২০০০ টাকার নোট দিলে নিতেই হবে ১৫০০ টাকার তেল! পেট্রোল পাম্পের ‘জালিয়াতি’ নিয়ে সরব সাধারণ মানুষ!

Last Updated:

অভিযোগ, প্রয়োজন না থাকলেও গ্রাহকদের বেশি পরিমাণে জ্বালানি কিনতে বাধ্য করা হচ্ছে।

চিত্রকূট: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) গত সপ্তাহেই ২০০০ টাকার নোট প্রত্যাহার করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। নির্দেশিকায় তারা জানিয়েছে যে, এতে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আসলে এর জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
হাতে সময় থাকা সত্ত্বেও উদ্বিগ্ন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের চিত্রকূটের একটি পেট্রোল পাম্পে ঝোলানো হয়েছে এক আজব নির্দেশিকা। তাতে লেখা রয়েছে যে, ২০০০ টাকার নোট দিলে ১৫০০ টাকার পেট্রোল অথবা ডিজেল ভরানো বাধ্যতামূলক।
advertisement
তবে এই নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে। যেখানে আরবিআই-এর নির্দেশ ততটাও কঠোর নয়, সেখানে ২০০০ টাকার নোট নেওয়ার নাম করে জেলার পেট্রোল পাম্পের বড় ব্যবসায়ীরা রীতিমতো লোক ঠকানোর ব্যবসা শুরু করেছেন। যা হয়তো বন্ধ হবে ৩০ সেপ্টেম্বরের পরে। অভিযোগ, প্রয়োজন না থাকলেও গ্রাহকদের বেশি পরিমাণে জ্বালানি কিনতে বাধ্য করা হচ্ছে।
advertisement
চিত্রকূট জেলার গাড়ি চালক ব্রজেশ মিশ্র অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তীব্র দাবি জানান। তাঁর কথায় , “আমি যখন শহরের একটি পাম্পে পেট্রোল ভরাতে গিয়েছিলাম, তখন কর্মীরা আমাকে বলেছিলেন যে, আপনার কাছে যদি ২০০০ হাজার টাকার নোট থাকে, তাহলেই ১৫০০ টাকার তেল পাবেন। আমি এই প্রস্তাব সরাসরি নাকচ করায় তাঁরা বললেন যে, তেল দেওয়া হবে না।
advertisement
বিজ্ঞপ্তি অনুযায়ীই তেল দেওয়া হবে গ্রাহকদের।” ব্রজেশ আরও বলেছিলেন যে, “এই সব ব্যবসায়ীরা ২০০০ টাকার নোটের ভিত্তিতে জনসাধারণকে লুঠ করছে। তাই আমার মনে হয় যে, এই ধরনের পেট্রোল পাম্প অপারেটরদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা উচিত।”
চিত্রকূট জেলার পেট্রোল পাম্প অপারেটর রাজেন্দ্র প্রসাদ জৈন হলেন স্বর্গীয় মূলচন্দ্র জৈনের পুত্র। চিত্রকূটের কার্ভি শহরে তাঁদের পেট্রোল পাম্প রয়েছে। ওই পাম্পের কর্মচারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাঁরা মুখ খুলতে চাননি। তবে কিছু কর্মচারী জানান, আমরা উপরতলা থেকে যে নির্দেশ পাচ্ছি, তার ভিত্তিতেই কাজ করছি। আমরা নিজেদের মতো করে কোনও কাজ করছি না। এর থেকে স্পষ্ট যে, চিত্রকূটে প্রকাশ্য দিবালোকেই পেট্রোল পাম্প ২০০০ টাকার নোটের নামে রীতিমতো লুঠরাজ চালাচ্ছে।
advertisement
যেহেতু এই বিজ্ঞপ্তিটি আলোড়ন সৃষ্টি করেছিল, তাই নিউজ ১৮-এর তরফ থেকে চিত্রকূটের জেলা পূর্তি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু তাঁর নম্বরে যোগাযোগ করা যায়নি। এমনকী এই বিষয়ে জেলার কোনও কর্মকর্তাই কথা বলতে রাজি নন।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
২০০০ টাকার নোট দিলে নিতেই হবে ১৫০০ টাকার তেল! পেট্রোল পাম্পের ‘জালিয়াতি’ নিয়ে সরব সাধারণ মানুষ!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement