১৮০কিমি/ ঘণ্টা স্পিড...! হাওড়া থেকে ছুটবে বন্দে ভারত স্লিপার! কোন কোন স্টেশন হয়ে পৌঁছবে ডেস্টিনেশন? রুট থেকে ভাড়া, জানুন একগুচ্ছ 'স্পেশালিটি'!

Last Updated:
Vande Bharat Sleeper: রেলযাত্রীদের জন্য বড় সুখবর। ভারতীয় রেলমন্ত্রী  অশ্বিনী বৈষ্ণব রেল ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে বছরের শুরুর দিন, পয়লা জানুয়ারি  জানিয়েছেন যে, ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি আর কোথাও নয় ছুটবে অসমের কামাখ্যা এবং পশ্চিমবঙ্গের হাওড়ার মধ্যে।
1/13
রেলযাত্রীদের জন্য বড় সুখবর। ভারতীয় রেলমন্ত্রী  অশ্বিনী বৈষ্ণব রেল ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে বছরের শুরুর দিন, পয়লা জানুয়ারি  জানিয়েছেন যে, ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি আর কোথাও নয় ছুটবে অসমের কামাখ্যা এবং পশ্চিমবঙ্গের হাওড়ার মধ্যে।
রেলযাত্রীদের জন্য বড় সুখবর। ভারতীয় রেলমন্ত্রী  অশ্বিনী বৈষ্ণব রেল ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে বছরের শুরুর দিন, পয়লা জানুয়ারি  জানিয়েছেন যে, ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি আর কোথাও নয় ছুটবে অসমের কামাখ্যা এবং পশ্চিমবঙ্গের হাওড়ার মধ্যে।
advertisement
2/13
রেলমন্ত্রী জানান, যে ট্রেনটির সমস্ত পরীক্ষা - নিরীক্ষা ও সার্টিফিকেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানুয়ারিতে এর উদ্বোধনী পরিষেবার সূচনা করবেন।
রেলমন্ত্রী জানান, যে ট্রেনটির সমস্ত পরীক্ষা - নিরীক্ষা ও সার্টিফিকেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানুয়ারিতে এর উদ্বোধনী পরিষেবার সূচনা করবেন।
advertisement
3/13
বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন ভারতীয় রেলের জন্য একটিঐতিহাসিক মাইলফলক, যা আধুনিক, সেমি-হাই-স্পিড রাত্রিকালীন যাত্রীপরিষেবার এক নতুন যুগের সূচনা করেছে এই স্লিপার ট্রেন।
বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন ভারতীয় রেলের জন্য একটিঐতিহাসিক মাইলফলক, যা আধুনিক, সেমি-হাই-স্পিড রাত্রিকালীন যাত্রীপরিষেবার এক নতুন যুগের সূচনা করেছে এই স্লিপার ট্রেন।
advertisement
4/13
বন্দে ভারত স্লিপারের স্পিড:ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্তসর্বোচ্চ গতিবেগে চলার সক্ষমতা নিয়ে ডিজাইন করা এই ট্রেনটি বিশ্বমানের স্লিপার সুবিধার সঙ্গে দক্ষভাবে চলছে দেশ জুড়ে। দীর্ঘ দূরত্বের রাতেরযাত্রার জন্য অন্যতম আরামদায়ক, সুরক্ষিত ট্রেন হিসেবে এই ট্রেনটিকে জনপ্রিয় করে তুলেছে এইসব ফিচার।
বন্দে ভারত স্লিপারের স্পিড:ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্তসর্বোচ্চ গতিবেগে চলার সক্ষমতা নিয়ে ডিজাইন করা এই ট্রেনটি বিশ্বমানের স্লিপার সুবিধার সঙ্গে দক্ষভাবে চলছে দেশ জুড়ে। দীর্ঘ দূরত্বের রাতেরযাত্রার জন্য অন্যতম আরামদায়ক, সুরক্ষিত ট্রেন হিসেবে এই ট্রেনটিকে জনপ্রিয় করে তুলেছে এইসব ফিচার।
advertisement
5/13
​ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে কেন্দ্রীয় রেলমন্ত্রী জানান যে ২০২৬ সালটি ভারতীয় রেলের জন্য বড় ধরনের সংস্কারের বছর হতে চলেছে । বহু যাত্রী উপকৃত হবেন এই পরিষেবায়।
​ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে কেন্দ্রীয় রেলমন্ত্রী জানান যে ২০২৬ সালটি ভারতীয় রেলের জন্য বড় ধরনের সংস্কারের বছর হতে চলেছে । বহু যাত্রী উপকৃত হবেন এই পরিষেবায়।
advertisement
6/13
বন্দে ভারত ট্রেনের ফিচার:বন্দে ভারত ট্রেনটির আরামদায়ক অভ্যন্তরীণ ডিজাইন, উন্নত সুরক্ষা বৈশিষ্ট্য এবং অঞ্চলভিত্তিক অন-বোর্ড-ক্যাটারিংয়ের সুবিধার কথা স্মরণ করিয়ে রেলমবন্দেভারত স্লিপার ট্রেন নিয়ে আশাবাদী রেল।
বন্দে ভারত ট্রেনের ফিচার:বন্দে ভারত ট্রেনটির আরামদায়ক অভ্যন্তরীণ ডিজাইন, উন্নত সুরক্ষা বৈশিষ্ট্য এবং অঞ্চলভিত্তিক অন-বোর্ড-ক্যাটারিংয়ের সুবিধার কথা স্মরণ করিয়ে রেলমবন্দেভারত স্লিপার ট্রেন নিয়ে আশাবাদী রেল।
advertisement
7/13
বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া কত হবে?রেলমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া একই রুটের বিমান ভাড়ার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হবে এবং এতে খাবারও অন্তর্ভুক্ত থাকবে, যা এটিকে রাতের ভ্রমণের জন্য একটি সাশ্রয়ী ও সুবিধাজনক বিকল্প হিসেবে গড়ে তুলবে।
বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া কত হবে?রেলমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া একই রুটের বিমান ভাড়ার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হবে এবং এতে খাবারও অন্তর্ভুক্ত থাকবে, যা এটিকে রাতের ভ্রমণের জন্য একটি সাশ্রয়ী ও সুবিধাজনক বিকল্প হিসেবে গড়ে তুলবে।
advertisement
8/13
সূত্র অনুসারে, গুয়াহাটি থেকে কলকাতা থার্ড এসি ট্রেনের ভাড়া হবে ₹২,৩০০, যেখানে সেকেন্ড এসি ভাড়া হবে ₹৩,০০০। প্রথম এসি ভাড়া হবে ₹৩,৬০০।
সূত্র অনুসারে, গুয়াহাটি থেকে কলকাতা থার্ড এসি ট্রেনের ভাড়া হবে ₹২,৩০০, যেখানে সেকেন্ড এসি ভাড়া হবে ₹৩,০০০। প্রথম এসি ভাড়া হবে ₹৩,৬০০।
advertisement
9/13
বন্দে ভারত স্লিপার ট্রেনের কোচ সংখ্যা:​১৬টি কোচের এই রেকটিতে মোট ৮২৩ জন যাত্রী বহনক্ষমতা রয়েছে, যার মধ্যে ১১টি এসি থ্রি-টিয়ার কোচ, ৪টি এসি টু-টিয়ার কোচ এবং ১টিফার্স্ট এসি কোচ রয়েছে।
বন্দে ভারত স্লিপার ট্রেনের কোচ সংখ্যা:​১৬টি কোচের এই রেকটিতে মোট ৮২৩ জন যাত্রী বহনক্ষমতা রয়েছে, যার মধ্যে ১১টি এসি থ্রি-টিয়ার কোচ, ৪টি এসি টু-টিয়ার কোচ এবং ১টিফার্স্ট এসি কোচ রয়েছে।
advertisement
10/13
যাত্রীকেন্দ্রিক বৈশিষ্ট্য :  আর্গোনমিকভাবে ডিজাইন করা কুশনযুক্ত বার্থ, উন্নত ভ্রমণ আরামের জন্য আধুনিক সাসপেনশন, শব্দ কমানোর ব্যবস্থা, ভেস্টিবিউল-সহ স্বয়ংক্রিয় দরজা রয়েছে। শারীরিক ভাবে প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষব্যবস্থা, আধুনিক শৌচাগার এবং উন্নত জীবাণুনাশক প্রযুক্তি স্বাস্থ্যবিধি, অ্যাক্সেসযোগ্যতা ও ভ্রমণের স্বাচ্ছন্দ্যকে আরও শক্তিশালী করে।
যাত্রীকেন্দ্রিক বৈশিষ্ট্য :  আর্গোনমিকভাবে ডিজাইন করা কুশনযুক্ত বার্থ, উন্নত ভ্রমণ আরামের জন্য আধুনিক সাসপেনশন, শব্দ কমানোর ব্যবস্থা, ভেস্টিবিউল-সহ স্বয়ংক্রিয় দরজা রয়েছে। শারীরিক ভাবে প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষব্যবস্থা, আধুনিক শৌচাগার এবং উন্নত জীবাণুনাশক প্রযুক্তি স্বাস্থ্যবিধি, অ্যাক্সেসযোগ্যতা ও ভ্রমণের স্বাচ্ছন্দ্যকে আরও শক্তিশালী করে।
