বেড়েই চলেছে সুদের হার! ঋণের আবেদন করার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
ব্যাঙ্কগুলি ইতিমধ্যেই গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত সুদ নিতে শুরু করেছে। বেড়েছে প্রদত্ত ইএমআই-এর পরিমাণ।
কলকাতা: ক্রমাগত বেড়েই চলেছে ঋণের উপর সুদের হার। দশকের সবচেয়ে উচ্চ মুদ্রাস্ফীতির সম্মুখীন গোটা বিশ্ব। মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে আনতে প্রধান কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সুদের হার বৃদ্ধি করছে। ভারতও এর ব্যতিক্রম নয়।
২০২২ সালের টানা পাঁচ বার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়িয়েছে। এর আগে ২০২২ সালের মে মাসে ৪০ বেসিস পয়েন্ট এবং জুন, অগাস্ট ও সেপ্টেম্বরে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছিল। ডিসেম্বরে তার ৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬.২৫ শতাংশ করা হয়।
advertisement
advertisement
স্বাভাবিক ভাবেই এর প্রভাব পড়বে আমজনতার ঘরেও। ব্যাঙ্কগুলি ইতিমধ্যেই গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত সুদ নিতে শুরু করেছে। বেড়েছে প্রদত্ত ইএমআই-এর পরিমাণ।
এমন পরিস্থিতিতে ঋণের জন্য আবেদন করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার। নিজের আর্থিক অবস্থা এবং ঋণ পরিশোধ করার ক্ষমতার উপর ভিত্তি করে ইএমআই নির্ধারণ করতে হবে। দেখে নিতে হবে—
advertisement
ঋণের মেয়াদ:
এভাবে সুদের হার বাড়তে থাকলে সাধারণত ঋণদাতারা ঋণ পরিশোধের মেয়াদ বা ইএমআই বাড়িয়ে দেয়। কোনও ক্ষেত্রে দু’টি এক সঙ্গেও হতে পারে। ফলে ইএমআই-এর পরিমাণ বিবেচনা করার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ঋণ পরিশোধের মেয়াদ।
advertisement
প্রস্তাবিত সুদের হার:
সব ঋণদাতা সংস্থাই যে একই হারে সুদ নেবে তা, নিশ্চিত নয়। ফলে ঋণের জন্য যে কোনও সংস্থায় আবেদন করে ফেলার আগে অন্য সংস্থাগুলি কী ভাবে বা কতখানি সুদ নিতে পারে তা জেনে নেওয়া দরকার।
ঋণের পরিমাণ:
অর্থের প্রয়োজন কোনও দিনই ফুরোয় না। তাই একটু বেশি টাকা হাতে পেতে কার না ভাল লাগে! ঋণদাতারাও বছর শেষের আগে বড় ঋণ-সহ একাধিক স্কিম অফার করে। কিন্তু ঘটনা হল, যে পরিমাণ ঋণ কোনও ব্যক্তি নিতে চান, তার সঙ্গে তা সুদ যুক্ত করেই তাঁকে পরিশোধ করে যেতে হবে। তাই পরিশোধের পরিমাণে সম্পর্কে সচেতন থাকতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2023 4:44 PM IST