকির সম্ভাবনা নেই এমন মাধ্যম খুঁজলে ফিক্সড ডিপোজিট আদর্শ। সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি হারে সুদ মিলবে। সঙ্গে নিশ্চিত রিটার্ন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2022 1:54 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মেয়ের ভবিষ্যতের জন্য এখানে বিনিয়োগ করুন, পড়াশোনা থেকে বিয়ে পর্যন্ত দুশ্চিন্তা থাকবে না!