কফির কাপে চুমুক দেওয়া ছাড়া শীতবিলাস অসম্পূর্ণ৷ চটজলদি এনার্জি আনতে কফির জুড়ি নেই৷ তবে কফির কিছু বদনামও আছে৷ অতিরিক্ত পান করলে ডিহাইড্রেশন থেকে ইনসমনিয়া--সব হতে পারে৷ তবে পরিমিত কফিপানে বাড়তি ওজন হ্রাস, মেটাবলিজম বৃদ্ধি-সহ একাধিক ভূমিকা আছে কফির (Benefits of Coffee)৷