১৫ লক্ষ টাকা রাখবেন কোথায়, পিপিএফ, এনএসসি, কেভিপি, পোস্ট অফিস না কি SBI? জেনে নিন বিস্তারিত!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
এসবিআই-এর ‘সর্বোত্তম’ মেয়াদি আমানত প্রকল্পে ২ বছরের জন্য প্রবীণ নাগরিকরা ৭.৯ শতাংশ হারে সুদ পেতে পারেন।
সব থেকে বেশি হারে সুদ পাওয়া প্রায় সৌভাগ্যের বিষয়। বিশেষত যে ভাবে মূল্যবৃদ্ধি মাথা চাড়া দিয়েছে তাতে একটা আতঙ্ক তো কাজ করছেই। এরই মধ্যে সুখবর দিচ্ছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। পিপিএফ, এনএসসি এবং অন্য বিভিন্ন পোস্ট অফিস ডিপোজিট স্কিমের চেয়ে বেশি সুদের হার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে তারা। জানা গিয়েছে এসবিআই-এর ‘সর্বোত্তম’ মেয়াদি আমানত প্রকল্পে ২ বছরের জন্য প্রবীণ নাগরিকরা ৭.৯ শতাংশ হারে সুদ পেতে পারেন। সাধারণ মানুষ দু’বছরের আমানতে পেতে পারেন ৭.৪ শতাংশ সুদ। একই প্রকল্পে এক বছরের জন্য টাকা রাখলে প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৬ শতাংশ এবং সাধারণ মানুষ ৭.১ শতাংশ সুদ।
advertisement
কোনও প্রবীণ নাগরিক যদি এই তহবিলে ১৫ লক্ষ টাকা বা তার বেশি জমা করেন ২ বছরের জন্য তাহলে তিনি বার্ষিক ৮.১৪ শতাংশ সুদ পাবেন। এক বছরের জন্য করলে পাবেন ৭.৬ শতাংশ। ২ কোটি থেকে ৫ কোটি টাকার বাল্ক ডিপোজিটে এসবিআই প্রবীণ নাগরিকদের দিচ্ছে ১ বছরের জন্য ৭.৫৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ২ বছরের জন্য ৭.৪ শতাংশ সুদ।
advertisement
এসবিআই-এর নিজস্ব ওয়েবসাইটের তথ্য বলছে ‘সর্বোত্তম’ প্রকল্পের অধীন ডোমেস্টিক রিটেল টার্ম ডিপোজিটে এই সুদের হার কার্যকর হয়েছে ১৭ ফেব্রুয়ারি ২০২৩ থেকে। এসবিআই সম্প্রতি নিয়মিত মেয়াদি আমানতের উপর সুদের হারও সংশোধন করেছে। এর ফলে প্রবীণ নাগরিকদের জন্য ২ থেকে ৩ বছরের কম এবং ৫ থেকে ১০ বছরের আমানতে ৭.৫ শতাংশ সুদ পাওয়া যাবে। ‘অমৃত কলস’ প্রকল্পের অধীনে এসবিআই প্রবীণ নাগরিকদের ৪০০ দিনের মেয়াদে ৭.৬ শতাংশ এবং অন্যদের ৭.১ শতাংশ সুদ দিচ্ছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement