West Bengal Weather Update: সাগরে ফের নিম্নচাপ অঞ্চল ! রাজ্যে চলবে ঝড়-বৃষ্টি, কোন কোন জেলায় বেশি বৃষ্টি? জেনে নিন

Last Updated:
আজ, সোমবার দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৷
1/6
মৌসুমী অক্ষরেখা বাংলার উপর দিয়ে বিস্তৃত। দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা। আজ, সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে। মঙ্গল ও বুধবার বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা। দক্ষিণবঙ্গে আজ, সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উপকূল ও পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
মৌসুমী অক্ষরেখা বাংলার উপর দিয়ে বিস্তৃত। দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা। আজ, সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে। মঙ্গল ও বুধবার বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা। দক্ষিণবঙ্গে আজ, সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উপকূল ও পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/6
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে আরও কমবে বৃষ্টির পরিমাণ। বাতাসে জলীয় বাষ্প বেশি তাই বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে আরও কমবে বৃষ্টির পরিমাণ। বাতাসে জলীয় বাষ্প বেশি তাই বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
advertisement
3/6
ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলের উপরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল, তা উত্তর-পূর্ব মধ্যপ্রদেশে সরে গিয়েছে। শক্তিও হারিয়েছে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর বলছে, সাগরের উপরে নতুন করে তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ অঞ্চল। আজ, সোমবার দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এর মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি।
ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলের উপরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল, তা উত্তর-পূর্ব মধ্যপ্রদেশে সরে গিয়েছে। শক্তিও হারিয়েছে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর বলছে, সাগরের উপরে নতুন করে তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ অঞ্চল। আজ, সোমবার দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এর মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি।
advertisement
4/6
উত্তরবঙ্গে আজ, সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির বিরতি থাকবে। শুক্রবার থেকে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গে আজ, সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির বিরতি থাকবে। শুক্রবার থেকে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
advertisement
5/6
কলকাতায় আজ, সোমবার আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। ফের উইকেন্ডে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
কলকাতায় আজ, সোমবার আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। ফের উইকেন্ডে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
advertisement
6/6
কলকাতায় আজ, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এবং আপেক্ষিক আর্দ্রতা ৮৮ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ১.৯ মিলিমিটার।
কলকাতায় আজ, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এবং আপেক্ষিক আর্দ্রতা ৮৮ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ১.৯ মিলিমিটার।
advertisement
advertisement
advertisement