PM জনধন যোজনায় অ্যাকাউন্ট খুলেছেন! বিনামূল্যে পেয়ে যাবেন ১ লক্ষ টাকা, দেখে নিন কী ভাবে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
তবে অবশ্যই এর জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হয় ৷ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর তরফে প্রিমিয়াম দেওয়া হয় ৷
#নয়াদিল্লি: দেশের সমস্ত নাগরিককে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করার জন্য ২০১৪ সালে প্রধানমন্ত্রী জনধন যোজনা (Pradhan Mantri Jan Dhan Yojana- PMJDY) চালু করা হয়েছিল ৷ এখনও পর্যন্ত এই যোজনায় ৪২.৩৭ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে ৷ এই যোজনায় দারিদ্র সীমা নীচে থাকা ব্যক্তিরাও অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ যে কোনও ব্যাঙ্কের শাখায় গিয়ে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এই অ্যাকাউন্টের একাধিক সুবিধা রয়েছে ৷ এর মধ্যে একটি হল জীবন বিমা ও দুর্ঘটনা বিমা ৷ আপনিও জনধন অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ দেখে নিন কী করতে হবে ৷
১ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা -
প্রধানমন্ত্রী জনধন যোজনায় অ্যাকাউন্ট খুললে ১ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে দুর্ঘটনা বিমা পাওয়া যায় ৷ পাশাপাশি এই অ্যাকাউন্টে ৩০,০০০ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল ডেথ ইনস্যুরেন্স কভার পাওয়া যায় ৷ এই বিমা জনধন অ্যাকাউন্টের রুপে ডেবিট কার্ডে পাওয়া যায় ৷ তবে অবশ্যই এর জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হয় ৷ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর তরফে প্রিমিয়াম দেওয়া হয় ৷
advertisement
কী কী সুবিধা পাওয়া যায়-
১. অ্যাকাউন্টে মিনিমাম বা ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই
advertisement
২. সেভিংস অ্যাকাউন্টের সমান সুদ পাওয়া যায়
৩. মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধা মিলবে বিনামূল্যে
৪. প্রত্যেক ব্যবহারকারী ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা পাবেন
৫. ১০ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট সুবিধা মিলবে
৬. ক্যাশ তোলার জন্য ও শপিংয়ের জন্য মিলবে রুপে কার্ড
advertisement
কোন সরকারি যোজনার লাভ মিলবে-
১. একাধিক সরকারি যোজনার টাকা সরাসরি অ্যাকাউন্টে আসবে
২. বিমা ও পেনশন প্রোডাক্ট কেনা আরও সহজ হয়ে যাবে
৩. দেশের যে কোনও প্রান্ত সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন
ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, নারেগা কার্ড বা আধার কার্ড, যে কোনও একটি এই অ্যাকাউন্ট খোলার জন্য লাগতে পারে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 19, 2021 12:57 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM জনধন যোজনায় অ্যাকাউন্ট খুলেছেন! বিনামূল্যে পেয়ে যাবেন ১ লক্ষ টাকা, দেখে নিন কী ভাবে