কেন্দ্রীয় বাজেট নিয়ে উৎসাহের অন্ত ছিল না। ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই সংসদে লাল শাড়ি পরে বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর মাস শেষ হতে না হতেই সেই বাজেটের প্রভাব সরাসরি পড়তে চলেছে আমজনতার জীবনে। ১ মার্চ থেকেই নতুন নিয়ম লাগু হতে চলেছে। এই মাস থেকেই অর্থনৈতিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে। দেখে নেওয়া যাক এক নজরে—
এলপিজি ও সিএনজি-র চড়া দাম:
বাড়ল ঘরোয়া রান্নার গ্যাসের দাম। ১৪.২ কেজি সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে দাম বৃদ্ধি হল। গত মাসে ঘরোয়া রান্নার গ্যাসের দাম ছিল ১০৭৯ টাকা। আজ ১ মার্চ থেকে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম হল ১১২৯ টাকা। অর্থাৎ সিলিন্ডার প্রতি দাম বাড়ল ৫০ টাকা। বাণিজ্যিক গ্যাসের দামও বাড়ল। সিলিন্ডার প্রতি ৩৫২ টাকা করে বেড়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি দাম হল ২২২১ টাকা ৫০ পয়সা। গত মাসে যে সিলিন্ডারের দাম ছিল ১৮৬৯ টাকা ৫০ পয়সা। আজ থেকেই কার্যকর হল নয়া দাম।
ট্রেনের সময়সূচিতে পরিবর্তন:
অর্থনীতির পাশাপাশি মার্চ মাসে বদলাচ্ছে ভারতীয় আবহাওয়াও। গত কয়েক মাসের শীত মরশুম কাটিয়ে ফের গ্রীষ্মে ফেরার পালা। ফলে ভারতীয় রেলের সময়সূচিতে কিছু পরিবর্তন আসতে পারে। মার্চে এর তালিকা প্রকাশ করা হতে পারে। সূত্রের খবর, ১ মার্চ থেকেই কয়েক হাজার যাত্রীবাহী এবং প্রায় পাঁচ হাজার পণ্যবাহী ট্রেনের সময়সূচি পরিবর্তিত হতে পারে।
ব্যাঙ্ক বন্ধ:
মার্চ মাসের প্রায় আর্ধেকটাই বন্ধ থাকতে পারে ব্যাঙ্কিং পরিষেবা। দোল এবং নবরাত্রি-সহ এই মাসে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ব্যাঙ্ক ছুটিও অন্তর্ভুক্ত। ভারতীয় ব্যাঙ্কগুলি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার খোলা থাকে। ২০২৩ সালের মার্চ মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) ক্যালেন্ডার অনুসারে, বেসরকারি এবং সরকারি ব্যাঙ্কগুলি ১২ দিন বন্ধ থাকবে।
সোশ্যাল মিডিয়ায় বদল:
ভারত সরকারের সাম্প্রতিক তথ্যপ্রযুক্তি নিয়মে পরিবর্তনের কারণে বেশ কিছু বদল আসতে চলেছে ট্যুইটার, ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ধর্মীয় অনুভূতিতে উস্কানি দেয় এমন পোস্টের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে। মার্চ মাস থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে পারে। ভুয়ো পোস্টের জন্য ব্যবহারকারীদের জরিমানাও দিতে হবে।
কাশী বিশ্বনাথ মন্দিরে আরতি:
বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে যাঁরা আরতি করতে উৎসাহী, তাঁদেরও খরচ বাড়তে চলেছে। বিশ্বনাথের মঙ্গলারতির জন্য আগের তুলনায় অন্তত ১৫০ টাকা বেশি দিতে হবে। আগে আরতি করতে গেলে ৩৫০ টাকা দিতে হত, কিন্তু এখন ৫০০ টাকা লাগবে। এছাড়াও, সপ্তর্ষি আরতি, শৃঙ্গার ভোগারতি এবং মধ্যাহ্ন ভোগারতির টিকিটের দামও বাড়বে ১২০ টাকা করে। আগে এর দাম ছিল ১৮০ টাকা, কিন্তু এখন ৩০০ টাকা দিতে হবে। এই নতুন নিয়ম ১ মার্চ ২০২৩ থেকে কার্যকর হবে।