Vastu Tips: নতুন বাড়ি বাস্তু শাস্ত্র অনুযায়ী তৈরি হয়েছে তো? না হলে কিন্তু সৌভাগ্যের দ্বার খুলবে না

Last Updated:
Vastu Tips for Home: ঘরের শান্তি, সমৃদ্ধি নির্ভর করে তাঁর স্থান মাহাত্ম্যের উপর— এমনই মনে করে বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্রের নীতি অনুসারে ঠিক কেমন হওয়া উচিত একটি বাড়ি, যেখানে ইতিবাচক শুভ প্রভাব কাজ করে নিরন্তর ৷
1/7
ঘরের শান্তি, সমৃদ্ধি নির্ভর করে তাঁর স্থান মাহাত্ম্যের উপর— এমনই মনে করে বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্রের নীতি অনুসারে ঠিক কেমন হওয়া উচিত একটি বাড়ি, যেখানে ইতিবাচক শুভ প্রভাব কাজ করে নিরন্তর ৷ একটি নতুন বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনা বা ভাড়া নেওয়ার সময়ে বা বাড়ি তৈরির সময়ে কোন কোন দিক একটু খতিয়ে দেখে নেওয়া দরকার? জেনে নেওয়া যাক। খুঁটিয়ে দেখলে আচার এবং ঐতিহ্যের দিক থেকে প্রাচীন ভারতীয় বাস্তুশাস্ত্রের সঙ্গে অনেকটাই মিল রয়েছে প্রাতীচ্যের বিদ্যা ‘ফেং শুই’-এর। এই বিদ্যা দেখায় কী ভাবে একটি আবাসগৃহ নির্মাণ করার জন্য স্থাপত্যের ত্রুটিগুলি দূর করে ফেলা দরকার। আর এমনটা করতে পারলেই উৎদনশীলতা এবং দক্ষতা বৃদ্ধি পায় ৷
ঘরের শান্তি, সমৃদ্ধি নির্ভর করে তাঁর স্থান মাহাত্ম্যের উপর— এমনই মনে করে বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্রের নীতি অনুসারে ঠিক কেমন হওয়া উচিত একটি বাড়ি, যেখানে ইতিবাচক শুভ প্রভাব কাজ করে নিরন্তর ৷ একটি নতুন বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনা বা ভাড়া নেওয়ার সময়ে বা বাড়ি তৈরির সময়ে কোন কোন দিক একটু খতিয়ে দেখে নেওয়া দরকার? জেনে নেওয়া যাক। খুঁটিয়ে দেখলে আচার এবং ঐতিহ্যের দিক থেকে প্রাচীন ভারতীয় বাস্তুশাস্ত্রের সঙ্গে অনেকটাই মিল রয়েছে প্রাতীচ্যের বিদ্যা ‘ফেং শুই’-এর। এই বিদ্যা দেখায় কী ভাবে একটি আবাসগৃহ নির্মাণ করার জন্য স্থাপত্যের ত্রুটিগুলি দূর করে ফেলা দরকার। আর এমনটা করতে পারলেই উৎদনশীলতা এবং দক্ষতা বৃদ্ধি পায় ৷
advertisement
2/7
 কোনও বাড়ি কেনা বা ভাড়া নেওয়ার আগেই দেখে নেওয়া দরকার তার অবস্থান বাস্তুগত ভাবে সঠিক কি না। এ ক্ষেত্রে ভীষণ সাহায্য করতে পারে একটি কম্পাস। এখন তো স্মার্টফোনে কম্পাস থাকেই। তাই সেটি সঙ্গে রাখা দরকার।
কোনও বাড়ি কেনা বা ভাড়া নেওয়ার আগেই দেখে নেওয়া দরকার তার অবস্থান বাস্তুগত ভাবে সঠিক কি না। এ ক্ষেত্রে ভীষণ সাহায্য করতে পারে একটি কম্পাস। এখন তো স্মার্টফোনে কম্পাস থাকেই। তাই সেটি সঙ্গে রাখা দরকার।
advertisement
3/7
বাস্তু গাইড: স্থাপত্য-বাস্তু বলছে, বাড়ি একেবারে সোজা অবস্থানে থাকা উচিত। অর্থাৎ, কম্পাস অনুযায়ী উত্তর দিকটি ঠিক উত্তরে থাকলেই সব থেকে ভাল হয়। কৌণিক অবস্থানে থাকা বাড়ি বাস্তু অনুযায়ী তত ভাল নয়। তবে ১০ থেকে ২০ ডিগ্রি কৌণিক অবস্থান গ্রহণযোগ্য। মনে করা হয়, তির্যক অবস্থানে শুভ শক্তির মাত্রা কমে যায়। Representative Image
