Bank on Wheels: আর ছুটতে হবে না দূরে! এবার ব্যাঙ্কই আসবে আপনার দুয়ারে, টাকা তোলা থেকে লোন—সবই মিলবে ভ্রাম্যমান ব্যাঙ্কে
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Bank on Wheels: ATM বা ব্যাঙ্ক নেই গ্রামে? চিন্তা নেই। ভ্রাম্যমান ব্যাঙ্ক পৌঁছে যাবে দোরগোড়ায়। টাকা তোলা, অ্যাকাউন্ট খোলা, লোনসহ মিলবে সমস্ত জরুরি ব্যাঙ্কিং পরিষেবা। জেনে নিন
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: আপনার গ্রামে কি এটিএম নেই! আবার ব্যাঙ্কও অনেক দূরে! এবার আর চিন্তা নেই প্রত্যন্ত গ্রাম থেকে মেলার মাঠ সর্বত্রই পৌঁছে যাবে ভ্রাম্যমান ব্যাঙ্ক। ছোট্ট একটি গাড়িতেই মিলবে সমস্ত প্রয়োজনীয় জরুরী ব্যাঙ্কিং পরিষেবা। আপনাকে আর পয়সা খরচ করে ছুটে যেতে হবে না দূরের ব্যাঙ্কে, ব্যাঙ্কই পৌঁছে যাবে আপনার কাছে। প্রত্যন্ত গ্রামীন এলাকায় মানুষের জন্য চালু হয়েছে বিশেষ ভ্রাম্যমান ব্যাঙ্ক পরিষেবা।
দ্যা বর্ধমান সেন্ট্রাল কো- অপারেটিভ ব্যাঙ্কের উদ্যোগে চালু হয়েছে ভ্রাম্যমান ব্যাঙ্কিং পরিষেবা। প্রত্যন্ত যেসব এলাকায় নেই কোন এটিএম অথবা ব্যাঙ্ক অনেক দূরে সেই সমস্ত এলাকায় এলাকায় নির্দিষ্ট দিনে পৌঁছে যাবে এই গাড়ি।এছাড়াও বিভিন্ন মেলায় থাকবে এই পরিষেবা। একটি গাড়ি যেন ছোট একটি ব্যাঙ্ক।যেখানে টাকা তোলা, অ্যাকাউন্ট খোলা থেকে লোন নেওয়া পাবেন সমস্ত পরিষেবাই। নিরাপত্তার জন্য ব্যাঙ্কের মত এই গাড়িতেও রয়েছে সিসিটিভি ক্যামেরা। সম্প্রতি গঙ্গাসাগর মেলাতেও বর্ধমান থেকে গিয়েছিল এই ভ্রাম্যমান ব্যাঙ্ক।
advertisement
আরও পড়ুন: সীমাহীন দারিদ্রে দিন কেটেছে, কালনার সেই তাঁতিই আজ বিশ্ববিখ্যাত, তৈরি করছেন লাখ-লাখ টাকা দামের শাড়ি
বর্তমানে মোট এই ধরনের তিনটি ভ্রাম্যমান ব্যাঙ্ক রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ডেপুটি জেনারেল ম্যানেজার অমিত রজক বলেন, গাড়িগুলি সকাল থেকে নির্দিষ্ট বিভিন্ন এলাকায় পৌঁছে যায় এবং একঘন্টা করে থাকে এক একটি এলাকায়। একটি গাড়িতেই পাওয়া যায় সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা। প্রত্যন্ত গ্রামীন এলাকার মানুষদের কথা চিন্তা করি চালু করা হয়েছে এই পরিষদের।
advertisement
advertisement
আরও পড়ুন: টাইম ম্যানেজমেন্ট থেকে ম্যাপ পয়েন্টিং, রইল মাধ্যমিকের ভূগোলে নম্বর বাড়ানোর টিপস
ব্যাঙ্কিং পরিষেবা এখন আর কেবল চার দেওয়ালে সীমাবদ্ধ নয়, ভ্রাম্যমান ব্যাঙ্কের মাধ্যমে তা পৌঁছে যাচ্ছে মাঠ-ঘাটে কিংবা মেলার ভিড়ে। তাই প্রত্যন্ত এলাকার মানুষদের রোদে পুরে বা টাকা খরচা করে আর যেতে হবে না দূরের ব্যাঙ্কে, এবার ঘরের কাছেই পৌঁছে যাবে ব্যাঙ্ক।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman,West Bengal
First Published :
Jan 29, 2026 1:49 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank on Wheels: আর ছুটতে হবে না দূরে! এবার ব্যাঙ্কই আসবে আপনার দুয়ারে, টাকা তোলা থেকে লোন—সবই মিলবে ভ্রাম্যমান ব্যাঙ্কে








