১৮০কিমি/ ঘণ্টা স্পিড...! হাওড়া থেকে ছুটবে বন্দে ভারত স্লিপার! কোন কোন স্টেশন হয়ে পৌঁছবে ডেস্টিনেশন? রুট থেকে ভাড়া, জানুন একগুচ্ছ 'স্পেশালিটি'!
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Vande Bharat Sleeper: রেলযাত্রীদের জন্য বড় সুখবর। ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে বছরের শুরুর দিন, পয়লা জানুয়ারি জানিয়েছেন যে, ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি আর কোথাও নয় ছুটবে অসমের কামাখ্যা এবং পশ্চিমবঙ্গের হাওড়ার মধ্যে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
যাত্রীকেন্দ্রিক বৈশিষ্ট্য : আর্গোনমিকভাবে ডিজাইন করা কুশনযুক্ত বার্থ, উন্নত ভ্রমণ আরামের জন্য আধুনিক সাসপেনশন, শব্দ কমানোর ব্যবস্থা, ভেস্টিবিউল-সহ স্বয়ংক্রিয় দরজা রয়েছে। শারীরিক ভাবে প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষব্যবস্থা, আধুনিক শৌচাগার এবং উন্নত জীবাণুনাশক প্রযুক্তি স্বাস্থ্যবিধি, অ্যাক্সেসযোগ্যতা ও ভ্রমণের স্বাচ্ছন্দ্যকে আরও শক্তিশালী করে।
advertisement
সুরক্ষাই নতুন প্রজন্মের এই ট্রেনটির একটি প্রধান বৈশিষ্ট্য। বন্দে ভারত স্লিপার ট্রেনটি কবচ সুরক্ষা ব্যবস্থা, জরুরি যাত্রী টক-ব্যাক ইউনিট এবংউন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ একটি অত্যাধুনিক ড্রাইভার ক্যাব দ্বারা সু-সজ্জিত। এর অ্যারোডাইনামিক বহির্ভাগ এবং পরিশীলিত অভ্যন্তরীণ অংশদেশীয় রেল প্রকৌশল এবং নকশার সর্বশেষ সাফল্যকে প্রতিফলিত করে।ন্ত্রী বলেন, যাত্রীদের একটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ও স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা দিতে ট্রেনগুলিতে খাঁটি অসমীয়া ও বাঙালি খাবার পরিবেশন করা হবে।
advertisement
বন্দে ভারত স্লিপার ট্রেনের রুট ও ডেস্টিনেশন : এই পরিষেবা চালু হওয়ার ফলে আসাম ও পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। প্রধান সুবিধা লাভ করা জেলাগুলোর মধ্যে রয়েছে অসমের কামরূপ মেট্রোপলিটন ও বঙাইগাঁও এবং পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া, যা আঞ্চলিক গতিশীলতা, বাণিজ্য, পর্যটন এবংআর্থ-সামাজিক উন্নয়নকে সমর্থন করে।
advertisement





