Bank Account Fraud: ব্যাঙ্কে জমা পড়েনি চেক! পুরসভার অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষ লক্ষ টাকা!

Last Updated:

Bank Account Fraud: এমনভাবে টাকা গায়েব হয়ে যেতেই ব্যাঙ্কের কাছে চিঠি করেছেন পুরসভার পৌরাধ্যক্ষ।

+
 সরকারি

 সরকারি প্রকল্পের লক্ষ লক্ষ টাকা উধাও

দক্ষিণ দিনাজপুর : এবার বালুরঘাট পুরসভার অ্যাকাউন্ট থেকে উধাও মোটা টাকা। গায়েব প্রায় ১৪ লক্ষ ৪০ হাজার টাকা। বালুরঘাট শাখার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বালুরঘাট পুরসভার তিনটি চেকে এই টাকা তোলা হয়েছে। যদিও ওই তিনটি চেক বালুরঘাট পুরসভার হাতেই রয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।ঘটনায় হইচই পড়ে গিয়েছে পুরসভায়।
সরকারি প্রকল্পের টাকা ছিল ওই অ্যাকাউন্টে। এমনভাবে টাকা গায়েব হয়ে যেতেই ব্যাঙ্কের কাছে চিঠি করেছেন পুরসভার পৌরাধ্যক্ষ। এই বিষয়ে পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র তাঁর অফিসে বসে তিনটি চেক দেখিয়ে দাবি করেন তাদের কাছে থাকা তিনটি চেক যার নম্বর ৫৩৭৭১, ৫৩৭৭২ এবং ৫৩৭৭৩ এখন ব্যাঙ্কে জমা পড়েনি। অথচ এই চেক থেকেই মোট ১৪ লক্ষ ৪০ হাজারের কিছু বেশি টাকা অন্য একটি  অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে।
advertisement
advertisement
এদিকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বালুরঘাট শাখার ম্যানেজার বিক্রান্ত কুমার জানান, “কীভাবে কি হয়েছে তা জানা নেই, পুরসভা থেকে বিষয়টি জানানো হয়। বালুঘাট পুরসভা থেকে অভিযোগ পেয়ে বিষয়টি কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, তা ইনভেস্টিগেশন করে দেখা হবে।”
advertisement
কীভাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই টাকা ওই অ্যাকাউন্টে ক্রেডিট করে দিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন জেলা শাসক, জেলা পুলিশ সুপার এবং বালুরঘাট থানায়।
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Account Fraud: ব্যাঙ্কে জমা পড়েনি চেক! পুরসভার অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষ লক্ষ টাকা!
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement