কোথাও ৩ বার, কোথাও ৫ বার! এটিএম থেকে টাকা তুললেই দিতে হবে এত এত চার্জ... লেনদেন সংক্রান্ত নিয়ম জানেন তো?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
মেট্রো শহরে ৩টি এবং মেট্রোপলিটন নয় এমন শহরে ৫টি লেনদেনের পর ব্যাঙ্কগুলি চার্জ করে। প্রতি লেনদেনের জন্য সর্বোচ্চ ফি ২৩ টাকা।
যতদিন যাচ্ছে এটিএম ব্যাঙ্কিং পরিষেবাগুলিকে অনেক সহজ করে তুলেছে। ফলে ব্যাঙ্কের যাতায়াত কমে গিয়েছে অনেক। তবে এই পরিষেবাগুলির জন্য কিছু নিয়ম এবং চার্জ রয়েছে। অনেকেই এই বিষয়ে অবগত নন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) এটিএম লেনদেন সম্পর্কিত কিছু নতুন নিয়ম এবং চার্জ বাতিল করেছে।
advertisement
advertisement
আরবিআই-এর নতুন নিয়ম অনুসারে, এটিএম থেকে কোনও চার্জ ছাড়াই বিনামূল্যে টাকা তোলার কিছু সীমা রয়েছে। গ্রাহকরা প্রতি মাসে মাত্র তিনটি বিনামূল্যে লেনদেনের অনুমতি পাবেন। এর মধ্যে টাকা তোলা থেকে শুরু করে ব্যালেন্স চেক করা পর্যন্ত সবকিছুই কিন্তু অন্তর্ভুক্ত। তবে শহরতলির ব্যাঙ্কগুলিতে প্রতি মাসে ৫টি বিনামূল্যে লেনদেনের সুযোগ দেওয়া হয়। যদি এই সীমা অতিক্রম করা হয়, তাহলে ব্যাঙ্ক এর জন্য একটি ফি নেবে।
advertisement
ফি কত- মেট্রো শহরে ৩টি এবং মেট্রোপলিটন নয় এমন শহরে ৫টি লেনদেনের পর ব্যাঙ্কগুলি চার্জ করে। প্রতি লেনদেনের জন্য সর্বোচ্চ ফি ২৩ টাকা। এতে জিএসটি অন্তর্ভুক্ত। এটি আর্থিক লেনদেনের জন্য ধার্য পরিমাণ। কিছু ব্যাংক ব্যালেন্স অনুসন্ধানের মতো অ-আর্থিক লেনদেনের জন্য ১১ টাকা পর্যন্ত চার্জ করে।
advertisement
অন্য নিয়ম: সরকার আর্থিক লেনদেনের জন্য কিছু নতুন নিয়ম এনেছে। ব্যাঙ্কগুলি একটি অর্থবর্ষে ২০ লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা বা তোলার বিবরণ সংগ্রহ করবে, হয় একবারে অথবা কিস্তিতে। এই লেনদেনের জন্য প্যান এবং আধার কার্ড বাধ্যতামূলক হবে। ব্ল্যাকমানি লেনদেন বন্ধ করার জন্য এই নিয়মগুলি আনা হয়েছে। এই চার্জ এড়াতে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের এটিএম ব্যবহার করা উচিত। এটি আপনাকে বিনামূল্যে লেনদেন করতে সাহায্য করবে। আপনি ছোটখাটো কাজের জন্য এটিএমে যাওয়া বন্ধ করে নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করতে পারেন। এছাড়াও, আপনি প্রতি মাসে কতবার এটিএম ব্যবহার করেন তার হিসাব রাখুন। এটি আপনাকে চার্জ এড়াতে এবং সীমা অতিক্রম না করতে সাহায্য করবে।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 10:54 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কোথাও ৩ বার, কোথাও ৫ বার! এটিএম থেকে টাকা তুললেই দিতে হবে এত এত চার্জ... লেনদেন সংক্রান্ত নিয়ম জানেন তো?