Bandhan Bank-র আমানত বাড়ল ৩২ শতাংশ, মোট আমানতের পরিমাণ ৫৭ হাজার কোটি টাকারও বেশি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ব্যাঙ্কের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭,০৭৩ কোটি টাকা।
#কলকাতা: সেবি (SEBI)-র নিয়ম মেনেই বন্ধন ব্যাঙ্কের তরফে জানানো হল স্টক এক্সচেঞ্জে তাদের আমানত, মোট প্রদেয় ঋণ ও অন্যান্য আর্থিক খুঁটিনাটি বিস্তারিত বিবরণ। ওই নোটিসে বলা হয়েছে যে সদ্য সমাপ্ত গত আর্থিক বছরে বন্ধন ব্যাঙ্কের আমানত বেড়েছে ৩২ শতাংশ। ব্যাঙ্কের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭,০৭৩ কোটি টাকা।
সোমবার, বন্ধন ব্যাঙ্কের তরফে স্টক এক্সচেঞ্জে জানানো হয়েছে, তাদের মোট আমানতের ৭৮.৪ শতাংশই হল রিটেল ডিপোজিট। গত আর্থিক বছরে যা ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ৩১ মার্চ ২০২০-তে যার পরিমাণ ছিল ৪৪,৭৬০ কোটি টাকা। গত আর্থিক বছরের শেষে বন্ধন ব্যাঙ্কের মোট আমানতের পরিমাণ ছিল ৪২ হাজার ২৩২ কোটি টাকা।
This Baisakhi celebrate with your loved ones responsibly. Stay indoors. Stay safe. #BandhanBank pic.twitter.com/Dpm2ApXdDz
— Bandhan Bank (@bandhanbank_in) April 13, 2020
advertisement
advertisement
৩১ মার্চ ২০২০ পর্যন্ত ব্যাঙ্কের কাছে লিকুইডিটির পরিমাণ ৮৪০২ কোটি টাকা এবং প্রয়োজনে রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে আরও ১৮১৫ কোটি টাকা অতিরিক্ত নিতে পারবে বন্ধন ব্যাঙ্ক। চলতি লকডাউনের কারণে মাইক্রোব্যাঙ্কিং ব্যবসাতেও তেমন আঁচ পড়েনি। ব্যাঙ্কের মাইক্রোব্যাঙ্কিং আমানত স্থিতিশীল এবং মজবুত।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 13, 2020 5:09 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bandhan Bank-র আমানত বাড়ল ৩২ শতাংশ, মোট আমানতের পরিমাণ ৫৭ হাজার কোটি টাকারও বেশি