advertisement
11/13
সুরক্ষাই নতুন প্রজন্মের এই ট্রেনটির একটি প্রধান বৈশিষ্ট্য। বন্দে ভারত স্লিপার ট্রেনটি কবচ সুরক্ষা ব্যবস্থা, জরুরি যাত্রী টক-ব্যাক ইউনিট এবংউন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ একটি অত্যাধুনিক ড্রাইভার ক্যাব দ্বারা সু-সজ্জিত। এর অ্যারোডাইনামিক বহির্ভাগ এবং পরিশীলিত অভ্যন্তরীণ অংশদেশীয় রেল প্রকৌশল এবং নকশার সর্বশেষ সাফল্যকে প্রতিফলিত করে।ন্ত্রী বলেন, যাত্রীদের একটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ও স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা দিতে ট্রেনগুলিতে খাঁটি অসমীয়া ও বাঙালি খাবার পরিবেশন করা হবে।
সুরক্ষাই নতুন প্রজন্মের এই ট্রেনটির একটি প্রধান বৈশিষ্ট্য। বন্দে ভারত স্লিপার ট্রেনটি কবচ সুরক্ষা ব্যবস্থা, জরুরি যাত্রী টক-ব্যাক ইউনিট এবংউন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ একটি অত্যাধুনিক ড্রাইভার ক্যাব দ্বারা সু-সজ্জিত। এর অ্যারোডাইনামিক বহির্ভাগ এবং পরিশীলিত অভ্যন্তরীণ অংশদেশীয় রেল প্রকৌশল এবং নকশার সর্বশেষ সাফল্যকে প্রতিফলিত করে।ন্ত্রী বলেন, যাত্রীদের একটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ও স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা দিতে ট্রেনগুলিতে খাঁটি অসমীয়া ও বাঙালি খাবার পরিবেশন করা হবে।
advertisement
12/13
বন্দে ভারত স্লিপার ট্রেনের রুট ও ডেস্টিনেশন :  এই পরিষেবা চালু হওয়ার ফলে আসাম ও পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। প্রধান সুবিধা লাভ করা জেলাগুলোর মধ্যে রয়েছে অসমের কামরূপ মেট্রোপলিটন ও বঙাইগাঁও এবং পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া, যা আঞ্চলিক গতিশীলতা, বাণিজ্য, পর্যটন এবংআর্থ-সামাজিক উন্নয়নকে সমর্থন করে।
বন্দে ভারত স্লিপার ট্রেনের রুট ও ডেস্টিনেশন :  এই পরিষেবা চালু হওয়ার ফলে আসাম ও পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। প্রধান সুবিধা লাভ করা জেলাগুলোর মধ্যে রয়েছে অসমের কামরূপ মেট্রোপলিটন ও বঙাইগাঁও এবং পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া, যা আঞ্চলিক গতিশীলতা, বাণিজ্য, পর্যটন এবংআর্থ-সামাজিক উন্নয়নকে সমর্থন করে।
advertisement
13/13
​ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা ভারতীয় রেলের এক উল্লেখযোগ্য পদক্ষেপ। যাত্রী-কেন্দ্রিক পরিষেবা এবং দেশের জন্য একটি আধুনিক, ভবিষ্যতের জন্য প্রস্তুত রেল নেটওয়ার্কের স্বপ্ন পূরণের প্রতি অবিচল অঙ্গীকারকে পুনঃনিশ্চিত করে এই বন্দে ভারত স্লিপার ট্রেন।
​ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা ভারতীয় রেলের এক উল্লেখযোগ্য পদক্ষেপ। যাত্রী-কেন্দ্রিক পরিষেবা এবং দেশের জন্য একটি আধুনিক, ভবিষ্যতের জন্য প্রস্তুত রেল নেটওয়ার্কের স্বপ্ন পূরণের প্রতি অবিচল অঙ্গীকারকে পুনঃনিশ্চিত করে এই বন্দে ভারত স্লিপার ট্রেন।
advertisement
advertisement
advertisement