বাস্তু গাইড: স্থাপত্য-বাস্তু বলছে, বাড়ি একেবারে সোজা অবস্থানে থাকা উচিত। অর্থাৎ, কম্পাস অনুযায়ী উত্তর দিকটি ঠিক উত্তরে থাকলেই সব থেকে ভাল হয়। কৌণিক অবস্থানে থাকা বাড়ি বাস্তু অনুযায়ী তত ভাল নয়। তবে ১০ থেকে ২০ ডিগ্রি কৌণিক অবস্থান গ্রহণযোগ্য। মনে করা হয়, তির্যক অবস্থানে শুভ শক্তির মাত্রা কমে যায়। Representative Image
advertisement
4/7
বাস্তু গাইড: প্রধান প্রবেশদ্বার বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির মূল ফটকটি হল শক্তির আধার। বাস্তুশাস্ত্র মতে একটি বাড়িতে অনেক বেশি দরজা থাকা উচিত নয়। এতে ঘরের ভিতরে এনার্জি একবার ঢুকে, আবার বেরিয়ে যেতে পারে। Representative Image
বাস্তু গাইড: প্রধান প্রবেশদ্বার বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির মূল ফটকটি হল শক্তির আধার। বাস্তুশাস্ত্র মতে একটি বাড়িতে অনেক বেশি দরজা থাকা উচিত নয়। এতে ঘরের ভিতরে এনার্জি একবার ঢুকে, আবার বেরিয়ে যেতে পারে। Representative Image
advertisement
5/7
বাস্তু গাইড: জানলা তবে একাধিক জানালা-সহ বাড়ি অত্যন্ত ভাল। এতে ঘরের ভিতরে সূর্যালোক এবং বাতাস প্রবেশ করতে পারে। তাতে গৃহস্থের শরীর এবং মন –দুইই তরতাজা থাকে। বৈজ্ঞানিক ভাবেও ঘরে আলো হাওয়া প্রবেশ করা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়। Representative Image
বাস্তু গাইড: জানলা তবে একাধিক জানালা-সহ বাড়ি অত্যন্ত ভাল। এতে ঘরের ভিতরে সূর্যালোক এবং বাতাস প্রবেশ করতে পারে। তাতে গৃহস্থের শরীর এবং মন –দুইই তরতাজা থাকে। বৈজ্ঞানিক ভাবেও ঘরে আলো হাওয়া প্রবেশ করা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়। Representative Image
advertisement
6/7
 বাস্তু গাইড: শোওয়ার ঘর সিঁড়ির নীচে, শৌচাগারের নীচে বা একটি বিমের নীচে শোওয়ার ঘর হওয়া উচিত নয়। ঘুমোনোর সময় দক্ষিণ বা পশ্চিম দিকে মাথা রেখে ঘুমোনো উচিত।
বাস্তু গাইড: শোওয়ার ঘর সিঁড়ির নীচে, শৌচাগারের নীচে বা একটি বিমের নীচে শোওয়ার ঘর হওয়া উচিত নয়। ঘুমোনোর সময় দক্ষিণ বা পশ্চিম দিকে মাথা রেখে ঘুমোনো উচিত।
advertisement
7/7
বাস্তু গাইড: আয়না মুখোমুখি দু’টি আয়না রাখা ঠিক নয়। বাস্তু অনুযায়ী আয়না একটি অসীম শূন্যতা তৈরি করতে পারে। সঠিক জায়গায় রাখা না হলে তা ঋণাত্মক প্রভাব তৈরি করে। ফলে মুখোমুখি আয়না কোথাও থাকলে একটিকে ঢেকে রাখা দরকার। শোবার ঘরে আয়না না রাখাই ভাল। থাকলে তা ঢেকে রাখা দরকার।
বাস্তু গাইড: আয়না মুখোমুখি দু’টি আয়না রাখা ঠিক নয়। বাস্তু অনুযায়ী আয়না একটি অসীম শূন্যতা তৈরি করতে পারে। সঠিক জায়গায় রাখা না হলে তা ঋণাত্মক প্রভাব তৈরি করে। ফলে মুখোমুখি আয়না কোথাও থাকলে একটিকে ঢেকে রাখা দরকার। শোবার ঘরে আয়না না রাখাই ভাল। থাকলে তা ঢেকে রাখা দরকার।
advertisement
advertisement
advertisement