ব্যাঙ্কে না গিয়েও এভাবেই ২০০০ টাকার নোট চালানোর চেষ্টায় মরিয়া সাধারণ মানুষ!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
২০০০ টাকার নোটের জন্য ব্যাঙ্ক কর্মীরা গ্রাহকদের থেকে আধার কার্ড এবং প্যান কার্ড চাইছেন।
কলকাতা: গত সপ্তাহেই ২০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। ফলে গোলাপি নোট জমা কিংবা এক্সচেঞ্জ করার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। জনসাধারণের চিন্তার কিছু নেই। কারণ সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় রয়েছে। নির্দেশিকা অনুযায়ী, যে কোনও ব্যাঙ্কেই জমা অথবা এক্সচেঞ্জ করা যাবে এই নোট। তবে নির্দেশিকা যা-ই হোক না কেন, বিষয়টা এতটাও সরল হচ্ছে না।
আসলে ব্যাঙ্কে গিয়ে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কারণ ২০০০ টাকার নোটের জন্য ব্যাঙ্ক কর্মীরা গ্রাহকদের থেকে আধার কার্ড এবং প্যান কার্ড চাইছেন। ফলে মানুষ এখন ব্যাঙ্কে না গিয়ে দোকান থেকে কিছু কিনে ২০০০ টাকার নোট চালাতে চেষ্টা করছে। কিন্তু সেখানেও বিধি বাম! ছোট দোকানদারেরা ওই বড় নোট নিতে চাইছেন না। ফলে চরম ভোগান্তির মুখে সাধারণ মানুষ।
advertisement
আরও পড়ুন: ২০০০ টাকার নোট দিলে নিতেই হবে ১৫০০ টাকার তেল! পেট্রোল পাম্পের ‘জালিয়াতি’ নিয়ে সরব সাধারণ মানুষ!
advertisement
ফলে ওই টাকা জমা করার জন্য নানা কৌশল অবলম্বন করছে তারা। ২০০০ টাকার নোট তাই সাধারণ মানুষ এখন পেট্রোল পাম্প এবং গয়নার দোকানে চালানোর চেষ্টা করছে। তারা ১০০-২০০ টাকার তেল কিনলেও ২০০০ টাকার নোট ভাঙাতে দিচ্ছে। এবার এত কম টাকার তেলের জন্য ওই বড় নোট নিতে অস্বীকার করছেন পেট্রোল পাম্পের কর্মীরা।
advertisement
উত্তরপ্রদেশের মালব্য রোডের এইচপি পেট্রোল পাম্পের সেলসম্যান রমেশ কুমার জানিয়েছেন যে, “গ্রাহকরা ১০০-২০০ টাকার জ্বালানি কেনার পরেও ২০০০ টাকার নোট দিচ্ছেন। যদিও আমরা সকলের কাছ থেকেই ২০০০ টাকার নোট গ্রহণ করছি।” অন্য দিকে আবার শহরের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী রাম কুমারেরও বক্তব্য, যখন ২০০০ টাকার নোট সংক্রান্ত আরবিআই-এর নির্দেশিকা এসেছে, সেই সময় থেকে গ্রাহকরা সোনার চেন, আংটি, ব্রেসলেট, চুড়ি-সহ নানা রকম গয়না কেনার জন্য ২০০০ টাকার নোট দিচ্ছেন।
advertisement
এসবিআই-এর ম্যানেজার মনোজ কুমার জানিয়েছেন, নোট বদল করার জন্য এখনও অনেকটা সময় রয়েছে। আর ২০০০ টাকার নোটও বাজারে তেমন চালু নেই। তাই সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ধীরেসুস্থে ব্যাঙ্কে গিয়ে ওই নোট সহজেই জমা করে কিংবা বদলে নিতে পারবেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 7:33 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ব্যাঙ্কে না গিয়েও এভাবেই ২০০০ টাকার নোট চালানোর চেষ্টায় মরিয়া সাধারণ মানুষ!