Bank Holidays News: ডিসেম্বর মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট

Last Updated:

আরবিআই-এর গাইডলাইন অনুযায়ী, রবিবার ছাড়া মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে ৷

#নয়াদিল্লি: বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরের জন্য রিজার্ভ ব্যাঙ্কের তরফে ব্যাঙ্কের ছুটির লিস্ট (Bank Holidays in December 2021) জারি করে দেওয়া হয়েছে ৷ আগামী মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে অবশ্যই চেক করে নিন ব্যাঙ্কের ছুটির লিস্ট (Bank Holidays List) ৷ লিস্ট অনুযায়ী, ডিসেম্বর ২০২১-এ মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
ডিসেম্বরে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays in December) ৷ এর মধ্যে ৪দিন রবিবার রয়েছে ৷ ডিসেম্বরে বড় দিনের জন্য গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ আরবিআই এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আলাদা আলাদা রাজ্যে বিভিন্ন উৎসব ও গুরুত্বপূর্ণ দিন অনুযায়ী ব্যাঙ্কের আলাদা আলাদা দিন ছুটি থাকে ৷ আরবিআই-এর গাইডলাইন অনুযায়ী, রবিবার ছাড়া মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে ৷
advertisement
advertisement
ডিসেম্বর ২০২১-এ Bank Holidays
- ৩ ডিসেম্বর- পানাজিতে ফেস্ট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ারে বন্ধ থাকবে ব্যাঙ্ক
- ৫ ডিসেম্বর- রবিবার
-১১ ডিসেম্বর- মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে
-১২ ডিসেম্বর- রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক
advertisement
-১৮ ডিসেম্বর- শিলংয়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক
-১৯ ডিসেম্বর- রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক
-২৪ ডিসেম্বর- ক্রিসমাসে আইজলে বন্ধ থাকবে ব্যাঙ্ক
-২৫ ডিসেম্বর- বেঙ্গালুরু ও ভুবনেশ্বর ছাড়া সমস্ত জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্ক
-২৬ ডিসেম্বর- রবিবার
-২৭ ডিসেম্বর- ক্রিসমাস সেলিব্রেশনের জন্য আইজলে বন্ধ থাকবে ব্যাঙ্ক
advertisement
-৩০ ডিসেম্বর- শিলংয়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক
-৩১ ডিসেম্বর- আইজলে ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays News: ডিসেম্বর মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement