উৎসবের মরশুমে বাড়িতেই সালোঁ, ঘর পরিষ্কার ও অন্যান্য পরিষেবার চাহিদা তুমুল !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
আর্বান কোম্পানি (আর্বানক্ল্যাপ)-র রিপোর্ট বলছে সামগ্রিক সালোঁ পরিষেবা পুজোর সময় ১২৮ শতাংশ বেড়ে গিয়েছিল।
#কলকাতা: দুর্গাপুজো শেষ হয়েছে ক’দিন আগেই ৷ অতিমারীর জন্য পুজোর জৌলুস এবার কিছুটা কম থাকলেও অন্তত পুজো সব জায়গাতেই আয়োজন করা সম্ভব হয়েছে ৷ করোনাকালে নানারকম বিধিনিষেধের কারণে কলকাতায় সালোঁ ও পুরুষদের গ্রুমিং অ্যান্ড ক্লিনিং পরিষেবার বুকিং লাফিয়ে বেড়েছে।
আর্বান কোম্পানি (আর্বানক্ল্যাপ)-র রিপোর্ট বলছে সামগ্রিক সালোঁ পরিষেবা পুজোর সময় ১২৮ শতাংশ বেড়ে গিয়েছিল। উৎসবের মরশুমে মানুষ ঘরদোর ঝকঝকে করে ফেলতে চাইছেন বলে পুজোর সপ্তাহে ঘর পরিষ্কার পরিষেবা ২৯% বেড়েছে। গত বছরের তুলনায় পুজোর সময় এই পরিষেবার সামগ্রিক চাহিদাও ৩০% বেড়ে গিয়েছে।
অন্য একটি জনপ্রিয় পরিষেবা হিসাবে উঠে এসেছে ফেশিয়াল। পুজোর আগের সপ্তাহের চেয়ে পুজোর সময় ফেশিয়াল সংক্রান্ত ডেলিভারি ১৫০% এরও বেশি বেড়ে গিয়েছিল। রোল-অন ওয়্যাক্সিংও জনপ্রিয় হয়েছে এবং চাহিদা বেড়েছে। পুরুষদের গ্রুমিং ও চুল কাটার পরিষেবাতেও বৃদ্ধি এসেছে। আগের সপ্তাহের চেয়ে ডেলিভারি বেড়েছে ২৯ শতাংশ।
advertisement
advertisement

আর্বান কোম্পানির মার্কেটিং ডিরেক্টর প্রতীক মুখোপাধ্যায় বলেন, “দুর্গাপুজোর সময় ক্রেতারা উৎসবের জন্য ফিটফাট থাকতে চান। বিশেষ করে এ বছর, যেহেতু খুব একটা জাঁকজমক আয়োজন সম্ভব হয়নি। গতবারের পুজোর তুলনায় কলকাতায় আমাদের পরিষেবার সামগ্রিক চাহিদায় এবার ৩০ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করেছি। আমাদের ধারণা বাড়িতে পাওয়া পরিষেবার চাহিদা বেশি থাকার এই প্রবণতা পুরো উৎসবের মরশুমেই বজায় থাকবে।”
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2020 10:39 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
উৎসবের মরশুমে বাড়িতেই সালোঁ, ঘর পরিষ্কার ও অন্যান্য পরিষেবার চাহিদা তুমুল !