Bank Holidays: চলতি সপ্তাহে টানা ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট

Last Updated:

আলাদা আলাদা রাজ্যে স্থানীয় উৎসব ও গুরুত্বপূর্ণ দিন অনুযায়ী ব্যাঙ্কের ছুটি থাকে ৷

#নয়াদিল্লি: ব্যাঙ্কের কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে জরুরি ভিত্তিতে সেটি সেরে ফেলুন না হলে অপেক্ষা করতে বেশ কয়েকদিন ৷ চলতি সপ্তাহে লাগাতার ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Band) ৷ ব্যাঙ্কের ছুটির লিস্ট রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি করা হয় ৷ এই মাসে মোট ১৫ দিন ব্যাঙ্কের ছুটি রয়েছে ৷ অগাস্টে এখনও ৪দিন ব্যাঙ্কের ছুটি বাকি রয়েছে ৷ চলতি মাসে শেষ সপ্তাহে ২৮ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ তবে এই সময় অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা (Online Banking Service) ও এটিএম পরিষেবা (ATM Service) চালু থাকবে ৷
আলাদা আলাদা রাজ্যে স্থানীয় উৎসব ও গুরুত্বপূর্ণ দিন অনুযায়ী ব্যাঙ্কের ছুটি থাকে ৷ আরবিআই-এর তরফে জারি ছুটির লিস্টে এই সপ্তাহে ৪দিন ব্যাঙ্কের ছুটি রয়েছে ৷ তবে প্রত্যেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে না ৷
৩০ অগাস্ট ২০২১ জন্মাষ্টমী / কৃষ্ণা জয়ন্তী ৷ এদিন আহমেদাবাদ, চন্ডীগড়, চেন্নাই, দেরাদুন, জয়পুর, জম্ম, কানপুর, লখনউ, পটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগর ও গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এছাড়া ২৮ অগাস্ট এই মাসের চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ২৯ অগাস্ট রবিবার হওয়ায় সমস্ত রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ৩১ অগাস্ট শ্রী কৃষ্ণা জন্মাষ্টমীর জন্য হায়দরাবাদে ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে ৷
advertisement
advertisement
কোন কোন দিন কোন কোন শহরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
১) ২৮ অগাস্ট ২০২১- চতুর্থ শনিবার
২) ২৯ অগাস্ট ২০২১- রবিবার
৩) ৩০ অগাস্ট ২০২১- জন্মাষ্টমী / কৃষ্ণা জয়ন্তী ৷ এদিন আহমেদাবাদ, চন্ডীগড়, চেন্নাই, দেরাদুন, জয়পুর, জম্ম, কানপুর, লখনউ, পটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগর ও গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
advertisement
৪) ৩১ অগাস্ট ২০২১- শ্রী কৃষ্ণা জন্মাষ্টমী (হায়দরাবাদে)
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays: চলতি সপ্তাহে টানা ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement