Bandhan Bank: গ্রাহক সংখ্যা আরও বাড়ল, চতুর্থ ত্রৈমাসিকে দারুণ ফল বন্ধন ব্যাঙ্কের

Last Updated:

Bandhan Bank Q4FY22 Results: অর্থনৈতিক অবস্থার উন্নতির সঙ্গে, ব্যাঙ্ক তার ব্যবসা বৃদ্ধির ধারাও অব্যাহত রাখতে পেরেছে ৷

Bandhan Bank registers strong business growth in Q4FY22
Bandhan Bank registers strong business growth in Q4FY22
কলকাতা: বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank) চলতি ২০২১-২২ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক ফলাফল সম্প্রতি ঘোষণা করেছে। অর্থনৈতিক অবস্থার উন্নতির সঙ্গে, ব্যাঙ্ক তার ব্যবসা বৃদ্ধির ধারাও অব্যাহত রাখতে পেরেছে (Bandhan Bank Q4FY22 Results)।
৩১ মার্চ , ২০২২ পর্যন্ত বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা (আমানত ও ঋণ) গত আর্থিক বছরের তুলনায় ১৮.৬ শতাংশ বেড়ে হয়েছে ১.৯৬ লক্ষ কোটি টাকা। ব্যাঙ্ক ভারতবর্ষের ৩৬টি মধ্যে ৩৪টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে থাকা ৫৬৩৯ গুলি ব্যাঙ্কিং আউটলেট ও শাখার মাধ্যমে ২.৬৩ কোটি গ্রাহককে পরিষেবা দেয় বন্ধন ব্যাঙ্ক। বন্ধন ব্যাঙ্কের মোট কর্মী সংখ্যা এখন ৬০২১১ ।
advertisement
advertisement
বন্ধন ব্যাঙ্কের আমানতের পরিমান গত আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে ২৪ শতাংশ বেড়েছে। বর্তমানে মোট আমানতের পরিমান ৯৬৩৩১ কোটি টাকা। এই সময়কালে ব্যাঙ্কের রিটেল আমানত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে , গত অর্থবর্ষের তুলনায় তা ২১% হারে বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৪৪৪১ কোটি টাকা। গত অর্থবর্ষের তুলনায় কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মোট আমানতের মধ্যে এখন কাসা অনুপাত হল ৪১.৬ শতাংশ। গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে গ্রাহকদের প্রদত্ত ঋণের তুলনায় চলতি অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে প্রদত্ত ঋণের পরিমান ১৬ শতাংশ বৃদ্ধি হয়েছে। মোট প্রদত্ত ঋণের পরিমান এখন ৯৯৩৩৮ কোটি টাকা।
advertisement
ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যা কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে, বন্ধন ব্যাঙ্কের সিএআর এখন ২০.১ শতাংশ। যা নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি।
দেশ জুড়ে থাকা সকল ক্রেতাদের কাছে পৌঁছনোর লক্ষ্যে বন্ধন ব্যাঙ্ক দেশ জুড়ে নিজের উপস্থিতি বিস্তারে এবং নিজের পণ্য পরিষেবা যেমন - এসএমই লোন, গোল্ড লোন, পার্সোনাল লোন এবং গাড়ির লোনের বিস্তারের লক্ষ্য নিয়েছে।
advertisement
ব্যাঙ্কের আর্থিক ফলাফল প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, “এই অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের প্রভূত ব্যবসায়িক বৃদ্ধি ব্যাঙ্কের স্থিতিস্থাপকতা প্রমাণ করেছে। আমাদের ব্যবসায়িক মডেলের প্রতি আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। আমি ব্যাঙ্কের গ্রাহকদের ধন্যবাদ জানাই তাঁদের সহযোগিতার জন্য, যা বন্ধন ব্যাঙ্ককে লক্ষ লক্ষ ভারতবাসীর কাছে পছন্দের ব্যাঙ্কিং পার্টনার করে তুলেছে।"
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bandhan Bank: গ্রাহক সংখ্যা আরও বাড়ল, চতুর্থ ত্রৈমাসিকে দারুণ ফল বন্ধন ব্যাঙ্কের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement